কলকাতা, 15 এপ্রিল : দ্বিতীয় দফা ভোটে নন্দীগ্রামে মোট দশটি বুথে রিগিং হয়েছে ৷ আর রিগিং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে করেছে বিজেপি ৷ তিনি এলাকায় উপস্থিত না থাকলে হয়ত 70টি বুথে একই ঘটনা ঘটত ৷ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন নন্দীগ্রামের প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে মমতার অকপট স্বীকারোক্তি, "আবেগ তাড়িত হয়ে নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করি ৷" তিনি বলেন, "আমি কথা দিলে কথার খেলাপ করি না ৷ আমি যখন নন্দীগ্রাম থেকে দাঁড়াব বলে ঘোষণা করলাম তখন মানুষের উল্লাস দেখেছিলাম ৷ আমি তাঁদের কথা দিয়েছিলাম ৷ তাই পরে সিদ্ধান্ত বদল করে কথার খেলাপ করতে চাইনি ৷"
ভোটে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে মমতা বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রিগিং করছে বিজেপি ৷ মোট 10টি বুথে রিগিং হয়েছে ৷ এদের জন্যই আমাকে একটা বুথে তিন ঘণ্টা আটকে থাকতে হয় ৷ তবে পরে সেখান থেকে বেরোতে পেরে যাই বুথে বুথে ৷" তিনি দাবি করেন, তিনি এলাকায় উপস্থিত না থাকলে হয়ত 70টি বুথে এমন করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রিগিং করত বিজেপি ৷
অনেকেই বলছেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু নাকি 50 হাজার ভোটে জিতবেন ৷ তা শোনার পরও তাঁকে আত্মবিশ্বাসীই শোনাল ৷ বললেন, "নন্দীগ্রামের ফলাফল মানুষ দেবেন ৷ 10টি বুথে রিগিং হবার পরও ফল বেরোলে দেখতে পাবেন মানুষ কী ফল দিলেন ৷"
এবারের নির্বাচনে কতগুলি আসনে তৃণমূল জিতবে প্রশ্নের জবাবে মমতা বলেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করবেন তাঁরাই ৷