ETV Bharat / bharat

বিতর্কে জল ঢেলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তর

author img

By

Published : Mar 16, 2021, 1:08 PM IST

Updated : Mar 16, 2021, 1:17 PM IST

রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলেন স্বপন দাশগুপ্ত ৷ চেয়ারম্যানের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী ৷ আর এ ভাবেই তাঁর প্রার্থীপদ নিয়ে তৈরি হওয়া বিতর্কে জল ঢালেন তিনি ৷

BJPs tarakeswar candidate Swapan Dasgupta resigns from Rajya Sabha MP post
বিতর্কে জল ঢেলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা স্বপন দাশগুপ্তর

নয়াদিল্লি, 16 মার্চ: প্রত্যাশিতভাবেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার 6 মাস পর রাজনৈতিক দলে যোগদান করে তিনি সংবিধান ভঙ্গ করছেন বলে টুইটে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তখনই দলের একাংশ মনে করেছিল যে তাড়াহুড়ো করে এই টুইট করে স্বপন দাশগুপ্তকে সতর্কই করে দিলেন মহুয়া ৷ আর তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই বিতর্কে জল ঢেলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত ৷

সোমবার রাতে স্বপন দাশগুপ্তর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী ৷ সংবিধানের দশম তফশিলে বলা হয়েছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত হয়ে শপথ নেওয়ার 6 মাস পর যদি কেউ রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁকে সাংসদ পদ বাতিল হয়ে যাবে ৷ 2016 সালের এপ্রিলে শপথ নিয়েছিলেন তিনি ৷ এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন ৷ এখন বিজেপিতে যোগ দেওয়ায় অবশ্যই তাঁর সাংসদ পদ এখনই বাতিল হওয়া উচিত ৷" এই টুইট করার পাশাপাশি সংবিধানের দশম তফশিলের একটি প্রতিলিপিও তুলে ধরেন মহুয়া মৈত্র ৷

আরও পড়ুন: সংবিধান ভেঙে বিজেপি প্রার্থী ! স্বপন দাশগুপ্তের সাংসদ পদ বাতিলের দাবি মহুয়ার

তাঁর এই টুইটের পর এই নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূলের অন্দরে ৷ অনেকেই মনে করেন, আগেভাগে টুইট করে মহুয়া মৈত্র স্বপন দাশগুপ্তকে সতর্ক করে দিলেন ৷ সবে স্বপন দাশগুপ্তের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি ৷ তখনও রাজ্যসভার সাংসদ মনোনয়ন পত্র পেশ করেননি ৷ ফলে তিনি কোনও আইন ভাঙেননি ৷ তৃণমূলের একাংশ বলে, মননোয়ন জমা দেওয়ার আগে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলে আর তাঁর সাংসদ পদ বাতিলের প্রশ্ন উঠবে না ৷ তাই এত তাড়াহুড়ো না করে স্বপন দাশগুপ্তের মনোনয়ন পত্র দাখিল করা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল মহুয়া মৈত্রের ৷ তিনি আক্রমণ শানাতে গিয়ে স্বপন দাশগুপ্তের কার্যত সুবিধেই করে দিলেন বলে কটাক্ষ করেছেন অনেকে ৷

আর সেই কথাই যে সত্যি ছিল তা প্রমাণ হল বেলা গড়াতেই ৷ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সতর্ক পদক্ষেপ করলেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী ৷ একইসঙ্গে তাঁর প্রার্থীপদ নিয়ে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিলেন তিনি ৷

নয়াদিল্লি, 16 মার্চ: প্রত্যাশিতভাবেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হওয়ার 6 মাস পর রাজনৈতিক দলে যোগদান করে তিনি সংবিধান ভঙ্গ করছেন বলে টুইটে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তখনই দলের একাংশ মনে করেছিল যে তাড়াহুড়ো করে এই টুইট করে স্বপন দাশগুপ্তকে সতর্কই করে দিলেন মহুয়া ৷ আর তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই বিতর্কে জল ঢেলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত ৷

সোমবার রাতে স্বপন দাশগুপ্তর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী ৷ সংবিধানের দশম তফশিলে বলা হয়েছে, রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত হয়ে শপথ নেওয়ার 6 মাস পর যদি কেউ রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁকে সাংসদ পদ বাতিল হয়ে যাবে ৷ 2016 সালের এপ্রিলে শপথ নিয়েছিলেন তিনি ৷ এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন ৷ এখন বিজেপিতে যোগ দেওয়ায় অবশ্যই তাঁর সাংসদ পদ এখনই বাতিল হওয়া উচিত ৷" এই টুইট করার পাশাপাশি সংবিধানের দশম তফশিলের একটি প্রতিলিপিও তুলে ধরেন মহুয়া মৈত্র ৷

আরও পড়ুন: সংবিধান ভেঙে বিজেপি প্রার্থী ! স্বপন দাশগুপ্তের সাংসদ পদ বাতিলের দাবি মহুয়ার

তাঁর এই টুইটের পর এই নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূলের অন্দরে ৷ অনেকেই মনে করেন, আগেভাগে টুইট করে মহুয়া মৈত্র স্বপন দাশগুপ্তকে সতর্ক করে দিলেন ৷ সবে স্বপন দাশগুপ্তের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি ৷ তখনও রাজ্যসভার সাংসদ মনোনয়ন পত্র পেশ করেননি ৷ ফলে তিনি কোনও আইন ভাঙেননি ৷ তৃণমূলের একাংশ বলে, মননোয়ন জমা দেওয়ার আগে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলে আর তাঁর সাংসদ পদ বাতিলের প্রশ্ন উঠবে না ৷ তাই এত তাড়াহুড়ো না করে স্বপন দাশগুপ্তের মনোনয়ন পত্র দাখিল করা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল মহুয়া মৈত্রের ৷ তিনি আক্রমণ শানাতে গিয়ে স্বপন দাশগুপ্তের কার্যত সুবিধেই করে দিলেন বলে কটাক্ষ করেছেন অনেকে ৷

আর সেই কথাই যে সত্যি ছিল তা প্রমাণ হল বেলা গড়াতেই ৷ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সতর্ক পদক্ষেপ করলেন বিজেপির তারকেশ্বরের প্রার্থী ৷ একইসঙ্গে তাঁর প্রার্থীপদ নিয়ে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিলেন তিনি ৷

Last Updated : Mar 16, 2021, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.