ETV Bharat / bharat

Prisoner in Liquor Shop: তেষ্টায় গলা শুকিয়েছে, বন্দিকে মদের দোকানে নিয়ে গেল যোগীরাজ্যের পুলিশ

বন্দিকে শপিং মলে ঘোরানোর ঘটনা খুব বেশিদিন পুরনো হয়নি। আবার একটা কাণ্ড ঘটিয়ে বসেছে উত্তরপ্রদেশের পুলিশ । তৃষ্ণা মেটাতে বন্দিকে মদের দোকানে নিয়ে গেল যোগীরাজ্যের পুলিশ । ছবি সামনে আসতেই বিদ্রুপ নেটিজেনদের।

UP police takes prisoner liquor shop
বন্দির তৃষ্ণা মেটাতে পুলিশ নিয়ে গেল মদের দোকানে
author img

By

Published : Apr 30, 2023, 10:11 PM IST

হামিরপুর (উত্তরপ্রদেশ), 30 এপ্রিল: কে বলেছে পুলিশ মানবিক হয় না ? পুলিশের মানবিক রূপ নেই । এই ঘটনা জানলে মতামত বদলাতে বাধ্য হবেন আপনিও। বিচারাধীন বন্দির প্রতি একজন পুলিশের এত দয়ালু মনোভাব, মনে রাখার মতো । উত্তরপ্রদেশের হামিরপুর এলাকায় বন্দির তেষ্টা মেটাতে মদ্যপানের ব্যবস্থা করে দিল এক পুলিশ । ঘটনার ছবি সামনে আসতেই নিমেষে ভাইরাল নেটমাধ্যমে ।

বিচারাধীন বন্দিকে শুধুমাত্র মদ কিনতে নিয়ে গিয়েছেন তা নয়, অভিযুক্ত বন্দি যাতে পালিয়ে না-যায়, তার জন্য পিছনে গার্ডও দিয়েছেন ওই পুলিশকর্মী । সূত্রের খবর, সিআরপিসি-র 151 ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল । আর এই ঘটনাটি ঘটেছে যখন বন্দিকে পুলিশ স্টেশন থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

  • अपराधियों का ध्यान रखने वाली मित्र पुलिस किसी राज्य में नहीं मिलेगी।
    पेशी पर आए अपराधी को प्यास लगी बग़ल में शराब की दुकान देखकर मन में लड्डू फूटा फिर क्या था दीवान जी भी दरियादिल निकले
    तुरंत आपकी सेवा में तत्पर @Uppolice का विचार मन में कौंधा।खूब जमेंगी जब मिल बैठेंगे दो यार pic.twitter.com/Lw49Q2ggW4

    — Mamta Tripathi (@MamtaTripathi80) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সমকামী বিয়ের বৈধতায় সায় নেই সাধুদের ! দেখা করবেন মোদি-মুর্মুর সঙ্গে

ঘটনাটি ঘটেছে হামিরপুরের কিং রোডে । বিষয়টির সাক্ষী থেকেছেন একজন পথযাত্রী । যিনি এই ঘটনার ছবিও তুলেছেন । তারপর সেটি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে ভাইরাল । ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "অপরাধীর খেয়াল রাখে এমন পুলিশ আর কোনও রাজ্যে কেউ দেখেননি । আদালতে নিয়ে যাওয়ার সময় অপরাধীর জল তেষ্টা পায়। পাশেই সুরার দোকান দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছিল । তারপর আর কী, পুলিশের মনও খুব নরম , তাড়াতাড়ি আপনার সেবায় নিয়োজিত উত্তরপ্রদেশ পুলিশ ।"

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হামিরপুর এসপি জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হবে । তিনি বলেন, "আমরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে নির্দেশ জারি করেছি । এমনকী ওই পুলিশকর্মীর বিরুদ্ধেও এই ঘটনার সাপেক্ষে তদন্ত শুরু করা হবে ।"

  • थाना कुरारा क्षेत्र अंतर्गत पीआरडी द्वारा मुलजिम को शराब दिलाने की घटना के संबंध में पुलिस अधीक्षक हमीरपुर द्वारा दी गई बाइट::- pic.twitter.com/dfiVTDp29g

