ETV Bharat / bharat

China new Border Law : আজ থেকে চিনের নতুন সীমান্ত আইন, দুশ্চিন্তা না করার পরামর্শ সামরিক বিশেষজ্ঞের

প্রবীণ যুদ্ধ এবং সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ জি ডি বক্সি ইটিভি ভারতের প্রতিনিধি সৌরভ শর্মাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন, চিনের নতুন সীমান্ত আইন (China new Border Law) নিয়ে ভয় পাওয়ার দরকার নেই ৷

China new Border Law
আজ থেকে কার্যকর হচ্ছে চিনের নতুন সীমান্ত আইন
author img

By

Published : Jan 1, 2022, 12:08 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনে লাগু হচ্ছে চিনের নতুন সীমান্ত আইন 'ল্যান্ড বর্ডার ল অফ দ্য পিপল'স রিপাবলিক অফ চিন' (Land Border Law of the People’s Republic of China) ৷ এতে ভারত-চিন সীমান্ত নিয়ে দু'দেশের সম্পর্ক আরও তিক্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা

সীমান্ত নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ানোর জন্য 2021-এ আইনটি পাশ করেছিল চিন ৷ এতে ভারত-চিন সীমান্তে অবস্থিত গ্রামাঞ্চলে বিশাল পরিকাঠামো গড়ে তুলতে পারবে চিনের পিএলএ (People's Liberation Army, PLA) বাহিনী ৷ এর সঙ্গে আবার 27 ডিসেম্বর, 2021 তারিখে চিন অরুণাচল প্রদেশ সংলগ্ন 15টি এলাকার নতুন নামকরণ করেছে ৷ এর মধ্যে অরুণাচল প্রদেশের বসতি এলাকা, পাহাড়, নদী রয়েছে ৷ এই অঞ্চলটি তাদের বলে দাবি করেছে চিন এবং নাম দিয়েছে 'দক্ষিণ তিব্বত' (South Tibet) ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রবীণ যুদ্ধ ও সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ জিডি বক্সি এ বিষয়ে বলেন, "লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (Line of Actual Control, LAC) নিয়ে চিনের যে চিন্তাভাবনা রয়েছে, তা কার্যকর করতেই চিনের এই নতুন সীমান্ত আইন ৷ চিন ভাবছে ওই অঞ্চল থেকে আমাদের উৎখাত করে দিতে পারবে ৷ কিন্তু ভারত খুব দৃঢ়তার সঙ্গে এর জবাব দিয়েছে ৷ চিনের ট্যাঙ্কের পর ট্যাঙ্ক, বন্দুকের পর বন্দুকের সঙ্গে পাল্লা দিচ্ছে প্রথম ভুটানে, তারপর সিকিম আর এখন লাদাখেও ৷"

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

কাশ্মীরে ভারতকে চাপের মুখে রাখতে চিন বহুবার চেষ্টা করেছে ৷ সেই সব অভিযানে ভারতীয় সেনাবাহিনীর মিশনে ছিলেন মেজর জেনারেল বক্সি ৷ এলএসি নিয়ে ভারতের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়েছে চিন ৷ এই পরিস্থিতি শান্তি ফিরতে পারে কি না, জিজ্ঞেস করায় মেজর জেনারেল বলেন, "ওদের কাছে লোকশক্তি কম, এটা একটা সমস্যা ৷ তাই ওরা সীমান্তবর্তী গ্রামগুলোতে গ্রাম গড়ছে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং রোবট, এসব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এগুলো তামাশা, কিন্তু পাহাড়ে রোবট কাজ করে না ৷"

তিনি আরও বলেন, "বিশ্বে চিনের জনসংখ্যা সবচেয়ে বেশি ৷ কিন্তু ওই জনসংখ্যায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি ৷ আর দুনিয়ায় আমাদের জনসংখ্যায় তরুণরা সবেচেয়ে বেশি ৷ তাই খুব বেশিদিন পর্যন্ত চিন সামরিক বাহিনীর শক্তি দিয়ে পেরে উঠতে পারে না ৷"

