ETV Bharat / bharat

Ten Years of Nirbhaya Case: নির্ভয়াকাণ্ডের এক দশক পরেও প্রশ্নের মুখে নারী সুরক্ষা - nirbhaya

দিল্লিতে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের 10 বছর পার ৷ এতবছর পরেও দেশে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন (Nirbhaya Gang Rape Case) ৷ মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা বেড়েছে রাজধানী দিল্লিতে ৷

ETV Bharat
delhi nirbhaya case
author img

By

Published : Dec 16, 2022, 8:43 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: 2012 সালের 16 ডিসেম্বর ৷ ভারতের নারী সুরক্ষার ইতিহাসে এক কালো দিন বলা যায় ৷ দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই দিন ঘটে যাওয়া এক বীভৎস ঘটনা ৷ নির্ভয়া গণধর্ষণকাণ্ড (Nirbhaya Gang Rape Case) ৷ ধর্ষণের পাশাপাশি 16 ডিসেম্বরের রাতে যেভাবে দেশের রাজধানী দিল্লির বুকে এক তরুণীর উপর অত্যাচার চালানো হয়েছিল নারকীয় সেই বিবরণ শুনে শিউরে উঠেছিল সভ্য সমাজ ৷ চলন্ত বাসে শীতের রাতে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েছিল 6 জন, যাদের মধ্যে একজন ছিল নাবালক ৷ ঘটনার দিন কয়েক পরেই হাসপাতালে মারা যান প্যারা-মেডিক্যাল কোর্সের ওই ছাত্রী ৷ দেশজোড়া প্রতিবাদের মুখে পড়ে নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি (Nirbhaya Case) ৷ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা কমাতে তৈরি হয় কড়া আইন ৷ নারী সুরক্ষায় তৈরি হয় 'নির্ভয়া ফান্ড' (10 years of Nirbhaya case) ৷

তথ্য বলছে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের পর পুলিশি তদন্ত প্রক্রিয়াতেও অনেক বদল আসে ৷ ফরান্সিক পরীক্ষায় জোর দেওয়া হয় ৷ অপরাধীদের শাস্তি দিতে ফরান্সিক পরীক্ষার গুরুত্ব আরও বাড়ে ৷ ঘটনার প্রায় 8 বছর পর অর্থাৎ 2020 সালের 20 মার্চ শাস্তি হয় এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়া 4 জনের ৷ দেওয়া হয় ফাঁসি ৷ ঘটনায় আরেক অভিযুক্ত রাম সিং 2013 সালের 11 মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করে ৷ ষষ্ঠ অভিযুক্ত দোষী প্রমাণিত হলেও ঘটনার সময় সে নাবালক থাকায় তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে (Nirbhaya Gang Rape Case timeline) ৷ কিন্তু নির্ভয়াকাণ্ডের 10 বছর পরেও বদলায়নি দেশে নারী সুরক্ষার চিত্র ৷ তথ্য বলছে ধর্ষণ, গণধর্ষণ, খুনের মতো ঘটনা মহিলাদের বিরুদ্ধে আরও বেড়েছে ৷

আরও পড়ুন: মদ খেলে মরবে, কোনও আর্থিক সাহায্য নয়; বিষমদ-কাণ্ডে মন্তব্য নীতীশের

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা (এনসিবি)-এর তথ্য বলছে গত বছর দিল্লিতে প্রতিদিন গড়ে 2 জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন ৷ দেশের শহরগুলির মধ্যে মহিলা নিরাপত্তার দিক দিয়ে সবথেকে অসুরক্ষিত হল দিল্লি (wemen safety in Delhi) ৷ 2021 এ এখানে মহিলাদের উপর অত্যাচারের 13 হাজার 893টি মামলা দায়ের হয় ৷ 2020 সালে এই সংখ্যা ছিল 9 হাজার 783 ৷

এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন নির্ভয়ার মা আশা দেবী ৷ তাঁর কথায়, তাঁর মেয়ের উপর অত্যাচার করা অপরাধীদের শাস্তি পেতে দীর্ঘ 8 বছর লেগেছে ৷ অনেক লড়াই করে তাঁরা সুবিচার পেয়েছেন ৷ কিন্তু এখনও বহু নির্যাতিতা ও তাঁদের পরিবারকে বিচার পেতে দিনের পর দিন আদালতে ঘুরতে হচ্ছে ৷ নির্ভয়ার বাবা বদ্রীনারায়ণ সিংয়ের আক্ষেপ, তাঁর মেয়ের মৃত্যুর 10 বছর পরেও মহিলাদের উপর অত্যাচারের সংখ্যা কমেনি, উলটে বেড়েছে ৷ নাবালিকা, স্কুল পড়ুয়াদেরও ধর্ষণের শিকার হতে হচ্ছে ৷

