ETV Bharat / bharat

Died Trekker: বিনা অনুমতিতে ট্রেকিং, খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু বাংলার পর্যটকের - West Bengal Trekker Dies on Khimloga Chitkul Track

ট্রেকিংয়ে গিয়ে খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু হল বাংলার এক পর্যটকের (West Bengal Trekker Dies on Khimloga Chitkul Track) ৷ গুরুতর আহত হয়েছেন আরও দুই ট্রেকার।

Died Trekker
খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু বাংলার পর্যটকের
author img

By

Published : Sep 4, 2022, 10:51 AM IST

উত্তরকাশী, 4 সেপ্টেম্বর: খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু হল বাংলার এক পর্যটকের ৷ আহত হয়েছেন আরও দু'জন (West Bengal Trekker Dies on Khimloga Chitkul Track) ৷ মৃতের নাম সুজয় দুবে (42) ৷

জানা গিয়েছে, তাঁরা গোবিন্দ ওয়াইল্ডলাইফ ন্যাশনাল পার্ক থেকে খিমলোগা পাস হয়ে চিটকুল পর্যন্ত একটি ট্রেকে ছিলেন । গোবিন্দ বন্যপ্রাণী জাতীয় উদ্যান এলাকার মোরি ব্লকের লিওয়ারি গ্রামের প্রধান রাজেশ কুমারের মতে, 1 সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা-চিটকুল ট্র্যাকের উদ্দেশ্যে বাংলার তিনজন ট্রেকার এবং 6 জন পোর্টার রওনা হয়েছিলেন । তিনি আরও জানান, শনিবার বিকেল ৪টার দিকে একজন ট্রেকার সুজয় দুবে যিনি বাংলার বাসিন্দা, তিনি খামিলোগা হিমবাহে পড়ে মারা যান ৷ অপর দুই ট্রেকার সুব্রত বিশ্বাস (49) এবং নরোত্তম জ্ঞান (50) গুরুতর আহত হন ।

সুব্রত বিশ্বাস হাঁটতে অক্ষম হওয়ায় তিনজন দারোয়ান খামিলোগায় একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে তাঁর সঙ্গে থাকে । এদিকে শনিবার রাতে আরও তিনজন পোর্টার চিটকুলের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ক্যাম্পে পৌঁছে ঘটনাটি সম্পর্কে আইটিবিপি (Indo-Tibetan Border Police) কর্মকর্তাদের অবহিত করেন ।

আরও পড়ুন: হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

তবে, জেলা প্রশাসন সূত্রে খবর, রাত হয়ে যাওয়ায় আইটিবিপি (Indo-Tibetan Border Police) উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । রবিবার সকালে হিমাচল প্রদেশের কিন্নর জেলার জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক জানিয়েছেন, আহত দু'জন-সহ ট্রেকিং দলের আরও আট সদস্য নিরাপদ রয়েছেন ।

জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানান, একজন বাংলার ট্রেকার যে অনুমতি ছাড়াই ট্রেক করতে গিয়েছিল, তাঁর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে ।

তিনি আরও জানান, রবিবার উদ্ধার অভিযান চালানো হবে । এছাড়া অনুমতি ছাড়া পার্ক এলাকায় ট্রেকিংয়ে যাওয়ার জন্য গোবিন্দ বন্যপ্রাণী জাতীয় উদ্যানের পক্ষ থেকে সংশ্লিষ্ট ট্র্যাকিং এজেন্সি, পোর্টার এবং ট্রেকারের বিরুদ্ধে মামলা করা হবে । এর আগে 2021 সালের অক্টোবরে হর্ষিল লামখাগা চিটকুল ট্র্যাকে বাংলার সাতজন ট্রেকার-সহ 9 জন মারা গিয়েছিলেন ।

উত্তরকাশী, 4 সেপ্টেম্বর: খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু হল বাংলার এক পর্যটকের ৷ আহত হয়েছেন আরও দু'জন (West Bengal Trekker Dies on Khimloga Chitkul Track) ৷ মৃতের নাম সুজয় দুবে (42) ৷

জানা গিয়েছে, তাঁরা গোবিন্দ ওয়াইল্ডলাইফ ন্যাশনাল পার্ক থেকে খিমলোগা পাস হয়ে চিটকুল পর্যন্ত একটি ট্রেকে ছিলেন । গোবিন্দ বন্যপ্রাণী জাতীয় উদ্যান এলাকার মোরি ব্লকের লিওয়ারি গ্রামের প্রধান রাজেশ কুমারের মতে, 1 সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা-চিটকুল ট্র্যাকের উদ্দেশ্যে বাংলার তিনজন ট্রেকার এবং 6 জন পোর্টার রওনা হয়েছিলেন । তিনি আরও জানান, শনিবার বিকেল ৪টার দিকে একজন ট্রেকার সুজয় দুবে যিনি বাংলার বাসিন্দা, তিনি খামিলোগা হিমবাহে পড়ে মারা যান ৷ অপর দুই ট্রেকার সুব্রত বিশ্বাস (49) এবং নরোত্তম জ্ঞান (50) গুরুতর আহত হন ।

সুব্রত বিশ্বাস হাঁটতে অক্ষম হওয়ায় তিনজন দারোয়ান খামিলোগায় একটি ক্যাম্প তৈরি করে এবং সেখানে তাঁর সঙ্গে থাকে । এদিকে শনিবার রাতে আরও তিনজন পোর্টার চিটকুলের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ক্যাম্পে পৌঁছে ঘটনাটি সম্পর্কে আইটিবিপি (Indo-Tibetan Border Police) কর্মকর্তাদের অবহিত করেন ।

আরও পড়ুন: হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

তবে, জেলা প্রশাসন সূত্রে খবর, রাত হয়ে যাওয়ায় আইটিবিপি (Indo-Tibetan Border Police) উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল । রবিবার সকালে হিমাচল প্রদেশের কিন্নর জেলার জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক জানিয়েছেন, আহত দু'জন-সহ ট্রেকিং দলের আরও আট সদস্য নিরাপদ রয়েছেন ।

জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানান, একজন বাংলার ট্রেকার যে অনুমতি ছাড়াই ট্রেক করতে গিয়েছিল, তাঁর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে ।

তিনি আরও জানান, রবিবার উদ্ধার অভিযান চালানো হবে । এছাড়া অনুমতি ছাড়া পার্ক এলাকায় ট্রেকিংয়ে যাওয়ার জন্য গোবিন্দ বন্যপ্রাণী জাতীয় উদ্যানের পক্ষ থেকে সংশ্লিষ্ট ট্র্যাকিং এজেন্সি, পোর্টার এবং ট্রেকারের বিরুদ্ধে মামলা করা হবে । এর আগে 2021 সালের অক্টোবরে হর্ষিল লামখাগা চিটকুল ট্র্যাকে বাংলার সাতজন ট্রেকার-সহ 9 জন মারা গিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.