প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসা

দু'দেশের মধ্যে সম্পর্ক যখন ক্রমাগত তিক্ত হয়ে চলেছে, সেই সময় হিমালয় সংলগ্ন সীমান্তে পরিকাঠামোর অভাব একটা জটিলতা তৈরি করেছে ৷ এতে নয়াদিল্লির স্বার্থ এবং সার্বভৌমত্ব চিনের রেডারে ধরা পড়ছে ৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) প্রশংসা করে মেজর বক্সি বলেন, "তিনি একদম ঠিক ৷ হিমালয় সীমান্তবর্তী অঞ্চলে পরিকাঠামোর অভাব একটা বড় সমস্যা ৷" মঙ্গলবার, প্রতিরক্ষামন্ত্রী দেশকে 24টি নতুন সেতু এবং 3টি নতুন রাস্তা দিয়েছেন ৷ এগুলি জম্মু ও কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, হিমাচলপ্রদেশে বর্ডার রোড অর্গানাইজেশন (Border Roads Organisation, BRO) নির্মাণ করেছে ৷

আরও পড়ুন : Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

ভারত-চিন সম্পর্কে আরও চাপের মধ্যে রাখতে চাইছে চিন ৷ এ প্রসঙ্গে মেজর বক্সি বলেন, "চিন এগুলো করছে শুধুমাত্র তাদের মালিকানা দেখানোর জন্য এবং জোর করে দাবি চাপিয়ে দিচ্ছে ৷ আকসাই চিনের (Aksai Chin) ক্ষেত্রে যা করেছিল, ঠিক তাই করছে ৷ তখন 30 হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নিয়েছে ৷ আর কৌশলগত ভাবে তিব্বত থেকে জিনজিয়াংয়ের (Tibet to XINJIANG) মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটা রাস্তা বানিয়ে ফেলেছে ৷"

1962 সালের কথা বলতে গিয়ে প্রবীণ যোদ্ধা বলেন, "1962 থেকে ভারতের নিরাপত্তা ক্ষেত্রে একটা পরাজয়ের মানসিকতা চলে আসছে, আমরা রাস্তা তৈরি করব না ৷ কারণ চিন সেগুলো ব্যবহার করে এগিয়ে আসবে ৷ যার কোনও মানে হয় না! ইজ়রায়েলিরা প্রায়শ একটা কথা বলে ৷ দামাসকাস থেকে তেল আভিভ পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে, সেটাই আবার তেল আভিভ থেকে দামাসকাসে এসেছে ৷ তাই রাস্তার দুটো দিক থাকে ৷ আমরা তাকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে পারি ৷"

তিনি উল্লেখ করেন, শেষবার চিন ভিয়েতনামের সঙ্গে সামরিক যুদ্ধে জড়িয়েছিল এবং তাতে হেরেছিল ৷

নয়াদিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনে লাগু হচ্ছে চিনের নতুন সীমান্ত আইন 'ল্যান্ড বর্ডার ল অফ দ্য পিপল'স রিপাবলিক অফ চিন' (Land Border Law of the People’s Republic of China) ৷ এতে ভারত-চিন সীমান্ত নিয়ে দু'দেশের সম্পর্ক আরও তিক্ত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা

সীমান্ত নিয়ন্ত্রণে ক্ষমতা বাড়ানোর জন্য 2021-এ আইনটি পাশ করেছিল চিন ৷ এতে ভারত-চিন সীমান্তে অবস্থিত গ্রামাঞ্চলে বিশাল পরিকাঠামো গড়ে তুলতে পারবে চিনের পিএলএ (People's Liberation Army, PLA) বাহিনী ৷ এর সঙ্গে আবার 27 ডিসেম্বর, 2021 তারিখে চিন অরুণাচল প্রদেশ সংলগ্ন 15টি এলাকার নতুন নামকরণ করেছে ৷ এর মধ্যে অরুণাচল প্রদেশের বসতি এলাকা, পাহাড়, নদী রয়েছে ৷ এই অঞ্চলটি তাদের বলে দাবি করেছে চিন এবং নাম দিয়েছে 'দক্ষিণ তিব্বত' (South Tibet) ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রবীণ যুদ্ধ ও সামরিক বিশেষজ্ঞ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ জিডি বক্সি এ বিষয়ে বলেন, "লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (Line of Actual Control, LAC) নিয়ে চিনের যে চিন্তাভাবনা রয়েছে, তা কার্যকর করতেই চিনের এই নতুন সীমান্ত আইন ৷ চিন ভাবছে ওই অঞ্চল থেকে আমাদের উৎখাত করে দিতে পারবে ৷ কিন্তু ভারত খুব দৃঢ়তার সঙ্গে এর জবাব দিয়েছে ৷ চিনের ট্যাঙ্কের পর ট্যাঙ্ক, বন্দুকের পর বন্দুকের সঙ্গে পাল্লা দিচ্ছে প্রথম ভুটানে, তারপর সিকিম আর এখন লাদাখেও ৷"