    — HAMIRPUR POLICE (@hamirpurpolice) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা প্রথমবার নয়, উত্তরপ্রদেশের মতো জায়গায় পুলিশের অপরাধীদের সঙ্গে এহেন ব্যবহার আগেও দেখা গিয়েছে । মার্চেই একটি ভিডিয়ো সামনে এসেছিল, যেখানে চারজন পুলিশ কর্মী একজন বন্দিকে লখনউয়ের শপিংমলে নিয়ে গিয়েছিলেন । ঘটনায় ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছিল । যদিও বর্তমানে যোগীরাজ্যের পুলিশ শিরোনামে আতিক আহমেদ খুনের ঘটনায় । পুলিশের সামনেই এনকাউন্টারের মারা হয়েছে গ্যাংস্টারকে । তার মধ্যেই এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে ।

হামিরপুর (উত্তরপ্রদেশ), 30 এপ্রিল: কে বলেছে পুলিশ মানবিক হয় না ? পুলিশের মানবিক রূপ নেই । এই ঘটনা জানলে মতামত বদলাতে বাধ্য হবেন আপনিও। বিচারাধীন বন্দির প্রতি একজন পুলিশের এত দয়ালু মনোভাব, মনে রাখার মতো । উত্তরপ্রদেশের হামিরপুর এলাকায় বন্দির তেষ্টা মেটাতে মদ্যপানের ব্যবস্থা করে দিল এক পুলিশ । ঘটনার ছবি সামনে আসতেই নিমেষে ভাইরাল নেটমাধ্যমে ।

বিচারাধীন বন্দিকে শুধুমাত্র মদ কিনতে নিয়ে গিয়েছেন তা নয়, অভিযুক্ত বন্দি যাতে পালিয়ে না-যায়, তার জন্য পিছনে গার্ডও দিয়েছেন ওই পুলিশকর্মী । সূত্রের খবর, সিআরপিসি-র 151 ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল । আর এই ঘটনাটি ঘটেছে যখন বন্দিকে পুলিশ স্টেশন থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।

  • अपराधियों का ध्यान रखने वाली मित्र पुलिस किसी राज्य में नहीं मिलेगी।
    पेशी पर आए अपराधी को प्यास लगी बग़ल में शराब की दुकान देखकर मन में लड्डू फूटा फिर क्या था दीवान जी भी दरियादिल निकले
    तुरंत आपकी सेवा में तत्पर @Uppolice का विचार मन में कौंधा।खूब जमेंगी जब मिल बैठेंगे दो यार pic.twitter.com/Lw49Q2ggW4

    — Mamta Tripathi (@MamtaTripathi80) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সমকামী বিয়ের বৈধতায় সায় নেই সাধুদের ! দেখা করবেন মোদি-মুর্মুর সঙ্গে

ঘটনাটি ঘটেছে হামিরপুরের কিং রোডে । বিষয়টির সাক্ষী থেকেছেন একজন পথযাত্রী । যিনি এই ঘটনার ছবিও তুলেছেন । তারপর সেটি সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নিমেষে ভাইরাল । ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "অপরাধীর খেয়াল রাখে এমন পুলিশ আর কোনও রাজ্যে কেউ দেখেননি । আদালতে নিয়ে যাওয়ার সময় অপরাধীর জল তেষ্টা পায়। পাশেই সুরার দোকান দেখে মনের মধ্যে লাড্ডু ফুটছিল । তারপর আর কী, পুলিশের মনও খুব নরম , তাড়াতাড়ি আপনার সেবায় নিয়োজিত উত্তরপ্রদেশ পুলিশ ।"

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হামিরপুর এসপি জানিয়েছেন, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হবে । তিনি বলেন, "আমরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে নির্দেশ জারি করেছি । এমনকী ওই পুলিশকর্মীর বিরুদ্ধেও এই ঘটনার সাপেক্ষে তদন্ত শুরু করা হবে ।"

  • थाना कुरारा क्षेत्र अंतर्गत पीआरडी द्वारा मुलजिम को शराब दिलाने की घटना के संबंध में पुलिस अधीक्षक हमीरपुर द्वारा दी गई बाइट::- pic.twitter.com/dfiVTDp29g

    — HAMIRPUR POLICE (@hamirpurpolice) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা প্রথমবার নয়, উত্তরপ্রদেশের মতো জায়গায় পুলিশের অপরাধীদের সঙ্গে এহেন ব্যবহার আগেও দেখা গিয়েছে । মার্চেই একটি ভিডিয়ো সামনে এসেছিল, যেখানে চারজন পুলিশ কর্মী একজন বন্দিকে লখনউয়ের শপিংমলে নিয়ে গিয়েছিলেন । ঘটনায় ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছিল । যদিও বর্তমানে যোগীরাজ্যের পুলিশ শিরোনামে আতিক আহমেদ খুনের ঘটনায় । পুলিশের সামনেই এনকাউন্টারের মারা হয়েছে গ্যাংস্টারকে । তার মধ্যেই এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.