নয়াদিল্লি, 26 জুন: বিদেশ সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকা এবং ইজিপ্ট সফর শেষ করে সোমবার ভোরে দিল্লি ফেরেন দেশের প্রশাসনিক প্রধান। বিমানবন্দরেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে প্রধানমন্ত্রী দেশে কী হচ্ছে তা জানতে চান। রাষ্ট্রপতি জো বাইডেনের আহ্বানে 'স্টেট ভিজিটে' আমেরিকা যান মোদি। এরপর যান ইজিপ্টে। 26 বছর বাদে ভারতের কোনও প্রধানমন্ত্রী ইজিপ্ট সফরে গেলেন।
নাড্ডা-সহ দলের বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। নাড্ডার সঙ্গে দেখা হওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর কাছে দেশে কী হচ্ছে তা জানতে চান। জবাবে বিজেপি সভাপতি জানান, প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন দলের নেতা-কর্মীরা মানুষের কাছে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্য় তুলে ধরেন। গত 9 বছরে মোদি সরকার মানুষের জন্য কী কী করেছে সেটা তুলে ধরা হয়েছে বলে জানান বিজেপি সভাপতি।
এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তিনি জানান, দেশে ফিরেই প্রধানমন্ত্রী বিজেপি সভাপতির কাছে দেশের খবরাখবর জানতে চান। নাড্ডা তাঁকে জানান, মোদি সরকারের 9 বছরে দেশের মানুষ আনন্দে আছে। বিজেপির আরেক সাংসদ পরেশ বর্মা জানান, দেশের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত কাজ করছে তা নিয়ে সাধারণের কী প্রতিক্রিয়া সেটাও জানতে চান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: মিশরের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আমেরিকা এবং ইজিপ্টে গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেন মোদি। বৈদেশিক বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাস মোকাবিলায় পদক্ষেপের মতো একাধিক বিষয় নিয়ে বৈঠক হয়। রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বিভিন্ন সংস্থার শীর্ষকর্তার সঙ্গেও কথা হয় মোদির। সেভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গুগলের সিইও জানান, তাঁরা চেন্নাইতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খুলতে চলেছেন। পাশাপাশি আমেরিকার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী জানান, এখন থেকে মার্কিন মুলুকে বসেই এইচ ওয়ান বি ভিসার পুনর্নীবকরণ করা যাবে। পাশাপাশি এই দুটো দেশে গিয়েই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।