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

কাশ্মীরে ভারতকে চাপের মুখে রাখতে চিন বহুবার চেষ্টা করেছে ৷ সেই সব অভিযানে ভারতীয় সেনাবাহিনীর মিশনে ছিলেন মেজর জেনারেল বক্সি ৷ এলএসি নিয়ে ভারতের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়েছে চিন ৷ এই পরিস্থিতি শান্তি ফিরতে পারে কি না, জিজ্ঞেস করায় মেজর জেনারেল বলেন, "ওদের কাছে লোকশক্তি কম, এটা একটা সমস্যা ৷ তাই ওরা সীমান্তবর্তী গ্রামগুলোতে গ্রাম গড়ছে, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং রোবট, এসব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এগুলো তামাশা, কিন্তু পাহাড়ে রোবট কাজ করে না ৷"

তিনি আরও বলেন, "বিশ্বে চিনের জনসংখ্যা সবচেয়ে বেশি ৷ কিন্তু ওই জনসংখ্যায় প্রবীণ মানুষের সংখ্যা বেশি ৷ আর দুনিয়ায় আমাদের জনসংখ্যায় তরুণরা সবেচেয়ে বেশি ৷ তাই খুব বেশিদিন পর্যন্ত চিন সামরিক বাহিনীর শক্তি দিয়ে পেরে উঠতে পারে না ৷"

প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসা

দু'দেশের মধ্যে সম্পর্ক যখন ক্রমাগত তিক্ত হয়ে চলেছে, সেই সময় হিমালয় সংলগ্ন সীমান্তে পরিকাঠামোর অভাব একটা জটিলতা তৈরি করেছে ৷ এতে নয়াদিল্লির স্বার্থ এবং সার্বভৌমত্ব চিনের রেডারে ধরা পড়ছে ৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) প্রশংসা করে মেজর বক্সি বলেন, "তিনি একদম ঠিক ৷ হিমালয় সীমান্তবর্তী অঞ্চলে পরিকাঠামোর অভাব একটা বড় সমস্যা ৷" মঙ্গলবার, প্রতিরক্ষামন্ত্রী দেশকে 24টি নতুন সেতু এবং 3টি নতুন রাস্তা দিয়েছেন ৷ এগুলি জম্মু ও কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, হিমাচলপ্রদেশে বর্ডার রোড অর্গানাইজেশন (Border Roads Organisation, BRO) নির্মাণ করেছে ৷

আরও পড়ুন : Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

ভারত-চিন সম্পর্কে আরও চাপের মধ্যে রাখতে চাইছে চিন ৷ এ প্রসঙ্গে মেজর বক্সি বলেন, "চিন এগুলো করছে শুধুমাত্র তাদের মালিকানা দেখানোর জন্য এবং জোর করে দাবি চাপিয়ে দিচ্ছে ৷ আকসাই চিনের (Aksai Chin) ক্ষেত্রে যা করেছিল, ঠিক তাই করছে ৷ তখন 30 হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নিয়েছে ৷ আর কৌশলগত ভাবে তিব্বত থেকে জিনজিয়াংয়ের (Tibet to XINJIANG) মধ্যে যোগাযোগ রক্ষাকারী একটা রাস্তা বানিয়ে ফেলেছে ৷"

1962 সালের কথা বলতে গিয়ে প্রবীণ যোদ্ধা বলেন, "1962 থেকে ভারতের নিরাপত্তা ক্ষেত্রে একটা পরাজয়ের মানসিকতা চলে আসছে, আমরা রাস্তা তৈরি করব না ৷ কারণ চিন সেগুলো ব্যবহার করে এগিয়ে আসবে ৷ যার কোনও মানে হয় না! ইজ়রায়েলিরা প্রায়শ একটা কথা বলে ৷ দামাসকাস থেকে তেল আভিভ পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে, সেটাই আবার তেল আভিভ থেকে দামাসকাসে এসেছে ৷ তাই রাস্তার দুটো দিক থাকে ৷ আমরা তাকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে পারি ৷"

তিনি উল্লেখ করেন, শেষবার চিন ভিয়েতনামের সঙ্গে সামরিক যুদ্ধে জড়িয়েছিল এবং তাতে হেরেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.