ETV Bharat / bharat

আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড় - mamata banerjee news

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ আজ, বৃহস্পতিবার দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ তার পর দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷

west bengal governor jagdeep dhankhar will meet amit shah today
আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ধনকড়
author img

By

Published : Jun 17, 2021, 4:12 PM IST

নয়াদিল্লি, 17 জুন : দিল্লিতে সফর করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বৃহস্পতিবার তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ৷ সংবাদসংস্থার তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে ৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ধনকড় ৷ তার পর বুধবার তিনি বেশ কয়েকজেনর সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় একদিকে যেমন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, তেমনই অন্যদিকে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷

আজ, বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ তার পর তিনি দেখা করতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

এখানে উল্লেখ করা প্রয়োজন যে জগদীপ ধনকড়ের এই দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কেন তিনি দিল্লি গিয়েছেন, সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ একটি মহল থেকে জানা গিয়েছে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ উঠছে, তা জানাতেই তিনি দিল্লিতে গিয়েছেন ৷ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সেই রিপোর্ট জমা দিচ্ছেন ৷ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন বলে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ৷

যদিও এই নিয়ে অন্য একটি জল্পনাও চলছে ৷ একটি সূত্রের খবর, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ ৷ তাই তাঁকে জরুরি তলব করা হয়েছে ৷ তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলেও শোনা যাচ্ছে রাজধানীর একটি সরকারি মহল থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ তিনি এখন কেরালার রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

এদিকে রাজ্যপালের এই সফরকে নিয়ে লাগাতার কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যপালের এই সফরকে সাংবিধানিক এক্তিয়ার বহির্ভূত বলেও দাবি করছে পশ্চিমবঙ্গের শাসক দল ৷ এদিন এই মন্তব্য করেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর কথায়, রাজ্যপাল দেখা করতেই পারেন অমিত শাহের সঙ্গে৷ কারণ, রাজ্যপাল ধনকড় তো অমিত শাহদেরই লোক ৷

নয়াদিল্লি, 17 জুন : দিল্লিতে সফর করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বৃহস্পতিবার তিনি দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে ৷ সংবাদসংস্থার তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে ৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন ধনকড় ৷ তার পর বুধবার তিনি বেশ কয়েকজেনর সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেই তালিকায় একদিকে যেমন ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, তেমনই অন্যদিকে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রও ৷

আজ, বৃহস্পতিবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ তার পর তিনি দেখা করতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷

আরও পড়ুন : দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

এখানে উল্লেখ করা প্রয়োজন যে জগদীপ ধনকড়ের এই দিল্লি সফর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কেন তিনি দিল্লি গিয়েছেন, সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ একটি মহল থেকে জানা গিয়েছে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ উঠছে, তা জানাতেই তিনি দিল্লিতে গিয়েছেন ৷ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি সেই রিপোর্ট জমা দিচ্ছেন ৷ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন বলে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে ৷

যদিও এই নিয়ে অন্য একটি জল্পনাও চলছে ৷ একটি সূত্রের খবর, রাজভবনে নিয়োগে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ ৷ তাই তাঁকে জরুরি তলব করা হয়েছে ৷ তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলেও শোনা যাচ্ছে রাজধানীর একটি সরকারি মহল থেকে ৷ তাঁর জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন আরিফ মহম্মদ খান ৷ তিনি এখন কেরালার রাজ্যপালের দায়িত্বভার সামলাচ্ছেন ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

এদিকে রাজ্যপালের এই সফরকে নিয়ে লাগাতার কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যপালের এই সফরকে সাংবিধানিক এক্তিয়ার বহির্ভূত বলেও দাবি করছে পশ্চিমবঙ্গের শাসক দল ৷ এদিন এই মন্তব্য করেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তাঁর কথায়, রাজ্যপাল দেখা করতেই পারেন অমিত শাহের সঙ্গে৷ কারণ, রাজ্যপাল ধনকড় তো অমিত শাহদেরই লোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.