ETV Bharat / bharat

‘আমরা খাবার নিয়ে এসেছি’, সরকারের দেওয়া খাবার ফিরিয়ে জবাব কৃষকদের - কৃষক

কৃষকদের তরফে জানানো হয়েছে, সরকারের তরফে তাঁদের খাবার কথা বলা হয়েছিল ৷ কিন্তু, সেই প্রস্তাব তাঁরা ফিরিয়ে দেন এবং জানিয়ে দেন, তাঁরা খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ কৃষকদের এই জবাবে কার্যত বিব্রত কেন্দ্র সরকার ৷

we-brought-our-own-food-farmers-refuse-lunch-at-meet-with-government
‘আমরা খাবার নিয়ে এসেছি’, সরকারের দেওয়া খাবার ফিরিয়ে জবাব কৃষকদের
author img

By

Published : Dec 3, 2020, 9:12 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : এবার কেন্দ্র সরকারের তরফে মধ্য়াহ্নভোজ ফিরিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দল ৷ জানিয়ে দিলেন, তাঁরা তাঁদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ এদিন বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মাঝে মধ্য়াহ্নভোজের জন্য় বিরতি নেওয়া হয় ৷ সেখানে উপস্থিত কৃষক প্রতিনিধি দলের সদস্য়দের জন্য়ও সরকারের তরফে খাবারের ব্য়বস্থা করা হয় ৷ তবে, সেই খাবার তাঁরা ফিরিয়ে দেন ৷

কৃষকদের তরফে জানানো হয়েছে, সরকারের তরফে তাঁদের খাবার কথা বলা হয়েছিল ৷ কিন্তু, সেই প্রস্তাব তাঁরা ফিরিয়ে দেন এবং জানিয়ে দেন, তাঁরা খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ কৃষকদের এই জবাবে কার্যত বিব্রত কেন্দ্র সরকার ৷ প্রায় 8 দিন ধরে দিল্লির সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ প্রথম দফায় বৈঠক করেও কোনও সুরাহা মেলেনি ৷ তারপর আজ ফের কৃষি মন্ত্রী, রেলমন্ত্রী-সহ সরকারের তিন সদস্য়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন কৃষকদের প্রতিনিধি দল ৷ সেখানে সরকারের তরফে ব্য়বস্থা করা খাবার ফিরিয়ে দিয়ে, নিজেদের আনা খাবার খুলে খেতে বসলেন কৃষক প্রতিনিধিরা ৷ বিজ্ঞান ভবনের ভিতরের ছবিতে দেখা যাচ্ছে, কৃষকদের কেউ টেবিলে বা কেউ মাটিতেই তাঁদের মধ্য়াহ্নভোজ সারছেন ৷

মনে করা হচ্ছে, সরকারকে কৃষকদের তরফে কার্যত বার্তা দেওয়া হল যে, কোনও কিছুতেই তাঁরা ভুলবেন না ৷ তাঁদের দাবি মেনে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন সংশোধন করতেই হবে ৷ যে বার্তা গতকালই কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ এদিন দ্বিতীয় দফার বৈঠকের প্রথমার্ধে, কৃষকদের তরফে একটি প্রেজ়েনটেশন দেওয়া হয় ৷ কেন তাঁরা এই আইনের বিরোধতা করছেন? সেই ব্যাখ্য়া সেখানে দেওয়া হয় ৷

দিল্লি, 3 ডিসেম্বর : এবার কেন্দ্র সরকারের তরফে মধ্য়াহ্নভোজ ফিরিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দল ৷ জানিয়ে দিলেন, তাঁরা তাঁদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ এদিন বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের মাঝে মধ্য়াহ্নভোজের জন্য় বিরতি নেওয়া হয় ৷ সেখানে উপস্থিত কৃষক প্রতিনিধি দলের সদস্য়দের জন্য়ও সরকারের তরফে খাবারের ব্য়বস্থা করা হয় ৷ তবে, সেই খাবার তাঁরা ফিরিয়ে দেন ৷

কৃষকদের তরফে জানানো হয়েছে, সরকারের তরফে তাঁদের খাবার কথা বলা হয়েছিল ৷ কিন্তু, সেই প্রস্তাব তাঁরা ফিরিয়ে দেন এবং জানিয়ে দেন, তাঁরা খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ কৃষকদের এই জবাবে কার্যত বিব্রত কেন্দ্র সরকার ৷ প্রায় 8 দিন ধরে দিল্লির সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ প্রথম দফায় বৈঠক করেও কোনও সুরাহা মেলেনি ৷ তারপর আজ ফের কৃষি মন্ত্রী, রেলমন্ত্রী-সহ সরকারের তিন সদস্য়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন কৃষকদের প্রতিনিধি দল ৷ সেখানে সরকারের তরফে ব্য়বস্থা করা খাবার ফিরিয়ে দিয়ে, নিজেদের আনা খাবার খুলে খেতে বসলেন কৃষক প্রতিনিধিরা ৷ বিজ্ঞান ভবনের ভিতরের ছবিতে দেখা যাচ্ছে, কৃষকদের কেউ টেবিলে বা কেউ মাটিতেই তাঁদের মধ্য়াহ্নভোজ সারছেন ৷

মনে করা হচ্ছে, সরকারকে কৃষকদের তরফে কার্যত বার্তা দেওয়া হল যে, কোনও কিছুতেই তাঁরা ভুলবেন না ৷ তাঁদের দাবি মেনে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন সংশোধন করতেই হবে ৷ যে বার্তা গতকালই কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ৷ এদিন দ্বিতীয় দফার বৈঠকের প্রথমার্ধে, কৃষকদের তরফে একটি প্রেজ়েনটেশন দেওয়া হয় ৷ কেন তাঁরা এই আইনের বিরোধতা করছেন? সেই ব্যাখ্য়া সেখানে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.