ETV Bharat / bharat

Jagdeep Dhankhar as Chancellor: 'আচার্য' হিসেবে রবীন্দ্রভারতীতে উপাচার্য নিয়োগ, ফের পারদ চড়ালেন রাজ্যপাল - Jagdeep Dhankhar has appointed Mahua Mukherjee as Vice Chancellor of Rabindra Bharati University

ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar
author img

By

Published : Jun 30, 2022, 4:21 PM IST

Updated : Jun 30, 2022, 8:31 PM IST

কলকাতা, 30 জুন: ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ তাতে বলা হয়েছে, আর রাজ্যপাল নন ৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই রাজভবনে গিয়ে সস্ত্রীক জগদীপ ধনখড়ের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷

রাজনৈতিক মহল ভেবেছিল, সমস্ত বিতর্কে বোধহয় 'ইতি' ৷ তারমধ্যেই এদিন ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

  • WB Guv Shri Jagdeep Dhankhar as Chancellor has appointed Dr. Mahua Mukherjee, Professor, Dept. of Dance, Rabindra Bharati University, as Vice Chancellor Rabindra Bharati University in terms of section 9(1)(b) of the Rabindra Bharati Act, 1981. pic.twitter.com/l17iY7svnd

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল

টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘আচার্য হিসেবে ধনখড় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে বসিয়েছেন । 1981 সালের রবীন্দ্রভারতী আইনের (1) (বি) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম প্রস্তাব করে । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সঞ্জীবকুমার দত্ত এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তাঁদের মধ্যে থেকেই উপাচার্য বেছেছেন রাজ্যপাল ৷"

কলকাতা, 30 জুন: ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ তাতে বলা হয়েছে, আর রাজ্যপাল নন ৷ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই রাজভবনে গিয়ে সস্ত্রীক জগদীপ ধনখড়ের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Dhankhar has appointed Vice Chancellor of Rabindra Bharati University) ৷

রাজনৈতিক মহল ভেবেছিল, সমস্ত বিতর্কে বোধহয় 'ইতি' ৷ তারমধ্যেই এদিন ফের পারদ চড়িয়েছেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার টুইটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডঃ মহুয়া মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, 'আচার্য' পদাধিকারী হিসেবে রাজ্যপাল নৃত্য বিভাগের অধ্যাপিকা ডঃ মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করলেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

  • WB Guv Shri Jagdeep Dhankhar as Chancellor has appointed Dr. Mahua Mukherjee, Professor, Dept. of Dance, Rabindra Bharati University, as Vice Chancellor Rabindra Bharati University in terms of section 9(1)(b) of the Rabindra Bharati Act, 1981. pic.twitter.com/l17iY7svnd

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল

টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘আচার্য হিসেবে ধনখড় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে বসিয়েছেন । 1981 সালের রবীন্দ্রভারতী আইনের (1) (বি) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম প্রস্তাব করে । রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সঞ্জীবকুমার দত্ত এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় । তাঁদের মধ্যে থেকেই উপাচার্য বেছেছেন রাজ্যপাল ৷"

Last Updated : Jun 30, 2022, 8:31 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.