ETV Bharat / bharat

কিষাণনিধি নিয়ে ফের রাজ্যকে আক্রমণ নির্মলার, পাল্টা মমতা - কৃষক বন্ধু

কিষাণ সম্মাননিধি নিয়ে এর আগেও একাধিকবার কেন্দ্রের তরফে আঙুল তোলা হয়েছিল রাজ্যের দিকে । আজ আরও একবার কৃষকদের বঞ্চিত করা নিয়ে রাজ্যকে বিঁধলেন নির্মলা সীতারমন ।

কিষান সম্মাননিধি নিয়ে অব্যাহত রাজ্য-কেন্দ্র তরজা
কিষান সম্মাননিধি নিয়ে অব্যাহত রাজ্য-কেন্দ্র তরজা
author img

By

Published : Feb 13, 2021, 3:57 PM IST

Updated : Feb 13, 2021, 5:31 PM IST

দিল্লি ও কলকাতা, 13 ফেব্রুয়ারি : কেন্দ্রের কিষাণ সম্মাননিধি আর রাজ্যের কৃষক বন্ধ । কৃষকদের জন্য কোন প্রকল্প বেশি ভালো, এই নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে । কেন্দ্রের অভিযোগ, বাংলায় রাজনীতি না হলে কিষাণ সম্মাননিধির লাভ পেতেন কৃষকরা । বাজেট অধিবেশন চলাকালীন আজ আরও একবার উঠে এল সেই প্রসঙ্গ । প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি নিয়ে আজ ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "প্রায় 69 লাখ কৃষক কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল । কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি । কারণ, বাংলার কৃষকদের তালিকা আমাদের কাছে এসে পৌঁছায়নি ।"

এই অভিযোগ আগেও তুলেছিলেন প্রধানমন্ত্রী । 7 ফেব্রুয়ারি যখন তিনি হলদিয়ায় এসেছিলেন, তখন বলেছিলেন, "বাংলার কৃষকদের সঙ্গে অন্যায় হয়েছে । বাংলার কৃষকরা কয়েকশো কোটি টাকা থেকে বঞ্চিত । কিষাণ সম্মাননিধি প্রকল্প রাজ্যে চালু হয়নি । কিষাণ সম্মাননিধি প্রকল্প 25 লাখ কৃষক আবেদন করেছেন । কিন্তু রাজ্য মাত্র 6 হাজার কৃষকের আবেদন পাঠিয়েছে । তাও সেই 6 হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠায়নি রাজ্য ।"

কিষান সম্মাননিধি নিয়ে অব্যাহত রাজ্য-কেন্দ্র তরজা

আরও পড়ুন : কিষাণ সম্মান নিধি নিয়ে ফের সওয়াল রাজ্যপালের

যদিও কেন্দ্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর কথায় বিষয়টির "গোড়ায় গলদ" রয়েছে । পাল্টা বলেন, " কেন্দ্র পোর্টালে নাম নিবন্ধীকরণ করিয়েছে । আর আমাকে বলছে রাজ্য পাঠাচ্ছে না । রাজ্যের পোর্টালে তো সেই তথ্য নেই । তারপর বলছে, রাজ্য যাচাই করে জানাচ্ছে না । তাই দেওয়া যাচ্ছে না । আমাদেরও বোকামো হয়েছে, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে, তা আমরা বুঝতে পারিনি ।" তিনি আরও বলেন, রাজ্য সরকার চায়, যে কৃষকদের 2 একর জমি আছে, তাঁরা টাকা পান ।

দিল্লি ও কলকাতা, 13 ফেব্রুয়ারি : কেন্দ্রের কিষাণ সম্মাননিধি আর রাজ্যের কৃষক বন্ধ । কৃষকদের জন্য কোন প্রকল্প বেশি ভালো, এই নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চরমে । কেন্দ্রের অভিযোগ, বাংলায় রাজনীতি না হলে কিষাণ সম্মাননিধির লাভ পেতেন কৃষকরা । বাজেট অধিবেশন চলাকালীন আজ আরও একবার উঠে এল সেই প্রসঙ্গ । প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি নিয়ে আজ ফের একবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

নির্মলা সীতারমন রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "প্রায় 69 লাখ কৃষক কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধা পাওয়ার কথা ছিল । কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি । কারণ, বাংলার কৃষকদের তালিকা আমাদের কাছে এসে পৌঁছায়নি ।"

এই অভিযোগ আগেও তুলেছিলেন প্রধানমন্ত্রী । 7 ফেব্রুয়ারি যখন তিনি হলদিয়ায় এসেছিলেন, তখন বলেছিলেন, "বাংলার কৃষকদের সঙ্গে অন্যায় হয়েছে । বাংলার কৃষকরা কয়েকশো কোটি টাকা থেকে বঞ্চিত । কিষাণ সম্মাননিধি প্রকল্প রাজ্যে চালু হয়নি । কিষাণ সম্মাননিধি প্রকল্প 25 লাখ কৃষক আবেদন করেছেন । কিন্তু রাজ্য মাত্র 6 হাজার কৃষকের আবেদন পাঠিয়েছে । তাও সেই 6 হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠায়নি রাজ্য ।"

কিষান সম্মাননিধি নিয়ে অব্যাহত রাজ্য-কেন্দ্র তরজা

আরও পড়ুন : কিষাণ সম্মান নিধি নিয়ে ফের সওয়াল রাজ্যপালের

যদিও কেন্দ্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর কথায় বিষয়টির "গোড়ায় গলদ" রয়েছে । পাল্টা বলেন, " কেন্দ্র পোর্টালে নাম নিবন্ধীকরণ করিয়েছে । আর আমাকে বলছে রাজ্য পাঠাচ্ছে না । রাজ্যের পোর্টালে তো সেই তথ্য নেই । তারপর বলছে, রাজ্য যাচাই করে জানাচ্ছে না । তাই দেওয়া যাচ্ছে না । আমাদেরও বোকামো হয়েছে, কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করছে, তা আমরা বুঝতে পারিনি ।" তিনি আরও বলেন, রাজ্য সরকার চায়, যে কৃষকদের 2 একর জমি আছে, তাঁরা টাকা পান ।

Last Updated : Feb 13, 2021, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.