ETV Bharat / bharat

কোরোনার ভ্য়াকসিন, একজোট হয়ে কাজ করার বার্তা মুখ্য়মন্ত্রীর

তবে, রাজ্য়ের অধিকাংশ জেলায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্য়ে গা ছাড়া মনোভাব রাজ্য় সরকারকে ভাবাচ্ছে বলে এদিনের সভায় জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ তিনি বলেন, রাজ্য়ের অধিকাংশ ক্ষেত্রে মানুষের ধারণা কোরোনা ভাইরাসের প্রভাব আর নেই ৷ কেউ কোরোনার থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলছেন না বলে জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

west-bengal-cm-mamata-banerjee-saied-they-will-work-together-with-central-on-covid-vaccination
কোরোনার ভ্য়াকসিনেশনে একজোট হয়ে কাজ করার বার্তা মুখ্য়মন্ত্রীর
author img

By

Published : Nov 24, 2020, 3:53 PM IST

Updated : Nov 24, 2020, 3:58 PM IST

দিল্লি, 24 নভেম্বর: দিল্লি সহ দেশের 8 রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের নিয়ে কোরোনার রিভিউ মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজকের এই বৈঠকে মূলত কোরোনার ভ্য়াকসিন বণ্টন নিয়ে আলোচনা হয় ৷ যেখানে সাধারণ মানুষকে কোরোনার ভ্য়াকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের সঙ্গে হাতেহাত মিলিয়ে কাজ করার কথা বললেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ এমনকি অন্য়ান্য় রাজ্য়গুলির সঙ্গেও সমান সহযোগিতার কথাও শোনা গেল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায় ৷

তবে, রাজ্য়ের অধিকাংশ জেলায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্য়ে গা ছাড়া মনোভাব রাজ্য় সরকারকে ভাবাচ্ছে বলে এদিনের সভায় জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ তিনি বলেন, রাজ্য়ের অধিকাংশ ক্ষেত্রে মানুষের ধারণা কোরোনা ভাইরাসের প্রভাব আর নেই ৷ কেউ কোরোনার থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলছেন না বলে জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যা রাজ্য় সরকারকে চিন্তায় ফেলেছে ৷ তবে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, যে কোরোনার বিরুদ্ধে প্রথম সারিতে লড়াই করা যোদ্ধাদের সবার আগে ভ্য়াকসিন দেওয়া হবে ৷ তবে, কবে সেই ভ্য়াকসিন আসবে তা এখনই স্পষ্ট করে কিছু জানাননি তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে কোরোনার ভ্য়াকসিন পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য় ৷ তবে, সেই ভ্য়াকসিন কতদিনে আসবে তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে সব সংস্থা ভ্য়াকসিন তৈরির কাজ করছে, তাদের প্রায় সবার ভ্য়াকসিন তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে ৷ তাই গবেষণার কাজ শেষ হলেই, ভ্য়াকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে ৷

তবে, কোরোনার ভ্য়াকসিন কীভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এনিয়ে ইতিমধ্য়ে বেশ কয়েকি রাজ্য় রূপরেখা তৈরি করে ফেলেছে বলে এদিনের ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন জানিয়েছেন, তাঁরা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মী এবং 50 এর বেশি বয়স ও কোমর্বিডিটি রয়েছে এমন মানুষজনকে আগে কোরোনার ভ্য়াকসিন দেবেন ৷ হরিয়ানার মুখ্য়মন্ত্রী সি এম খট্টর জানান, তাঁরা তিন ধাপে কোরোনার ভ্য়াকসিনেশনের কাজ করবেন ৷ প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের ভ্য়াকসিন দেওয়া হবে ৷ দ্বিতীয় ধাপে ভ্য়াকসিন পাবেন যাঁরা জরুরি পরিষেবা ও সামগ্রী সরবরাহ করেন এবং তৃতীয় ধাপে বয়স ও চাহিদা অনুযায়ী কোরোনার ভ্য়াকসিনেশন করানো হবে বলে জানান হরিয়ানার মুখ্য়মন্ত্রী ৷ এদিনের সভার শেষে প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, কোরোনায় সুস্থ হওয়া ও মৃত্য়ুর পরিসংখ্য়ানে বিশ্বের অন্য়ান্য় দেশের থেকে ভারত অনেক ভালো জায়গায় অবস্থান করছে ৷ যা কোরোনা মোকাবিলার ক্ষেত্রে অনেক বড় সাফল্য় বলে জানান তিনি ৷

