ETV Bharat / bharat

দেশে হোয়্যাটসঅ্যাপের প্রথম গ্রিভ্যান্স অফিসার পরেশ বি লাল - নতুন আইটি নিয়ম

কেন্দ্রের নতুন আইটি নিয়ম অনুযায়ী হোয়্যাটসঅ্যাপ তাদের গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করল ৷ প্রথম ভারতীয় এই আধিকারিক পরেশ বি লাল ৷

হোয়্যাটসঅ্যাপের গ্রিভ্যান্স অফিসার
হোয়্যাটসঅ্যাপের গ্রিভ্যান্স অফিসার
author img

By

Published : Jun 1, 2021, 3:50 PM IST

নিউ দিল্লি, 1 জুন : অবশেষে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি মেনে হোয়্যাটসঅ্যাপ তাদের গ্রিভ্যান্স অফিসার হিসেবে পরেশ বি লাল-এর নাম ঘোষণা করল ৷ ফেসবুকের এই কোম্পানির ওয়েবসাইটে পরেশের সঙ্গে যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসে ৷

50 লক্ষের বেশি ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া সংস্থাকে গ্রিভ্যান্স অফিসার , নোডাল অফিসার, আর একজন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর তাঁদের সবাইকে ভারতীয় হতে হবে ৷

আরও পড়ুন : অমিত শাহের কাছে জমা পড়ল পরাজয়ের গোয়েন্দা রিপোর্ট, শোরগোল বিজেপির অন্দরে

হোয়্যাটসঅ্যাপ-এর পাশাপাশি গুগল-এর কনট্যাক্স আস পেজে ওই পদে জো গ্রায়ারকে দেখা যাচ্ছে, ঠিকানা মাউন্টেন ভিউ, আমেরিকা ৷ এখানে ইউটিউবে কী ভাবে অভিযোগ জানানো যাবে তাও দেখানো হয়েছে ৷

গ্রিভ্যান্স অফিসারকে 24 ঘণ্টার মধ্যে অভিযোগ গ্রহণ করে 15 দিনের মধ্যে তার বিস্তারিত তথ্য জানাতে হবে ৷ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বিতর্কিত কোনও পোস্টকে 36 ঘণ্টার মধ্যে চিহ্নিত করতে হবে, আর তার পর 24 ঘণ্টার মধ্যে সেই পোস্ট মুছে ফেলতে হবে ৷

নিউ দিল্লি, 1 জুন : অবশেষে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি মেনে হোয়্যাটসঅ্যাপ তাদের গ্রিভ্যান্স অফিসার হিসেবে পরেশ বি লাল-এর নাম ঘোষণা করল ৷ ফেসবুকের এই কোম্পানির ওয়েবসাইটে পরেশের সঙ্গে যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদের বানজারা হিলসে ৷

50 লক্ষের বেশি ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া সংস্থাকে গ্রিভ্যান্স অফিসার , নোডাল অফিসার, আর একজন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর তাঁদের সবাইকে ভারতীয় হতে হবে ৷

আরও পড়ুন : অমিত শাহের কাছে জমা পড়ল পরাজয়ের গোয়েন্দা রিপোর্ট, শোরগোল বিজেপির অন্দরে

হোয়্যাটসঅ্যাপ-এর পাশাপাশি গুগল-এর কনট্যাক্স আস পেজে ওই পদে জো গ্রায়ারকে দেখা যাচ্ছে, ঠিকানা মাউন্টেন ভিউ, আমেরিকা ৷ এখানে ইউটিউবে কী ভাবে অভিযোগ জানানো যাবে তাও দেখানো হয়েছে ৷

গ্রিভ্যান্স অফিসারকে 24 ঘণ্টার মধ্যে অভিযোগ গ্রহণ করে 15 দিনের মধ্যে তার বিস্তারিত তথ্য জানাতে হবে ৷ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে বিতর্কিত কোনও পোস্টকে 36 ঘণ্টার মধ্যে চিহ্নিত করতে হবে, আর তার পর 24 ঘণ্টার মধ্যে সেই পোস্ট মুছে ফেলতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.