কলকাতা, 25 ফেব্রুয়ারি: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগাম ব্যবস্থা নিল রাজ্য সরকার । একটি নির্দেশিকায় বলা হয়েছে, মহারাষ্ট্র, কেরালা, তেলেঙ্গানা ও কর্নাটক থেকে আসা ব্যক্তিরা আরটি-পিসিআর টেস্টে কোভিড রিপোর্ট নেগেটিভ দেখাতে পারলে তবেই ঢুকতে পারবেন রাজ্যে । আগামী শনিবার বেলা ১২ টা থেকে কার্যকর হবে এই নিয়ম ।
গত কয়েকদিনে এই চার রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ । তাই আগাম ব্যবস্থা নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ''রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, চার রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা সব যাত্রীকে আরটি-পিসিআর টেস্টের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করলে হবে। 27 ফেব্রুয়ারি বেলা 12টা থেকে চালু হবে এই নির্দেশ ।'' বিমান ছাড়ার আগে 72 ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে বলেও নির্দেশিকায় বলা হয়েছে ।
আরও পড়ুন: দিল্লি যেতে হলে করাতে হবে করোনা টেস্ট, নতুন নিয়ম
বুধবার দিনের শুরুতেই এই সংক্রান্ত নির্দেশ জারি করে দিল্লি সরকার। পাঁচ রাজ্য় থেকে দিল্লিতে প্রবেশ করলেই দেখাতে হবে কোভিড রিপোর্ট । নেগেটিভ হলে তবেই দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে । গত সপ্তাহে ওই 5 রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে 86 শতাংশ। তাই নতুন করে ঝুঁকি নিতে রাজি নয় সরকার। এবং যে সমস্ত যাত্রী ওই 5 রাজ্য় থেকে বিমান, বাস, গাড়ি বা ট্রেনে করে দিল্লি আসবেন তাঁদের 72 ঘণ্টার মধ্য়ে করানো আরটি পিসিআর টেস্ট করানো নেগেটিভ রিপোর্ট রাখতে হবে। আগামী 15 মার্চ থেকে এই নিয়ম চালু করা হতে পারে ।