ETV Bharat / bharat

আন্তর্জাতিক নারী দিবসে কৌশলী ভোটপ্রচার মোদির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

আন্তর্জাতিক নারী দিবসে কৌশলী ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলা, অসম এবং কেরালার মহিলাদের তৈরি হস্তশিল্পকে নিজের সংগ্রহে নিলেন তিনি ৷ সেই সঙ্গে এই তিন রাজ্যের শিল্পকলাকে দেশের সামনে তুলে ধরলেন নরেন্দ্র মোদি ৷

west-bengal-assembly-election-2021-narendra-modis-tactical-vote-campaign-behind-international-womens-day
আন্তর্জাতিক নারী দিবসে কৌশলী ভোটপ্রচার মোদির!
author img

By

Published : Mar 8, 2021, 9:48 PM IST

নয়াদিল্লি, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসেও দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের তৈরি শিল্পকলা নিজের সংগ্রহে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেখানেও ভোটের কৌশলী প্রচার সেরে নিলেন নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গ, অসম এবং কেরালার আদিবাসী সমাজের মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস কিনলেন তিনি ৷ শুধু কিনলেন না, টুইটারে সেই ছবি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী ৷

আন্তর্জাতিক নারী দিবসে বাংলার মহিলাদের হাতে তৈরি জুট দিয়ে তৈরি ফাইল কেনেন প্রধানমন্ত্রী ৷ সেই ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের হাতে তৈরি এই জুটের ফাইল ফোল্ডার আমি অবশ্যই ব্যবহার করব ৷ এটা ওই রাজ্যের আদিবাসী সমাজের মহিলাদের হাতে তৈরি করা ৷ আপনারাও নিজের ঘরে এমন একটি ফাইল রাখুন ৷’’

এদিন আন্তর্জাতিক নারী দিবসে অসমের গামুসা কেনেন প্রধানমন্ত্রী ৷ সেই ছবি পোস্ট করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘আপনার আমাকে গামুসা পরতে দেখেছেন অনেকবার ৷ এটা সত্যিই খুব আরামদায়ক ৷’’

এখানেই শেষ নয়, কেরালার কাঠের তৈরি প্রাচীন শিল্পকলা নিলাভিল্লাকু কিনেছেন প্রধানমন্ত্রী ৷ এনিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘এই শিল্পকলা দেখেই বোঝা যায়, আমাদের দেশের নারীশক্তি তাঁদের আঞ্চলিক হস্তশিল্পকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে ৷’’

প্রসঙ্গত, এই তিন রাজ্যে আগামী 27 মার্চ থেকে নির্বাচন শুরু হচ্ছে ৷ আর তাই আন্তর্জাতিক নারীদিবসে সেখানকার হস্তশিল্প কেনা এবং তার প্রচার নিছকই কাকতালীয় নয় ৷ তবে, শুধুই এই তিন রাজ্যের নয়, নাগাল্যান্ডের ঐতিহ্যশালী শাল, মধুবনীর খাদির শালও কেনেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

এদিন আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের উদ্দেশ্যেও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেই টুইটে মোদি লেখেন, ‘‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের দেশের অদম্য নারী শক্তিকে কুর্নিশ জানাই ৷ ভারত তাঁর দেশের নারীদের সাফল্যে খুবই গর্বিত ৷ আমাদের সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের উপর কাজ করতে পেরে খুবই গর্বিত ৷’’

এছাড়াও নারী দিবস উপলক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক টুইট করেছেন ৷

  • Women are playing a leading role in India’s quest to become Aatmanirbhar. On International Women’s Day, let us commit to encouraging entrepreneurship among women.

    Today, I bought a few products that celebrate women enterprise, creativity and India’s culture. #NariShakti

    — Narendra Modi (@narendramodi) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসেও দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের তৈরি শিল্পকলা নিজের সংগ্রহে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেখানেও ভোটের কৌশলী প্রচার সেরে নিলেন নরেন্দ্র মোদি ৷ পশ্চিমবঙ্গ, অসম এবং কেরালার আদিবাসী সমাজের মহিলাদের তৈরি বিভিন্ন জিনিস কিনলেন তিনি ৷ শুধু কিনলেন না, টুইটারে সেই ছবি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী ৷

আন্তর্জাতিক নারী দিবসে বাংলার মহিলাদের হাতে তৈরি জুট দিয়ে তৈরি ফাইল কেনেন প্রধানমন্ত্রী ৷ সেই ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের হাতে তৈরি এই জুটের ফাইল ফোল্ডার আমি অবশ্যই ব্যবহার করব ৷ এটা ওই রাজ্যের আদিবাসী সমাজের মহিলাদের হাতে তৈরি করা ৷ আপনারাও নিজের ঘরে এমন একটি ফাইল রাখুন ৷’’

এদিন আন্তর্জাতিক নারী দিবসে অসমের গামুসা কেনেন প্রধানমন্ত্রী ৷ সেই ছবি পোস্ট করেছেন তিনি ৷ লিখেছেন, ‘‘আপনার আমাকে গামুসা পরতে দেখেছেন অনেকবার ৷ এটা সত্যিই খুব আরামদায়ক ৷’’

এখানেই শেষ নয়, কেরালার কাঠের তৈরি প্রাচীন শিল্পকলা নিলাভিল্লাকু কিনেছেন প্রধানমন্ত্রী ৷ এনিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘এই শিল্পকলা দেখেই বোঝা যায়, আমাদের দেশের নারীশক্তি তাঁদের আঞ্চলিক হস্তশিল্পকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে ৷’’

প্রসঙ্গত, এই তিন রাজ্যে আগামী 27 মার্চ থেকে নির্বাচন শুরু হচ্ছে ৷ আর তাই আন্তর্জাতিক নারীদিবসে সেখানকার হস্তশিল্প কেনা এবং তার প্রচার নিছকই কাকতালীয় নয় ৷ তবে, শুধুই এই তিন রাজ্যের নয়, নাগাল্যান্ডের ঐতিহ্যশালী শাল, মধুবনীর খাদির শালও কেনেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

এদিন আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের উদ্দেশ্যেও একটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ সেই টুইটে মোদি লেখেন, ‘‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের দেশের অদম্য নারী শক্তিকে কুর্নিশ জানাই ৷ ভারত তাঁর দেশের নারীদের সাফল্যে খুবই গর্বিত ৷ আমাদের সরকার সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের উপর কাজ করতে পেরে খুবই গর্বিত ৷’’

এছাড়াও নারী দিবস উপলক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক টুইট করেছেন ৷

  • Women are playing a leading role in India’s quest to become Aatmanirbhar. On International Women’s Day, let us commit to encouraging entrepreneurship among women.

    Today, I bought a few products that celebrate women enterprise, creativity and India’s culture. #NariShakti

    — Narendra Modi (@narendramodi) March 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.