ETV Bharat / bharat

Dhankhar Meets Shah : প্রসঙ্গ বগটুই গণহত্যা, শাহী-সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড় - WB Governor Jagdeep Dhankhar meets Union Home Minister Amit Shah in Delhi

বগটুই-কাণ্ডে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে (WB Governor Jagdeep Dhankhar meets Union Home Minister Amit Shah in Delhi) ৷

Dhankhar Meets Shah
প্রসঙ্গ বগটুই গণহত্যা, শাহী-সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড়
author img

By

Published : Mar 28, 2022, 5:36 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ : সাতদিন কেটে গেলেও রামপুরহাট গণহত্যার রেশ এখনও টাটকা রাজ্য-রাজনীতিতে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত সিটকে অকেজো করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে তদন্তভার সঁপে দিয়েছে হাইকোর্ট ৷ 7 এপ্রিলের মধ্যে আদালতে জমা পড়বে সিবিআইয়ের রিপোর্ট ৷ এমতাবস্থায় উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে (WB Governor Jagdeep Dhankhar meets Union Home Minister Amit Shah in Delhi) ৷

শাসকদলের তরফে বারংবার 'ষড়যন্ত্র' বলা হলেও আগেই বগটুইয়ের ঘটনাকে 'গণতন্ত্রের লজ্জা' আখ্যা দিয়েছেন ধনকড় ৷ তাই সোমবার রাজ্যপালের শাহী-সাক্ষাতের কারণ যে বগটুই গণহত্যা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ বগটুইয়ের ঘটনায় যে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে, তা মেনে নিয়েছেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লোজ হয়েছেন একাধিক পুলিশ আধিকারিকও ৷ সবমিলিয়ে রাজ্যে ঠুনকো আইন-শৃঙ্খলারই প্রতিচ্ছবি বগটুই, বলছে বিরোধীরা ৷

এমন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৷ সোমবারই আবার বিধানসভায় বিরোধী বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসকদলের বিধায়করা ৷ ঘটনায় নাক ফেটেছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ৷ সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন : বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও একজনের, মৃত বেড়ে 9

নিন্দাজনক এই ঘটনাও নিশ্চিতভাবে রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনায় জায়গা করে নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে আলোচনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ উল্লেখ্য, বগটুই-কাণ্ডের পর অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েনও ৷

নয়াদিল্লি, 28 মার্চ : সাতদিন কেটে গেলেও রামপুরহাট গণহত্যার রেশ এখনও টাটকা রাজ্য-রাজনীতিতে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত সিটকে অকেজো করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে তদন্তভার সঁপে দিয়েছে হাইকোর্ট ৷ 7 এপ্রিলের মধ্যে আদালতে জমা পড়বে সিবিআইয়ের রিপোর্ট ৷ এমতাবস্থায় উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় সোমবার সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে (WB Governor Jagdeep Dhankhar meets Union Home Minister Amit Shah in Delhi) ৷

শাসকদলের তরফে বারংবার 'ষড়যন্ত্র' বলা হলেও আগেই বগটুইয়ের ঘটনাকে 'গণতন্ত্রের লজ্জা' আখ্যা দিয়েছেন ধনকড় ৷ তাই সোমবার রাজ্যপালের শাহী-সাক্ষাতের কারণ যে বগটুই গণহত্যা এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না ৷ কারণ বগটুইয়ের ঘটনায় যে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে, তা মেনে নিয়েছেন খোদ পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লোজ হয়েছেন একাধিক পুলিশ আধিকারিকও ৷ সবমিলিয়ে রাজ্যে ঠুনকো আইন-শৃঙ্খলারই প্রতিচ্ছবি বগটুই, বলছে বিরোধীরা ৷

এমন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৷ সোমবারই আবার বিধানসভায় বিরোধী বিধায়কদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন শাসকদলের বিধায়করা ৷ ঘটনায় নাক ফেটেছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ৷ সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়ক ৷

আরও পড়ুন : বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও একজনের, মৃত বেড়ে 9

নিন্দাজনক এই ঘটনাও নিশ্চিতভাবে রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনায় জায়গা করে নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে আলোচনার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ উল্লেখ্য, বগটুই-কাণ্ডের পর অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েনও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.