আমেদাবাদ, 23 অক্টোবর: মাত্র 49 বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় চা'য়ের ব্র্যান্ড 'ওয়াঘ বাকরি টি' গ্রুপের মালিক তথা এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাই ৷ দিনকয়েক আগে পথকুকুরদের তাড়া খেয়ে পড়ে গিয়েছিলেন পরাগ ৷ তাঁর মাথায় গুরুতর চোট লাগে ৷ তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরাগ ৷ রবিবার সন্ধ্যায় আমেদাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মস্তিকে রক্তক্ষরণই তাঁর মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে ৷ গত 15 অক্টোবর সন্ধ্য়ায় যখন হাঁটতে বেরিয়েছিলেন পরাগ তখনই তাঁকে তাড়া করে একদল পথকুকুর ৷ তখন পালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি ৷
-
Very sad news coming in. Parag Desai, Director and owner Wagh Bakri Tea passed away. He had a brain haemorrhage following a fall.
— Shaktisinh Gohil MP (@shaktisinhgohil) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
May his soul rest in peace. My condolences to the entire Wagh Bakri family across India. pic.twitter.com/Md0xLppL2X
">Very sad news coming in. Parag Desai, Director and owner Wagh Bakri Tea passed away. He had a brain haemorrhage following a fall.
— Shaktisinh Gohil MP (@shaktisinhgohil) October 22, 2023
May his soul rest in peace. My condolences to the entire Wagh Bakri family across India. pic.twitter.com/Md0xLppL2XVery sad news coming in. Parag Desai, Director and owner Wagh Bakri Tea passed away. He had a brain haemorrhage following a fall.
— Shaktisinh Gohil MP (@shaktisinhgohil) October 22, 2023
May his soul rest in peace. My condolences to the entire Wagh Bakri family across India. pic.twitter.com/Md0xLppL2X
দুর্ঘটনার দিন থেকেই আমেদাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি , ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে ৷ পরাগের স্ত্রী ও এক কন্যা রয়েছেন ৷ জানা গিয়েছে, 15 তারিখ সন্ধ্যায় ইসকন আম্বলি রোড এলাকাতে তাঁর বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন এই শিল্পপতি ৷ তখন ওই দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনার পরেই তাঁকে উদ্ধার করে আমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ গুরুতর চোট ছিল তাঁর মাথায় ৷ তাঁর মস্তিস্কে অস্ত্রপোচারও করেছিলেন চিকিৎসকরা, কিন্তু তাঁর পরেও উন্নতি হয়নি তাঁর স্বাস্থ্যের, ক্রমে অবনতি হতে শুরু করে তাঁর শারীরিক অবস্থার ৷ রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
আরও পড়ুন: আদানিকে পিছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি
এই শিল্পপতির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পমহলে ৷ রাজ্যসভার সাংসদ শক্তিসিন গোহিল ৷ সোশাল মিডিয়া এক্স-এ এক শোকবার্তায় তিনি লিখেছেন, "খুব খরাপ খবর পেলাম ৷ ওয়াঘ বাকরি টি' গ্রুপের মালিক তথা এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাই প্রয়াত হয়েছেন ৷ পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ওয়াঘ বাকরি পরিবারের সব সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"