ETV Bharat / bharat

ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ 31 অগস্ট পর্যন্ত বাড়ল - ভারতীয় ভিসা

2020 সালের মার্চ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চলছে গোটা বিশ্বে ৷ ফলে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে বিমান যোগাযোগ একেবারে নেই বললেই চলে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ 31 অগস্ট পর্যন্ত বাড়ল
ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ 31 অগস্ট পর্যন্ত বাড়ল
author img

By

Published : Jun 4, 2021, 6:00 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনা প্যানডেমিকের জেরে যে বিদেশিরা ভারতে আটকে পড়েছেন, তাঁদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হল ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শুক্রবার এই খবর পাওয়া গিয়েছে ৷ আগামী 31 অগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল ভিসার মেয়াদ ৷ এর জন্য অতিরিক্ত কোনও খরচ করতে হবে না আটকে পড়া ওই বিদেশিদের ৷

উল্লেখ্য, 2020 সালের মার্চ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চলছে গোটা বিশ্বে ৷ ফলে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে বিমান যোগাযোগ একেবারে নেই বললেই চলে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

এর আগে গত 29 জুন এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তাতে জানানো হয়েছিল যে 30 জুন, 2020-র পর যাঁদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের ভিসা আন্তর্জাতিক উড়ান শুরু হওয়ার পর এক মাস পর্যন্ত ভিসা বৈধ থাকবে ৷ তার পর থেকে ভারতে আটকে পড়া বিদেশিরা প্রতিমাসে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন ৷

আরও পড়ুন : Google News : ভারতের কুৎসিত ভাষা কন্নড়, এই ফলাফলে নেটিজেনদের ক্ষোভের মুখে গুগল

যেহেতু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পরিস্থিতি এখনও আয়ত্তের বাইরে ৷ তাই শীঘ্রই বিদেশের সঙ্গে বিমান যোগাযোগ সম্ভব নয় ৷ সেসব ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল বলে খবর ৷

নয়াদিল্লি, 4 জুন : করোনা প্যানডেমিকের জেরে যে বিদেশিরা ভারতে আটকে পড়েছেন, তাঁদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হল ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শুক্রবার এই খবর পাওয়া গিয়েছে ৷ আগামী 31 অগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল ভিসার মেয়াদ ৷ এর জন্য অতিরিক্ত কোনও খরচ করতে হবে না আটকে পড়া ওই বিদেশিদের ৷

উল্লেখ্য, 2020 সালের মার্চ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ চলছে গোটা বিশ্বে ৷ ফলে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে বিমান যোগাযোগ একেবারে নেই বললেই চলে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

এর আগে গত 29 জুন এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তাতে জানানো হয়েছিল যে 30 জুন, 2020-র পর যাঁদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের ভিসা আন্তর্জাতিক উড়ান শুরু হওয়ার পর এক মাস পর্যন্ত ভিসা বৈধ থাকবে ৷ তার পর থেকে ভারতে আটকে পড়া বিদেশিরা প্রতিমাসে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন ৷

আরও পড়ুন : Google News : ভারতের কুৎসিত ভাষা কন্নড়, এই ফলাফলে নেটিজেনদের ক্ষোভের মুখে গুগল

যেহেতু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পরিস্থিতি এখনও আয়ত্তের বাইরে ৷ তাই শীঘ্রই বিদেশের সঙ্গে বিমান যোগাযোগ সম্ভব নয় ৷ সেসব ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিল বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.