ETV Bharat / bharat

Delhi Flood Situation: জলস্তর কমলেও দিল্লিতে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা - Delhi Flood Situation

সোমবারের তুলনায় মঙ্গলে কমেছে যমুনা নদীর জলস্তর ৷ তবে দিল্লিতে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা ৷ 205.67 মিটার জলস্তর রেকর্ড করা হয়েছে ৷

Yamuna River Water level
যমুনা নদীর জলস্তর
author img

By

Published : Jul 18, 2023, 2:03 PM IST

এখনও দিল্লিতে বিপদসীমার উপরেই বইছে যমুনা

নয়াদিল্লি, 18 জুলাই: সোমবার বৃষ্টির পরে জল বেড়েছিল ৷ মঙ্গলবার কমেছে যমুনা নদীর জলস্তর ৷ তবে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা ৷ দিল্লিতে পুরাতন রেলওয়ে সেতুতে (ওআরবি) রাত 12টায় জলস্তর 205.75 মিটার রেকর্ড করা হয়েছিল । যা মঙ্গলবার সকাল 8টার মধ্যে 205.67 মিটারে নেমে এসেছে । সন্ধ্যে 7টার মধ্যে এটি আরও নামবে বলে আশা করা হচ্ছে । জলস্তর 205.41 মিটারে থাকতে পারে ৷ তবে রাজধানীর বেশ কয়েকটি এলাকা এখনও প্লাবিত রয়েছে ।

দিল্লির আপ সরকারের পরিবহণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড থেকে দিল্লির আইএসবিটি কাশ্মীরি গেটে চলাচলকারী আন্তঃরাজ্য বাসগুলি শুধুমাত্র সিংঘু সীমান্ত পর্যন্ত পৌঁছতে পারবে । আটকে পড়া লোকদের উদ্ধার করতে তৎপর এনডিআরএফের দল । উদ্ধার অভিযানের জন্য 17টি এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে । 17 জুলাই পর্যন্ত এনডিআরএফ পকমপক্ষে 7241 জন মানুষ এবং 956টি গবাদি পশুকে উদ্ধার করেছে ।

জানা গিয়েছে, ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে একটি পাম্প হাউস প্লাবিত হয়ে যায় ৷ যার কারণে জল সরবরাহ ব্যাহত হয় ৷ তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে, ফের জল সরবরাহ শুরু হয়েছে ৷ মঙ্গলবার এক টুইটে কেজরিওয়াল বলেন, "ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও ফের কাজ শুরু করেছে । ডিসিবি খুব পরিশ্রম করেছে । ধন্যবাদ ডিসিবি ৷" সেন্ট্রাল ওয়াটার কমিশনের বন্যা-মনিটরিং পোর্টাল অনুসারে, যমুনার জলস্তর সোমবার রাত 11টায় 206.01 ছিল ৷ মঙ্গলবার জলস্তর কমেছে ৷ তবে বিপদসীমার উপরেই রয়েছে ৷

আরও পড়ুন: অবিরাম বৃষ্টির প্রকোপ! 45 বছরে প্রথমবার তাজমহলের প্রাচীর ছুঁল যমুনার জল

হরিয়ানার যমুনানগরের হথনিকুন্ড ব্যারেজ থেকে গত দু'দিনে জল কম ছাড়া হয়েছে ৷ ফলে আরও জলস্তর কমবে বলে মনে করা হচ্ছে । তবে বৃষ্টির উপর নির্ভর করছে আবারও জলস্তর ওঠা-নামা ৷ শহরের কিছু অংশ এক সপ্তাহ ধরে জলমগ্ন । 8 এবং 9 জুলাই বৃষ্টির কারণে দিল্লিতে জল জমে যায় ৷ পরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানা-সহ উচ্চ জলাভূমি অঞ্চলে ভারী বৃষ্টির ফলে যমুনার জলস্তর বাড়ে ৷ যা রেকর্ড মাত্রা ছাপিয়ে যায় ।

এখনও দিল্লিতে বিপদসীমার উপরেই বইছে যমুনা

নয়াদিল্লি, 18 জুলাই: সোমবার বৃষ্টির পরে জল বেড়েছিল ৷ মঙ্গলবার কমেছে যমুনা নদীর জলস্তর ৷ তবে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা ৷ দিল্লিতে পুরাতন রেলওয়ে সেতুতে (ওআরবি) রাত 12টায় জলস্তর 205.75 মিটার রেকর্ড করা হয়েছিল । যা মঙ্গলবার সকাল 8টার মধ্যে 205.67 মিটারে নেমে এসেছে । সন্ধ্যে 7টার মধ্যে এটি আরও নামবে বলে আশা করা হচ্ছে । জলস্তর 205.41 মিটারে থাকতে পারে ৷ তবে রাজধানীর বেশ কয়েকটি এলাকা এখনও প্লাবিত রয়েছে ।

দিল্লির আপ সরকারের পরিবহণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড থেকে দিল্লির আইএসবিটি কাশ্মীরি গেটে চলাচলকারী আন্তঃরাজ্য বাসগুলি শুধুমাত্র সিংঘু সীমান্ত পর্যন্ত পৌঁছতে পারবে । আটকে পড়া লোকদের উদ্ধার করতে তৎপর এনডিআরএফের দল । উদ্ধার অভিযানের জন্য 17টি এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে । 17 জুলাই পর্যন্ত এনডিআরএফ পকমপক্ষে 7241 জন মানুষ এবং 956টি গবাদি পশুকে উদ্ধার করেছে ।

জানা গিয়েছে, ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে একটি পাম্প হাউস প্লাবিত হয়ে যায় ৷ যার কারণে জল সরবরাহ ব্যাহত হয় ৷ তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে, ফের জল সরবরাহ শুরু হয়েছে ৷ মঙ্গলবার এক টুইটে কেজরিওয়াল বলেন, "ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও ফের কাজ শুরু করেছে । ডিসিবি খুব পরিশ্রম করেছে । ধন্যবাদ ডিসিবি ৷" সেন্ট্রাল ওয়াটার কমিশনের বন্যা-মনিটরিং পোর্টাল অনুসারে, যমুনার জলস্তর সোমবার রাত 11টায় 206.01 ছিল ৷ মঙ্গলবার জলস্তর কমেছে ৷ তবে বিপদসীমার উপরেই রয়েছে ৷

আরও পড়ুন: অবিরাম বৃষ্টির প্রকোপ! 45 বছরে প্রথমবার তাজমহলের প্রাচীর ছুঁল যমুনার জল

হরিয়ানার যমুনানগরের হথনিকুন্ড ব্যারেজ থেকে গত দু'দিনে জল কম ছাড়া হয়েছে ৷ ফলে আরও জলস্তর কমবে বলে মনে করা হচ্ছে । তবে বৃষ্টির উপর নির্ভর করছে আবারও জলস্তর ওঠা-নামা ৷ শহরের কিছু অংশ এক সপ্তাহ ধরে জলমগ্ন । 8 এবং 9 জুলাই বৃষ্টির কারণে দিল্লিতে জল জমে যায় ৷ পরে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানা-সহ উচ্চ জলাভূমি অঞ্চলে ভারী বৃষ্টির ফলে যমুনার জলস্তর বাড়ে ৷ যা রেকর্ড মাত্রা ছাপিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.