ETV Bharat / bharat

নাবালিকাকে ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড শিক্ষকের - কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্য়স্ত শিক্ষক ৷ তেলঙ্গানার ঘটনা ৷ শিক্ষককে 10 বছরের কারাদণ্ড দিল ওয়ারাঙ্গালের পকসো আদালত ৷

Warrangal teacher sentenced to 10 years imprisonment in minor girl rape case
নাবালিকাকে ধর্ষণ, 10 বছরের কারাদণ্ড শিক্ষকের
author img

By

Published : Feb 17, 2021, 9:42 PM IST

ওয়ারাঙ্গল (তেলঙ্গনা), 17 ফেব্রুয়ারি : নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্য়স্ত হওয়ায় 10 বছরের কারাদণ্ড ও সাড়ে চার হাজার টাকা জরিমানা হল শিক্ষকের ৷ ওয়ারাঙ্গালের পকসো আদালত এই রায় দিয়েছে ৷ সেইসঙ্গে নিগৃহীতাকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত ৷

দোষী সাব্য়স্ত হওয়া ওই শিক্ষকের নাম শিবসানি সইমানি ৷ বাড়ি রামনগর হানমাকোণ্ডা শহরে ৷ মুলুগু জেলায় একটি বেসরকারি স্কুলে চাকরি করত সে ৷ এই স্কুলেরই ছাত্রী ওই নাবালিকা ৷ ইউনিট টেস্টে বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করে শিবসানি ৷ এরপরই মেয়েটিকে ধর্ষণ করে সে ৷

আরও পড়ুন: জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের

ঘটনা জানার পরই পুলিশের দ্বারস্থ হন নাবালিকার অভিভাবকরা ৷ যে পুরোহিত নাবালিকার সঙ্গে শিক্ষকের বিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে পুলিশ ৷ যে আত্মীয়রা নাবালিকা ও শিক্ষকের বিয়ের পর তাদের আশ্রয় দেয়, মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধেও ৷

ওয়ারাঙ্গল (তেলঙ্গনা), 17 ফেব্রুয়ারি : নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্য়স্ত হওয়ায় 10 বছরের কারাদণ্ড ও সাড়ে চার হাজার টাকা জরিমানা হল শিক্ষকের ৷ ওয়ারাঙ্গালের পকসো আদালত এই রায় দিয়েছে ৷ সেইসঙ্গে নিগৃহীতাকে 2 লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত ৷

দোষী সাব্য়স্ত হওয়া ওই শিক্ষকের নাম শিবসানি সইমানি ৷ বাড়ি রামনগর হানমাকোণ্ডা শহরে ৷ মুলুগু জেলায় একটি বেসরকারি স্কুলে চাকরি করত সে ৷ এই স্কুলেরই ছাত্রী ওই নাবালিকা ৷ ইউনিট টেস্টে বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে করে শিবসানি ৷ এরপরই মেয়েটিকে ধর্ষণ করে সে ৷

আরও পড়ুন: জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের

ঘটনা জানার পরই পুলিশের দ্বারস্থ হন নাবালিকার অভিভাবকরা ৷ যে পুরোহিত নাবালিকার সঙ্গে শিক্ষকের বিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে পুলিশ ৷ যে আত্মীয়রা নাবালিকা ও শিক্ষকের বিয়ের পর তাদের আশ্রয় দেয়, মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.