ETV Bharat / bharat

Virat Kohli: কুঁচকির চোটে কাবু কোহলি, প্রথম ওয়ান ডে ম্যাচে অনিশ্চিত বিরাট

author img

By

Published : Jul 11, 2022, 11:03 PM IST

ভারতীয় শিবিরে খারাপ খবর । চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে সম্ভবত ছিটকে যেতে বসেছেন বিরাট কোহলি (Virat Kohli likely to miss 1st ODI due to injury) ।

Virat Kohli News
Virat Kohli News

লন্ডন, 11 জুলাই: টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে সিরিজ । তার আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর । চোট পেয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে সম্ভবত ছিটকে যেতে বসেছেন বিরাট কোহলি (Virat Kohli likely to miss 1st ODI due to injury) ।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তৃতীয় টি-20 খেলতে গিয়েই কুঁচকিতে চোট লেগেছে । ফলে পরের ম্যাচে নীল জার্সিতে তাঁকে আর দেখা নাও যেতে পারে । তারপরেই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে ।

বাইশ গজের অনেক বিশেষজ্ঞই বলছেন, কৌশলে একাদশ থেকে কোহলিকে বসিয়েছে বোর্ড । গত কয়েকদিনে বিরাটের দলে থাকা, না-থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । প্রাক্তন অধিনায়ককে ঘরোয়া ফর্ম্যাটে প্রমাণ করে ফের দলে ফেরার নিদান দিয়েছেন স্বয়ং কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদরা । ফলে বোর্ডের আপাত নিরীহ এই ঘোষণা সেই বিতর্কই খানিক উসকে দিয়েছে ।

আরও পড়ুন : ব্যর্থ কোহলি-রোহিত, সূর্যকুমার ঝড়েও জয় হাতছাড়া ভারতের

পরের দু’টি ম্যাচেও কোহলিকে পাওয়া যাবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি বোর্ডের তরফে ।

লন্ডন, 11 জুলাই: টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে সিরিজ । তার আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর । চোট পেয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে সম্ভবত ছিটকে যেতে বসেছেন বিরাট কোহলি (Virat Kohli likely to miss 1st ODI due to injury) ।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তৃতীয় টি-20 খেলতে গিয়েই কুঁচকিতে চোট লেগেছে । ফলে পরের ম্যাচে নীল জার্সিতে তাঁকে আর দেখা নাও যেতে পারে । তারপরেই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে ।

বাইশ গজের অনেক বিশেষজ্ঞই বলছেন, কৌশলে একাদশ থেকে কোহলিকে বসিয়েছে বোর্ড । গত কয়েকদিনে বিরাটের দলে থাকা, না-থাকা নিয়ে কম বিতর্ক হয়নি । প্রাক্তন অধিনায়ককে ঘরোয়া ফর্ম্যাটে প্রমাণ করে ফের দলে ফেরার নিদান দিয়েছেন স্বয়ং কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদরা । ফলে বোর্ডের আপাত নিরীহ এই ঘোষণা সেই বিতর্কই খানিক উসকে দিয়েছে ।

আরও পড়ুন : ব্যর্থ কোহলি-রোহিত, সূর্যকুমার ঝড়েও জয় হাতছাড়া ভারতের

পরের দু’টি ম্যাচেও কোহলিকে পাওয়া যাবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয়নি বোর্ডের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.