ETV Bharat / bharat

রায়পুরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে আচমকাই টেবিল সরাতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে !

Vishnu Deo Sai Chhattisgarh New CM 2023 Oath: রাজ্যে কার্যত বিপুল জয়ের পরে এদিন বিজেপি বিধানসভার পরিষদীয় দলের নেতা বিষ্ণু দেও সাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তিনি হলেন ছত্তিশগড়ের চতুর্থ তম মুখ্যমন্ত্রী ৷ এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 9:56 PM IST

রায়পুরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে আচমকাই টেবিল সরাতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে

রায়পুর, 13 ডিসেম্বর: ছত্তিশগড়-মধ্যপ্রদেশে বিজেপির নতুন মুখ্যমন্ত্রীরা শপথ নিলেন বুধবার ৷ আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই অন্য চেহারায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছত্তিশগড়ের রায়পুরে শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চে আচমকাই একটি টেবিল সরাতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে ৷ আর তা দেখে মঞ্চে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান ৷ তড়িঘড়ি টেবিল সরাতে প্রধানমন্ত্রীকে সাহায্য করনে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা ৷ আর যা দেখে বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী মোদি আদতে তাঁর সেই জনমোহিনী ভাবধারাই বজায় রেখেছেন ৷

রাজ্যে বিপুল জয়ের পরে এদিন বিজেপি বিধানসভার পরিষদীয় দলের নেতা বিষ্ণু দেও সাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তিনি হলেন ছত্তিশগড়ের চতুর্থ মুখ্যমন্ত্রী ৷ এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। বিষ্ণু দেও সাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ অন্যদিকে অরুণ সাও এবং বিজয় শর্মা রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন বিষ্ণু দেও সাইকে মন্ত্রীত্ব এবং মন্ত্রগুপ্তির শপথ পাঠ করান। রায়পুরের সায়েন্স কলেজ মাঠে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। লোরমি থেকে নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন অরুণ সাও। বিজয় শর্মা কাওয়ার্ধা থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেতা মহম্মদ আকবরকে পরাজিত করেছিলেন তিনি।

মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী মোদি ছত্তিশগড়ে পৌঁছন এদিন। তিনি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-এর রাজ্যাভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। এরপর দিল্লির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নিয়েছেন ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, অসমের , মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে ৷

1990 সালে সাই প্রথমবার তপকারা বিধানসভা (অবিভক্ত মধ্যপ্রদেশ) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। 1999 সালে বিষ্ণু দেও সাই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ এর পরে তিনি 2004, 2009 এবং 2014 সালে টানা চারবার সাংসদ হন। 2014 সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় বিষ্ণু দেও সাইকে ইস্পাত ও খনি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2020 সালে বিষ্ণু দেও সাইকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল।

আরও পড়ুন:

  1. 'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের
  2. কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে
  3. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই

রায়পুরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে আচমকাই টেবিল সরাতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে

রায়পুর, 13 ডিসেম্বর: ছত্তিশগড়-মধ্যপ্রদেশে বিজেপির নতুন মুখ্যমন্ত্রীরা শপথ নিলেন বুধবার ৷ আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই অন্য চেহারায় ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ছত্তিশগড়ের রায়পুরে শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চে আচমকাই একটি টেবিল সরাতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে ৷ আর তা দেখে মঞ্চে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যান ৷ তড়িঘড়ি টেবিল সরাতে প্রধানমন্ত্রীকে সাহায্য করনে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা ৷ আর যা দেখে বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী মোদি আদতে তাঁর সেই জনমোহিনী ভাবধারাই বজায় রেখেছেন ৷

রাজ্যে বিপুল জয়ের পরে এদিন বিজেপি বিধানসভার পরিষদীয় দলের নেতা বিষ্ণু দেও সাই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তিনি হলেন ছত্তিশগড়ের চতুর্থ মুখ্যমন্ত্রী ৷ এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। বিষ্ণু দেও সাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ অন্যদিকে অরুণ সাও এবং বিজয় শর্মা রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন বিষ্ণু দেও সাইকে মন্ত্রীত্ব এবং মন্ত্রগুপ্তির শপথ পাঠ করান। রায়পুরের সায়েন্স কলেজ মাঠে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। লোরমি থেকে নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন অরুণ সাও। বিজয় শর্মা কাওয়ার্ধা থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেতা মহম্মদ আকবরকে পরাজিত করেছিলেন তিনি।

মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী মোদি ছত্তিশগড়ে পৌঁছন এদিন। তিনি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-এর রাজ্যাভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। এরপর দিল্লির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নিয়েছেন ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, অসমের , মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে ৷

1990 সালে সাই প্রথমবার তপকারা বিধানসভা (অবিভক্ত মধ্যপ্রদেশ) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। 1999 সালে বিষ্ণু দেও সাই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ এর পরে তিনি 2004, 2009 এবং 2014 সালে টানা চারবার সাংসদ হন। 2014 সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভায় বিষ্ণু দেও সাইকে ইস্পাত ও খনি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2020 সালে বিষ্ণু দেও সাইকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল।

আরও পড়ুন:

  1. 'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের
  2. কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে
  3. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.