দিল্লি, 24 নভেম্বর: দিল্লি সহ দেশের 8 রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের নিয়ে কোরোনার রিভিউ মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যে বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজকের এই বৈঠকে মূলত কোরোনার ভ্য়াকসিন বণ্টন নিয়ে আলোচনা হয় ৷ যেখানে সাধারণ মানুষকে কোরোনার ভ্য়াকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের সঙ্গে হাতেহাত মিলিয়ে কাজ করার কথা বললেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ এমনকি অন্য়ান্য় রাজ্য়গুলির সঙ্গেও সমান সহযোগিতার কথাও শোনা গেল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথায় ৷

তবে, রাজ্য়ের অধিকাংশ জেলায় কোরোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্য়ে গা ছাড়া মনোভাব রাজ্য় সরকারকে ভাবাচ্ছে বলে এদিনের সভায় জানিয়েছেন মুখ্য়মন্ত্রী ৷ তিনি বলেন, রাজ্য়ের অধিকাংশ ক্ষেত্রে মানুষের ধারণা কোরোনা ভাইরাসের প্রভাব আর নেই ৷ কেউ কোরোনার থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলছেন না বলে জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যা রাজ্য় সরকারকে চিন্তায় ফেলেছে ৷ তবে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, যে কোরোনার বিরুদ্ধে প্রথম সারিতে লড়াই করা যোদ্ধাদের সবার আগে ভ্য়াকসিন দেওয়া হবে ৷ তবে, কবে সেই ভ্য়াকসিন আসবে তা এখনই স্পষ্ট করে কিছু জানাননি তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে কোরোনার ভ্য়াকসিন পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য় ৷ তবে, সেই ভ্য়াকসিন কতদিনে আসবে তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে সব সংস্থা ভ্য়াকসিন তৈরির কাজ করছে, তাদের প্রায় সবার ভ্য়াকসিন তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে ৷ তাই গবেষণার কাজ শেষ হলেই, ভ্য়াকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে ৷

তবে, কোরোনার ভ্য়াকসিন কীভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এনিয়ে ইতিমধ্য়ে বেশ কয়েকি রাজ্য় রূপরেখা তৈরি করে ফেলেছে বলে এদিনের ভার্চুয়াল বৈঠকে জানানো হয়েছে ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এ দিন জানিয়েছেন, তাঁরা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মী এবং 50 এর বেশি বয়স ও কোমর্বিডিটি রয়েছে এমন মানুষজনকে আগে কোরোনার ভ্য়াকসিন দেবেন ৷ হরিয়ানার মুখ্য়মন্ত্রী সি এম খট্টর জানান, তাঁরা তিন ধাপে কোরোনার ভ্য়াকসিনেশনের কাজ করবেন ৷ প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের ভ্য়াকসিন দেওয়া হবে ৷ দ্বিতীয় ধাপে ভ্য়াকসিন পাবেন যাঁরা জরুরি পরিষেবা ও সামগ্রী সরবরাহ করেন এবং তৃতীয় ধাপে বয়স ও চাহিদা অনুযায়ী কোরোনার ভ্য়াকসিনেশন করানো হবে বলে জানান হরিয়ানার মুখ্য়মন্ত্রী ৷ এদিনের সভার শেষে প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, কোরোনায় সুস্থ হওয়া ও মৃত্য়ুর পরিসংখ্য়ানে বিশ্বের অন্য়ান্য় দেশের থেকে ভারত অনেক ভালো জায়গায় অবস্থান করছে ৷ যা কোরোনা মোকাবিলার ক্ষেত্রে অনেক বড় সাফল্য় বলে জানান তিনি ৷

Last Updated : Nov 24, 2020, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.