দিল্লি, 10 ফেব্রুয়ারি : ‘‘অধীররঞ্জনজি এবার বেশি হয়ে যাচ্ছে...৷’’ লোকসভার ট্রেজারি বেঞ্চ থেকে সরাসরি কড়াবার্তা গেল বিরোধী বেঞ্চের দিকে৷ এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এই বার্তা গেল লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর দিকে৷
বুধবার লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের জবাবি ভাষণ দেন৷ তিনি যখন কৃষি আইনের প্রসঙ্গ তোলেন, তখন বিরোধীরা বিক্ষোভ শুরু করে৷ অধীর চৌধুরী-সহ আরও অনেকে বারবার প্রধানমন্ত্রীর বক্তৃতায় বাধা দান করেন৷ কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলেন৷ এই আইন বাতিলের দাবিতে সরব হন৷ বারবার প্রধানমন্ত্রীকে নিজের আসনে বসতে দেখা যায়৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও সভার কাজ স্বাভাবিক করার চেষ্টা করেন৷
এর পর প্রধানমন্ত্রী কৃষি আইনের ইতিবাচক দিক তুলে ধরার কাজ শুরু করতেই লোকসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা৷ তার আগে অবশ্য বিরোধীদের হট্টগোল থামাতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অধীররঞ্জনজি এবার বেশি হয়ে যাচ্ছে....৷’’ তার পর মজা করে অধীর চৌধুরীর উদ্দেশ্যে জানান যে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে অনেক বেশি প্রচার পেয়ে গেলেন৷ তৃণমূলের থেকে বেশি পেয়ে গেলেন৷ এর পর তৃণমূলের বেঞ্চের দিকে তাকিয়ে বলেন, ‘‘দাদা, ঠিক আছে না!’’
উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বঙ্গের ভোটের উত্তাপ৷ আর সেই উত্তাপের আঁচ থেকে রেহাই পাচ্ছে না সংসদও৷ বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতারা বারবার আক্রমণ করেছেন কেন্দ্রের মোদি সরকারকে৷
তবে এর মধ্যে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সরাসরি আঘাত হেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে৷ ভোটের প্রয়োজনেই বাংলার মণীষীদের নাম বারবার করে প্রধানমন্ত্রীর মুখে আসছে বলেও অভিযোগ করেছেন তিবি৷ প্রধানমন্ত্রীকে সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন অধীর৷ আর তা করতে গিয়ে তিনি ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন’-র কয়েকটি লাইন৷ তাছাড়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেছেন তিনি৷
আরও পড়ুন : কৃষি আইন নিয়ে বিক্ষোভ, মোদির ভাষণ চলাকালীন কংগ্রেসের ওয়াক আউট
এদিন যখন কংগ্রেসের তরফে তিনি বাধা দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর মুখেও এই কথা উঠে এসেছে৷ তিনি বারবার জানিয়েছেন যে অধীর বলার সময় কোনও বাধা দেওয়া হয়নি৷ তাহলে এখন কেন তাঁকে বলতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন মোদি৷