নয়াদিল্লি, 29 জুলাই : বাংলায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির (Nitin Gadkari) সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার বেলায় তিনি মোদি সরকারের এই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৷
তিনি জানান, মূলত সড়ক পরিকাঠামোর উন্নতি নিয়ে আলোচনা হয়েছে ৷ তবে বাংলায় ইলেকট্রিক বাস-অটো (Electric Bus-Auto) তৈরির কারখানা নির্মাণের দাবি জানিয়েছেন তিনি ৷ এই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন : Mamata-Suvendu : হার নিশ্চিত জেনেই রাজ্যসভার ভোট থেকে সরে দাঁড়ানো ঘোষণা শুভেন্দুর
প্রসঙ্গত, গত সোমবার রাতে নয়াদিল্লি পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকে তাঁকে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে ৷ কখনও তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার একাধিক দাবি নিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে ৷ আবার তৃণমূল নেত্রী হিসেবে তিনি দেখা করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধি (Sonia Gandhi), রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে ৷
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকায় ৷ দেখা করলেন নিতিন গড়কড়ির সঙ্গে ৷ পশ্চিমবঙ্গের সড়কের পরিকাঠামো নিয়ে আলোচনা করলেন ৷
আরও পড়ুন : Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?
বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি জানালেন, প্রতিবছর সাগরে লক্ষ লক্ষ তীর্থযাত্রী যান ৷ তার জন্য ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা করা হয় ৷ দীঘার রাস্তা নিয়ে কথা হয় ৷ একইসঙ্গে বারসাত হয়ে বনগাঁ পর্যন্ত রাস্তায় উড়ালপুল করা যায় কি না, তা নিয়ে আলোচনা করা হয় বলে মমতা জানান ৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জানান, ওই রাস্তার দু’পাশে বহু মানুষ থাকেন ৷ অনেক দোকান-বাজারও রয়েছে ৷ ফলে সম্প্রসারণ করতে গেলে ওই মানুষগুলি সমস্যায় পড়বেন ৷ তাই তিনি উড়ালপুল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ৷ এই উড়ালপুল তৈরি হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সুবিধা হবে ৷ তাছাড়া কলকাতায় আরও উড়ালপুল নির্মাণ নিয়েও নিতিন গড়কড়ির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : I PAC: এবার ত্রিপুরা গেলেন ডেরেক-কাকলি, শুক্রে অভিষেক