ভোপাল, 19 জুন: এক যুবকের গলায় বেল্ট বেঁধে তাঁকে জোর করে কুকুরকে নকল করতে বাধ্য করা হল ৷ ভোপালের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ এই ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে টিলা জামালপুরা থানার পুলিশ ৷
একটি ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ তা নজরে আসে প্রশাসনেরও ৷ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া পদক্ষেপ করার পর আক্রান্ত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন ৷ ভিডিয়োটি দেখার পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, "আমি ভিডিয়োটি দেখেছি । এই ধরনের আচরণ সত্যিই নিন্দনীয় । আমি ভোপালের পুলিশ কমিশনারকে মামলাটি তদন্ত করার নির্দেশ দিয়েছি । ভিডিয়োটির বিষয়ে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"
সোশাল মিডিয়ায় প্রচারিত ভিডিয়োটিতে বিজয় নামে এক যুবকের উপর গুন্ডাগিরি করতে দেখা গিয়েছে তিনজনকে ৷ ওই যুবককে চরম অপমান করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে । সমীর, সাজিদ এবং ফাইজান নামে চিহ্নিত তিন ব্যক্তি বিজয়ের গলায় কুকুরের মতো বেল্ট পরিয়ে দেয় । এরপর তাঁকে রাস্তায় কুকুরের মতো আচরণ করতে জোর করা হয় ৷ এমনকী কুকুরের মতো ভৌ ভৌ করে ডাকার নির্দেশ দেয় তিনজন ৷ ওই যুবকের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় । তদন্তে জানা গিয়েছে যে, বিজয়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার সময় সেই ঘটনার রেকর্ডিং করে সমীর, সাজিদ এবং ফাইজান এবং তারাই পরে তা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে ।
বিজয়ের অভিযোগ কোন থানা গ্রহণ করবে সেই এক্তিয়ারের প্রশ্নে জটিলতা দেখা দিয়েছিল ৷ কারণ ঘটনাটি দৃশ্যত গৌতম নগর থানার এক্তিয়ারের মধ্যে ঘটেছে । এই নিয়ে সমস্যা সমাধানের জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টিলা জামালপুরা থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন এবং প্রাসঙ্গিক বিবরণ গৌতম নগর থানায় শেয়ার করা হবে বলে জানান তিনি । ঘটনাটিকে প্রকাশ্যে গুন্ডামির একটি জঘন্য অপরাধ হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যে অপরাধের উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করা ।
আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঝামেলা, কলকাতার অফিসে গায়ে কেরোসিন ঢেলে আগুন দুই সন্তানের বাবার
রাজধানীতে কমিশনার পদ্ধতি চালু হলেও সীমানা এক্তিয়ার নিয়ে থানাগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে । এই মতবিরোধের ফলে ভিডিয়োটি ভাইরাল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে না আসা পর্যন্ত মামলা নথিভুক্ত করতে বিলম্ব হয় । স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের পর অবশেষে এফআইআর দায়ের হয় ৷
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র বিষয়টির গুরুত্বের উপর জোর দিয়েছেন । কর্তৃপক্ষ জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, তারা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে ।
ঘটনাটি জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে ৷ সবাই অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে । বজরং দলের সদস্যরা জামালপুরা থানার বাইরে বিক্ষোভ দেখান ও জয় শ্রী রাম স্লোগান দেন ৷ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা । অন্যদিকে, অভিযুক্তদের পরিবার তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে ।