সিওয়ান (বিহার), 5 নভেম্বর: হঠাৎ করে বিহারের সিওয়ান (Siwan) জেলার দারোন্ডা থানা এলাকার কাটোয়ার গ্রামে অভিযান চালাল পশ্চিমবঙ্গ পুলিশ ৷ যাকে ঘিরে গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয় । জানা গিয়েছে, কাটোয়ার থানা এলাকার বাসিন্দা রাহুল কুমার বাংলা থেকে একটি তরুণীকে নিয়ে যান সেখানে । এ ব্যাপারে তরুণীর বাবা পশ্চিমবঙ্গের থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন । এই মামলায় তরুণীকে খুঁজতে খুঁজতে পশ্চিমবঙ্গ পুলিশ পৌঁছয় সিওয়ানে ৷ সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে তারা (West Bengal police recover kidnapped girl)।
পশ্চিমবঙ্গের রায়গড় থানার এক বাসিন্দা তাঁর মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন । যার ভিত্তিতে বেঙ্গল পুলিশ বিহারের দারোন্ডা থানায় যোগাযোগ করে এবং অভিযান চালাতে কাটোয়ার গ্রামে পৌঁছয় । তারপরই পুলিশ অপহৃত তরুণীকে গ্রাম থেকে উদ্ধার করে । একই সঙ্গে যে যুবকটি তরুণীকে নিয়ে এসেছে তিনি পলাতক বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: অটো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন মহিলার মৃত্যু, আহত 11
ঘটনার তথ্য দিয়ে ক্যাপ্টেন শাহনওয়াজ হুসেন বলেন, "অপহরণের খবরে পশ্চিমবঙ্গের রায়গড় থেকে পুলিশের দল রায়গড়ের পিএসআই সাধনা কুমারীর সঙ্গে এসেছিল । তাদের সঙ্গে দারোন্দা থানার পুলিশও অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেছে । বর্তমানে অপহৃত তরুণীকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।"