ETV Bharat / bharat

কোভিডের মোকাবিলায় ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র পেল ভিআইএনসিওভি-19

কোভিড-19-এর মোকাবিলায় নতুন ভ্যাকসিন ভিআইএনসিওভি-19 তৈরি করতে আরেক ধাপ এগিয়ে গেল ভিআইএনএস বায়োপ্রোডাক্টস ৷ হায়দ্রাবাদের এই সংস্থা আজ ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র পেল ৷

ক্লিনিকাল ট্রায়ালের শুরুর পথে ভিআইএনএস বায়োপ্রোডাক্টস
ক্লিনিকাল ট্রায়ালের শুরুর পথে ভিআইএনএস বায়োপ্রোডাক্টস
author img

By

Published : Apr 26, 2021, 5:45 PM IST

হায়দ্রাবাদ, 26 এপ্রিল: ভিআইএনএস বায়োপ্রোডাক্টসকে ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৷ হায়দ্রাবাদের এই ইমিউনোলজিক্যাল কোম্পানি তাদের কোভিড-19 ভ্যাকসিন ভিআইএনসিওভি-19 তৈরির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করতে পারবে এবার ৷

একটি বিবৃতিতে ভিআইএনএস বায়োপ্রোডাক্ট জানিয়েছে, তারা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) আর হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করবে ৷

সারা দেশজুড়ে 300টি বিষয়ের উপর ভিআইএনসিওভি-19 তৈরির ক্রিনিকাল ট্রায়াল চলবে ৷ 300 জন রোগীর উপর পরীক্ষা চালাবে এই সংস্থা ৷ ইতিমধ্যে ঘোড়ার রক্তের নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে মোদি

ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়া প্রসঙ্গে সংস্থার আধিকারিক সিদ্ধার্থ দাগা বলেন, "কোভিড-19-এর মোকাবিলায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পৃষ্ঠপোষকতায় সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে ভিআইএনসিওভি-19 তৈরির গবেষণা খুবই তাৎপর্যপূর্ণ ৷ আমরা নিজেদের সংগৃহীত সম্পদ আর অভিজ্ঞতার সাহায্যে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিষেধক তৈরি করব ৷ এটা আমাদের সৌভাগ্য ৷"

কোভিডের চিকিৎসার নির্দেশিকা অনুযায়ী করোনা পজিটিভ রোগীর ক্ষেত্রে হাইপারইমিউন সেরাম প্রয়োগ করে পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থার ৷

2020-র অক্টোবরে ভিআইএনসিওভি-র প্রি-ক্লিনিকাল ট্রায়াল যথেষ্ট সফল হয়েছে ৷ এই সংস্থার উৎপাদিত এফ (এবি') 2 পলিক্লোনাল অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো, তা ইতিমধ্যেই প্রমাণিত ৷

কোভিড-19-এর লড়াইয়ে এক ধাপ এগোল আরেকটি সংস্থা ৷

হায়দ্রাবাদ, 26 এপ্রিল: ভিআইএনএস বায়োপ্রোডাক্টসকে ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ৷ হায়দ্রাবাদের এই ইমিউনোলজিক্যাল কোম্পানি তাদের কোভিড-19 ভ্যাকসিন ভিআইএনসিওভি-19 তৈরির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করতে পারবে এবার ৷

একটি বিবৃতিতে ভিআইএনএস বায়োপ্রোডাক্ট জানিয়েছে, তারা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (সিসিএমবি) আর হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করবে ৷

সারা দেশজুড়ে 300টি বিষয়ের উপর ভিআইএনসিওভি-19 তৈরির ক্রিনিকাল ট্রায়াল চলবে ৷ 300 জন রোগীর উপর পরীক্ষা চালাবে এই সংস্থা ৷ ইতিমধ্যে ঘোড়ার রক্তের নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে মোদি

ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়া প্রসঙ্গে সংস্থার আধিকারিক সিদ্ধার্থ দাগা বলেন, "কোভিড-19-এর মোকাবিলায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পৃষ্ঠপোষকতায় সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে ভিআইএনসিওভি-19 তৈরির গবেষণা খুবই তাৎপর্যপূর্ণ ৷ আমরা নিজেদের সংগৃহীত সম্পদ আর অভিজ্ঞতার সাহায্যে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিষেধক তৈরি করব ৷ এটা আমাদের সৌভাগ্য ৷"

কোভিডের চিকিৎসার নির্দেশিকা অনুযায়ী করোনা পজিটিভ রোগীর ক্ষেত্রে হাইপারইমিউন সেরাম প্রয়োগ করে পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে এই সংস্থার ৷

2020-র অক্টোবরে ভিআইএনসিওভি-র প্রি-ক্লিনিকাল ট্রায়াল যথেষ্ট সফল হয়েছে ৷ এই সংস্থার উৎপাদিত এফ (এবি') 2 পলিক্লোনাল অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো, তা ইতিমধ্যেই প্রমাণিত ৷

কোভিড-19-এর লড়াইয়ে এক ধাপ এগোল আরেকটি সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.