ETV Bharat / bharat

প্রাইভেসি পলিসি স্বীকারের সময়সীমা পিছনো হয়নি, আদালতে জানাল হোয়াটসঅ্যাপ

হোয়াটঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি স্বীকার না করলে, অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে ৷ আজ দিল্লি হাইকোর্ট হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের মামলায় এমনটাই জানালেন সংস্থার আইনজীবী কপিল সিবল ৷

whatsapp-to-delhi-hc-no-deferment-of-privacy-policy-trying-to-get-users-on-board
প্রাইভেসি পলিসি স্বীকারের সময়সীমা পিছন হয়নি, আদালতে জানাল হোয়াটসঅ্যাপ
author img

By

Published : May 17, 2021, 5:30 PM IST

নয়াদিল্লি, 17 মে : হোয়াটঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়ার ডেটলাইন পিছনো হয়নি বলে আজ দিল্লি হাইকোর্ট জানিয়ে দেওয়া হল সংস্থার তরফে ৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যদি কোনও গ্রাহক হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার না করেন, তবে তাঁর অ্যাকাউন্টটি সংস্থার তরফে ধীরে ধীরে ডিলিট করে দেওয়া হবে ৷

আরও পড়ুন : হোয়াটসঅ্য়াপে 24 ঘণ্টা পুরোনো মেসেজ ডিসঅ্য়াপেয়ারের সুযোগ

আজ দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে আইনজীবী কপিল সিবল এ কথা জানান ৷ যেখানে তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, কখনই পলিসি পিছিয়ে দেওয়া হয়নি ৷ তবে, এ দিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, হোয়াটঅ্যাপের নয়া এই প্রাইভেসি পলিসি 2000 সালের তথ্য প্রযুক্তি ও তার অন্তর্গত ধারাগুলিকে লঙ্ঘন করছে ৷ সেই সঙ্গে কেন্দ্র যে সংস্থার সিইওকে একটি চিঠি পাঠিয়েছে, সেই কথাও এদিন আদালতে জানান চেতন শর্মা ৷ সঙ্গে এও বলেন, সেই চিঠির জবাবের জন্য কেন্দ্রীয় সরকার অপেক্ষা করছে ৷ প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ সংস্থার নয়া প্রাইভেসি পলিসি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তাদের প্রধান সংস্থা ফেসবুকের সঙ্গে শেয়ার করতে পারবে ৷ সেখানেই হোয়াটসঅ্যাপ ইউজারদের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন হওয়ার বড় সম্ভাবনা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

নয়াদিল্লি, 17 মে : হোয়াটঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়ার ডেটলাইন পিছনো হয়নি বলে আজ দিল্লি হাইকোর্ট জানিয়ে দেওয়া হল সংস্থার তরফে ৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যদি কোনও গ্রাহক হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি স্বীকার না করেন, তবে তাঁর অ্যাকাউন্টটি সংস্থার তরফে ধীরে ধীরে ডিলিট করে দেওয়া হবে ৷

আরও পড়ুন : হোয়াটসঅ্য়াপে 24 ঘণ্টা পুরোনো মেসেজ ডিসঅ্য়াপেয়ারের সুযোগ

আজ দিল্লি হাইকোর্টে হোয়াটসঅ্যাপ সংস্থার তরফে আইনজীবী কপিল সিবল এ কথা জানান ৷ যেখানে তিনি স্পষ্টভাষায় জানিয়েছেন, কখনই পলিসি পিছিয়ে দেওয়া হয়নি ৷ তবে, এ দিন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, হোয়াটঅ্যাপের নয়া এই প্রাইভেসি পলিসি 2000 সালের তথ্য প্রযুক্তি ও তার অন্তর্গত ধারাগুলিকে লঙ্ঘন করছে ৷ সেই সঙ্গে কেন্দ্র যে সংস্থার সিইওকে একটি চিঠি পাঠিয়েছে, সেই কথাও এদিন আদালতে জানান চেতন শর্মা ৷ সঙ্গে এও বলেন, সেই চিঠির জবাবের জন্য কেন্দ্রীয় সরকার অপেক্ষা করছে ৷ প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ সংস্থার নয়া প্রাইভেসি পলিসি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য তাদের প্রধান সংস্থা ফেসবুকের সঙ্গে শেয়ার করতে পারবে ৷ সেখানেই হোয়াটসঅ্যাপ ইউজারদের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন হওয়ার বড় সম্ভাবনা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.