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: 2012 সালের 16 ডিসেম্বর ৷ ভারতের নারী সুরক্ষার ইতিহাসে এক কালো দিন বলা যায় ৷ দেশকে নাড়িয়ে দিয়েছিল ওই দিন ঘটে যাওয়া এক বীভৎস ঘটনা ৷ নির্ভয়া গণধর্ষণকাণ্ড (Nirbhaya Gang Rape Case) ৷ ধর্ষণের পাশাপাশি 16 ডিসেম্বরের রাতে যেভাবে দেশের রাজধানী দিল্লির বুকে এক তরুণীর উপর অত্যাচার চালানো হয়েছিল নারকীয় সেই বিবরণ শুনে শিউরে উঠেছিল সভ্য সমাজ ৷ চলন্ত বাসে শীতের রাতে এক তরুণীর উপর ঝাঁপিয়ে পড়েছিল 6 জন, যাদের মধ্যে একজন ছিল নাবালক ৷ ঘটনার দিন কয়েক পরেই হাসপাতালে মারা যান প্যারা-মেডিক্যাল কোর্সের ওই ছাত্রী ৷ দেশজোড়া প্রতিবাদের মুখে পড়ে নারী সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি (Nirbhaya Case) ৷ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা কমাতে তৈরি হয় কড়া আইন ৷ নারী সুরক্ষায় তৈরি হয় 'নির্ভয়া ফান্ড' (10 years of Nirbhaya case) ৷

তথ্য বলছে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের পর পুলিশি তদন্ত প্রক্রিয়াতেও অনেক বদল আসে ৷ ফরান্সিক পরীক্ষায় জোর দেওয়া হয় ৷ অপরাধীদের শাস্তি দিতে ফরান্সিক পরীক্ষার গুরুত্ব আরও বাড়ে ৷ ঘটনার প্রায় 8 বছর পর অর্থাৎ 2020 সালের 20 মার্চ শাস্তি হয় এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়া 4 জনের ৷ দেওয়া হয় ফাঁসি ৷ ঘটনায় আরেক অভিযুক্ত রাম সিং 2013 সালের 11 মার্চ মাসে তিহার জেলেই আত্মহত্যা করে ৷ ষষ্ঠ অভিযুক্ত দোষী প্রমাণিত হলেও ঘটনার সময় সে নাবালক থাকায় তাকে পাঠানো হয় জুভেনাইল হোমে (Nirbhaya Gang Rape Case timeline) ৷ কিন্তু নির্ভয়াকাণ্ডের 10 বছর পরেও বদলায়নি দেশে নারী সুরক্ষার চিত্র ৷ তথ্য বলছে ধর্ষণ, গণধর্ষণ, খুনের মতো ঘটনা মহিলাদের বিরুদ্ধে আরও বেড়েছে ৷

আরও পড়ুন: মদ খেলে মরবে, কোনও আর্থিক সাহায্য নয়; বিষমদ-কাণ্ডে মন্তব্য নীতীশের

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা (এনসিবি)-এর তথ্য বলছে গত বছর দিল্লিতে প্রতিদিন গড়ে 2 জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন ৷ দেশের শহরগুলির মধ্যে মহিলা নিরাপত্তার দিক দিয়ে সবথেকে অসুরক্ষিত হল দিল্লি (wemen safety in Delhi) ৷ 2021 এ এখানে মহিলাদের উপর অত্যাচারের 13 হাজার 893টি মামলা দায়ের হয় ৷ 2020 সালে এই সংখ্যা ছিল 9 হাজার 783 ৷

এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন নির্ভয়ার মা আশা দেবী ৷ তাঁর কথায়, তাঁর মেয়ের উপর অত্যাচার করা অপরাধীদের শাস্তি পেতে দীর্ঘ 8 বছর লেগেছে ৷ অনেক লড়াই করে তাঁরা সুবিচার পেয়েছেন ৷ কিন্তু এখনও বহু নির্যাতিতা ও তাঁদের পরিবারকে বিচার পেতে দিনের পর দিন আদালতে ঘুরতে হচ্ছে ৷ নির্ভয়ার বাবা বদ্রীনারায়ণ সিংয়ের আক্ষেপ, তাঁর মেয়ের মৃত্যুর 10 বছর পরেও মহিলাদের উপর অত্যাচারের সংখ্যা কমেনি, উলটে বেড়েছে ৷ নাবালিকা, স্কুল পড়ুয়াদেরও ধর্ষণের শিকার হতে হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.