ETV Bharat / bharat

বাপু ও স্বাধীনতা সংগ্রামীদের সবচেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য হবে ভোকাল ফর লোকাল : মোদি - ডান্ডি অভিযান

দেশের স্বাধীনতার 75 বছর পূর্তির 75 সপ্তাহের কাউন্টডাউন শুরু হয়ে গেল ৷ সবরমতী আশ্রম থেকে প্রতীকী ডান্ডি অভিযানের সূচনার মধ্যে দিয়ে অমৃত মহোত্সবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

'Vocal for Local' wonderful tribute to Mahatma Gandhi, freedom fighters, says PM narendra Modi
প্রতীকী ডান্ডি অভিযান দিয়ে স্বাধীনতার মহোত্‍‌সবের সূচনা মোদির
author img

By

Published : Mar 12, 2021, 4:49 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: মহাত্মা গান্ধির লবণ সত্যাগ্রহ আন্দোলনের 91 বছর পূর্তি উদযাপনে প্রতীকী ডান্ডি অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 386 কিলোমিটারের প্রতীকী যাত্রার সূচনা করেন তিনি ৷ এই অভিযান ডান্ডিতে শেষ হবে আগামী 6 এপ্রিল ৷ এর মাধ্যমেই শুরু হল দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি পালনের 75 সপ্তাহের কাউন্টডাউন ৷ সেই উপলক্ষে আজাদি কা অমৃত মহোত্সবেরও উদ্বোধন করেন নমো ৷ এই বিশেষ দিনে বাপুজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর আহ্বান 'ভোকাল ফর লোকাল', অর্থাত্ স্থানীয় জিনিসের জন্য গলা তুলুন ৷

এ দিনের অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আজ সবরমতী আশ্রম থেকে শুরু হল অমৃতমহোত্সব অনুষ্ঠান ৷ এখান থেকেই শুরু হয়েছিল ডান্ডি অভিযান ৷ দেশের মানুষের আত্মনির্ভরতার গর্ব ও স্পিরিটকে জাগিয়ে তুলেছিল এই আন্দোলন ৷ বাপু ও আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের জন্য সবচেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য হবে ভোকাল ফর লোকাল ৷"

এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি প্রচার গড়ে তোলারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যে কোনও স্থানীয় জিনিস কিনুন ও তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #VocalForLocal ৷ সবরমতী আশ্রমের মগন নিবাসে একটি চড়কা বসানো হবে ৷ আত্মনির্ভরতা নিয়ে প্রত্যেক টুইটে এটি একবার করে পুরো ঘুরবে ৷ এটাও জনগণের আন্দোলনে অনুঘটক হিসেবে কাজ করবে ৷" অমৃত মহোত্সবে 2023 সালের 15 অগাস্ট পর্যন্ত 75টি অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসে কৌশলী ভোটপ্রচার মোদির

1930 সালের 12 মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় । এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ । লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস করপ্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন । এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয় । 1920-22 সালের অসহযোগ আন্দোলনের পর লবণ সত্যাগ্রহই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠিত ব্রিটিশ-বিরোধী আন্দোলন । 1930 সালের 26 জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস "পূর্ণ স্বরাজ" প্রস্তাব গ্রহণ করার দিনকয়েকের মধ্যেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে । মহাত্মা গান্ধি আমেদাবাদের কাছে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে 24 দিনে 390 কিলোমিটার পথ হেঁটে ডান্ডি গ্রামে গিয়ে বিনা-করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন । বিরাট সংখ্যক ভারতীয় তাঁর সঙ্গে সেখানে যান । 1930 সালের 6 এপ্রিল সকাল 6.30টার সময় গান্ধিজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন । সেই সঙ্গে তাঁর লক্ষাধিক অনুগামীও লবণ আইন ভেঙে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ।

নয়াদিল্লি, 12 মার্চ: মহাত্মা গান্ধির লবণ সত্যাগ্রহ আন্দোলনের 91 বছর পূর্তি উদযাপনে প্রতীকী ডান্ডি অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 386 কিলোমিটারের প্রতীকী যাত্রার সূচনা করেন তিনি ৷ এই অভিযান ডান্ডিতে শেষ হবে আগামী 6 এপ্রিল ৷ এর মাধ্যমেই শুরু হল দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি পালনের 75 সপ্তাহের কাউন্টডাউন ৷ সেই উপলক্ষে আজাদি কা অমৃত মহোত্সবেরও উদ্বোধন করেন নমো ৷ এই বিশেষ দিনে বাপুজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর আহ্বান 'ভোকাল ফর লোকাল', অর্থাত্ স্থানীয় জিনিসের জন্য গলা তুলুন ৷

এ দিনের অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আজ সবরমতী আশ্রম থেকে শুরু হল অমৃতমহোত্সব অনুষ্ঠান ৷ এখান থেকেই শুরু হয়েছিল ডান্ডি অভিযান ৷ দেশের মানুষের আত্মনির্ভরতার গর্ব ও স্পিরিটকে জাগিয়ে তুলেছিল এই আন্দোলন ৷ বাপু ও আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের জন্য সবচেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য হবে ভোকাল ফর লোকাল ৷"

এই নিয়ে সোশাল মিডিয়ায় একটি প্রচার গড়ে তোলারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "যে কোনও স্থানীয় জিনিস কিনুন ও তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #VocalForLocal ৷ সবরমতী আশ্রমের মগন নিবাসে একটি চড়কা বসানো হবে ৷ আত্মনির্ভরতা নিয়ে প্রত্যেক টুইটে এটি একবার করে পুরো ঘুরবে ৷ এটাও জনগণের আন্দোলনে অনুঘটক হিসেবে কাজ করবে ৷" অমৃত মহোত্সবে 2023 সালের 15 অগাস্ট পর্যন্ত 75টি অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবসে কৌশলী ভোটপ্রচার মোদির

1930 সালের 12 মার্চ ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় । এই সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ । লবণ পদযাত্রা ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস করপ্রদান-বিরোধী প্রতিবাদ আন্দোলন । এই আন্দোলনের মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের সূচনা হয় । 1920-22 সালের অসহযোগ আন্দোলনের পর লবণ সত্যাগ্রহই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠিত ব্রিটিশ-বিরোধী আন্দোলন । 1930 সালের 26 জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস "পূর্ণ স্বরাজ" প্রস্তাব গ্রহণ করার দিনকয়েকের মধ্যেই এই সত্যাগ্রহের সূচনা ঘটে । মহাত্মা গান্ধি আমেদাবাদের কাছে সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করে 24 দিনে 390 কিলোমিটার পথ হেঁটে ডান্ডি গ্রামে গিয়ে বিনা-করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন । বিরাট সংখ্যক ভারতীয় তাঁর সঙ্গে সেখানে যান । 1930 সালের 6 এপ্রিল সকাল 6.30টার সময় গান্ধিজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন । সেই সঙ্গে তাঁর লক্ষাধিক অনুগামীও লবণ আইন ভেঙে ভারতে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.