ETV Bharat / bharat

India Bans Wheat Export : দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গম রফতানি বন্ধ করল ভারত - Inflation Control

13 মে একটি নোটিফিকেশন জারি করে গম রফতানি না-করার কথা জানিয়েছে ডিজিএফটি ৷ তবে ইতিমধ্যে লেটারস অফ ক্রেডিট তালিকায় থাকা দেশগুলিতে গম রফতানি হবে ৷ দেশে খাদ্যের দাম বৃদ্ধিতে রাশ টানতেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের (India Bans Wheat Export) ৷

India Wheat Exports
বন্ধ হল গম রফতানি
author img

By

Published : May 14, 2022, 11:06 AM IST

নয়াদিল্লি, 14 মে : গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার ৷ দেশের মধ্যে মুদ্রাস্ফীতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ৷ এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ 13 মে একটি সরকারি বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে (Wheat exports Ban by India to control rising domestic prices) ৷

তবে 13 মে এবং তার আগে যে সব রফতানিতে লেটারস অফ ক্রেডিট (Letters of Credit, LoC) দেওয়া হয়েছে, সেখানেই একমাত্র গম রফতানি করা হবে, জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি (Directorate General of Foreign Trade, DGFT) ৷ নতুন করে আর কোনও রফতানি হবে না ভারত থেকে ৷

ডিজিএফটি জানিয়েছে, "এই মুহূর্ত থেকে রফতানি নীতি বন্ধ করা হল ৷" এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তে বদল হতে পারে ৷ অন্য কোনও দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার ৷ এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রফতানিতে ছাড়পত্র দেবে ৷ আরেকটি নোটিফিকেশনে ডিজিএফটি পেঁয়াজের বীজের রফতানিকে আরও সহজ করার কথা ঘোষণা করেছে ৷ এর আগে পেঁয়াজের বীজ রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Retail Inflation Soars : খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি আট বছরে সর্বোচ্চ, গত এপ্রিলের তুলনায় বাড়ল 7.79 শতাংশ

মে-র প্রথম সপ্তাহে খাদ্য দফতরের (Department of Food and Public Distribution) সচিব সুধাংশু পাণ্ডে সংবাদসংস্থাকে বলেন, "এ বছর জনকল্যাণকর প্রকল্পগুলির প্রয়োজন মিটিয়েও 2023-এর 1 এপ্রিল দেশে 80 লক্ষ মেট্রিক টন গম থাকবে ৷ যেখানে ন্যূনতম প্রয়োজন 75 এলএমটি ৷ 2023 অর্থবর্ষে 1 হাজার 110 এলএমটি গম উৎপাদন হওয়ার কথা ৷ আশা করা হচ্ছে, 1 হাজার 50 লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হবে, যা কিছুটা কমই ৷ তাও যথেষ্ট গম উদ্বৃত্ত থাকবে ৷" এদিকে দেশে প্রতিদিনই আটা, ময়দা, ভোজ্য তেল-সহ নিত্য সামগ্রীর দাম বেড়ে চলেছে ৷ সম্প্রতি 14 কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের দাম 1 হাজার টাকা পেরিয়েছে ৷

নয়াদিল্লি, 14 মে : গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার ৷ দেশের মধ্যে মুদ্রাস্ফীতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ৷ এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ 13 মে একটি সরকারি বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়েছে (Wheat exports Ban by India to control rising domestic prices) ৷

তবে 13 মে এবং তার আগে যে সব রফতানিতে লেটারস অফ ক্রেডিট (Letters of Credit, LoC) দেওয়া হয়েছে, সেখানেই একমাত্র গম রফতানি করা হবে, জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি (Directorate General of Foreign Trade, DGFT) ৷ নতুন করে আর কোনও রফতানি হবে না ভারত থেকে ৷

ডিজিএফটি জানিয়েছে, "এই মুহূর্ত থেকে রফতানি নীতি বন্ধ করা হল ৷" এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তে বদল হতে পারে ৷ অন্য কোনও দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার ৷ এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রফতানিতে ছাড়পত্র দেবে ৷ আরেকটি নোটিফিকেশনে ডিজিএফটি পেঁয়াজের বীজের রফতানিকে আরও সহজ করার কথা ঘোষণা করেছে ৷ এর আগে পেঁয়াজের বীজ রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Retail Inflation Soars : খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি আট বছরে সর্বোচ্চ, গত এপ্রিলের তুলনায় বাড়ল 7.79 শতাংশ

মে-র প্রথম সপ্তাহে খাদ্য দফতরের (Department of Food and Public Distribution) সচিব সুধাংশু পাণ্ডে সংবাদসংস্থাকে বলেন, "এ বছর জনকল্যাণকর প্রকল্পগুলির প্রয়োজন মিটিয়েও 2023-এর 1 এপ্রিল দেশে 80 লক্ষ মেট্রিক টন গম থাকবে ৷ যেখানে ন্যূনতম প্রয়োজন 75 এলএমটি ৷ 2023 অর্থবর্ষে 1 হাজার 110 এলএমটি গম উৎপাদন হওয়ার কথা ৷ আশা করা হচ্ছে, 1 হাজার 50 লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হবে, যা কিছুটা কমই ৷ তাও যথেষ্ট গম উদ্বৃত্ত থাকবে ৷" এদিকে দেশে প্রতিদিনই আটা, ময়দা, ভোজ্য তেল-সহ নিত্য সামগ্রীর দাম বেড়ে চলেছে ৷ সম্প্রতি 14 কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের দাম 1 হাজার টাকা পেরিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.