নয়াদিল্লি, 25 অক্টোবর: 2 ঘণ্টা অকেজো থাকার পর অবশেষে স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ (WhatsApp Down)৷ এতক্ষণ এই মেসেজিং অ্যাপ অকেজো থাকার ঘটনা এই প্রথম ৷
মঙ্গলবার দুপুর থেকে আচমকা হোয়াটসঅ্যাপ (WhatsApp Back) কাজ করছে না বলে অভিযোগ জানাতে শুরু করেন ইউজাররা ৷ নাম করা অনলাইন টুল ডাউন ডিটেক্টর দুপুর 12.07-এ নজর করা শুরু করে যে, অস্বাভাবিক রকম ভাবে সমস্যা সংক্রান্ত রিপোর্ট আসছে ৷ দুপুর 1 টার মধ্যে এই ধরনের 25 হাজার রিপোর্ট তালিকাভুক্ত হয় । 69 শতাংশ ইউজার রিপোর্ট করেন যে মেসেজ পড়া যাচ্ছে না ৷ বাকিরা অভিযোগ করেন যে, সার্ভারের সঙ্গে সংযোগ ছিন্ন হয়েছে ৷ কেউ বলতে থাকেন যে অ্যাপটি ক্র্যাশ করেছে ৷ ইতালি ও তুরস্কের ইউজাররাও সোশ্যাল মিডিয়ায় জানান যে তাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারছেন না ৷ তবে বিকেল 3টে নাগাদ এই রিপোর্টের সংখ্যা কমে 1,000 হয় ৷
আরও পড়ুন: অভিযোগ নয়, ফুল-শুভেচ্ছার বন্যা হোয়াটসঅ্যাপে ! নাজেহাল পুলিশ
মার্কিন কোম্পানি মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ৷ এই সংস্থাই ফেসবুক ও ইনস্টাগ্রামেরও মালিক ৷ ইউজার সংখ্যার দিক দিয়ে ভারতে এদের সবচেয়ে বেশি ব্যবসা ৷ 50 কোটিরও বেশি ডাউনলোড রয়েছে এই অ্যাপে ৷ মেটার এক মুখপাত্র জানান, "আমরা সচেতন যে কয়েকজনের বর্তমানে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি ৷"
এরপর বেলা 2.15 থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা ৷ ইউজাররা জানাতে থাকেন যে, তাঁদের সমস্যা কাটছে ৷ তাঁরা আবার মেসেজ পাঠাতে পারছেন ৷
-
Everyone running to #Twitter to check on #Whatsapp #whatsappdown pic.twitter.com/MEm6MpegWQ
— Aarti Patil (@aartipatil92) October 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Everyone running to #Twitter to check on #Whatsapp #whatsappdown pic.twitter.com/MEm6MpegWQ
— Aarti Patil (@aartipatil92) October 25, 2022Everyone running to #Twitter to check on #Whatsapp #whatsappdown pic.twitter.com/MEm6MpegWQ
— Aarti Patil (@aartipatil92) October 25, 2022
-
So I was blaming my WiFi but actually I got to check on Twitter that the WhatsApp is down. @WhatsApp#whatsappdown pic.twitter.com/43tuT6cyol
— Mohsin Shafique (@Mohsinkhan7__) October 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">So I was blaming my WiFi but actually I got to check on Twitter that the WhatsApp is down. @WhatsApp#whatsappdown pic.twitter.com/43tuT6cyol
— Mohsin Shafique (@Mohsinkhan7__) October 25, 2022So I was blaming my WiFi but actually I got to check on Twitter that the WhatsApp is down. @WhatsApp#whatsappdown pic.twitter.com/43tuT6cyol
— Mohsin Shafique (@Mohsinkhan7__) October 25, 2022
তবে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ ডাউন হ্যাশট্যাগ দিয়ে মিম শুরু হয়ে যায় ৷ অনেকেই লেখেন, তাঁরা প্রথমে ভেবেছিলেন যে তাঁদের ইন্টারনেটে সমস্যা হচ্ছে ৷ পরে তাঁরা বুঝতে পারেন যে সমস্যাটা হোয়াটসঅ্যাপে ৷