ETV Bharat / bharat

New Chief Secretary of Manipur: অশান্ত মণিপুরের নতুন মুখ্যসচিব বিনীত জোশী - বিনীত জোশী

অশান্ত মণিপুরে নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হল বিনীত জোশীকে ৷ মণিপুর সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের একটি নির্দেশে এমনটাই জানানো হয়েছে ৷

Vineet Joshi ETV Bharat
মণিপুরের নতুন মুখ্যসচিব
author img

By

Published : May 8, 2023, 12:36 PM IST

ইম্ফল ও নয়াদিল্লি, 8 মে: গত কয়েকদিন ধরে অশান্ত মণিপুর । দায়িত্বে এলেন নতুন মুখ্যসচিব ৷ রবিবার বিনীত জোশীকে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে নিয়োগ করেছে মণিপুর সরকার ৷ এর আগে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজেশ কুমার ৷ এবার সেই জায়গায় নিযুক্ত হলেন মণিপুর ক্যাডারের 1992 ব্যাচের আইএএস অফিসার বিনীত জোশী ৷

এর আগে কেন্দ্রের সুপারিশে মণিপুরের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি । মন্ত্রিসভার নিয়োগ কমিটি মণিপুর সরকারের অনুরোধে বিনীতকে তাঁর বাবা মার ক্যাডারে প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছে ৷ 6 মে তারিখের মন্ত্রকের আদেশে তা বলা হয়েছে । রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের (কর্মী বিভাগ) আদেশ অনুসারে মণিপুরের রাজ্যপাল বিনীত জোশীকে অবিলম্বে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করতে পেরে খুশি ।

আরও পড়ুন: অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ, বীরেন সিংয়ের সঙ্গে কথা শাহের; উদ্বিগ্ন মমতাও

মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি জনজাতির স্বীকৃতি দেওয়ার দাবির প্রতিবাদে 3 মে 10টি পার্বত্য জেলায় একটি 'আদিবাসী সংহতি মার্চ' সংগঠিত হয় ৷ এরপর থেকেই অশান্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি ৷ সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটে চূড়াচাঁদপুরে ৷ যার জেরে কমপক্ষে 54 জনের মৃত্যু হয় ।

রাজ্যের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে প্রশাসন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা নামানো হয় ৷ সাহায্য নেওয়া হয় বায়ুসেনারও ৷ তারপরই অশান্ত এলাকা থেকে প্রায় 23 হাজার মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে তাঁদেরকে । মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত । এদের বেশিরভাগ ইম্ফল উপত্যকায় বাস করে । আদিবাসী, নাগা এবং কুকিরা জনসংখ্যার আরও 40 শতাংশ পার্বত্য জেলাগুলিতে বাস করে ।

আরও পড়ুন: মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ

ইম্ফল ও নয়াদিল্লি, 8 মে: গত কয়েকদিন ধরে অশান্ত মণিপুর । দায়িত্বে এলেন নতুন মুখ্যসচিব ৷ রবিবার বিনীত জোশীকে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে নিয়োগ করেছে মণিপুর সরকার ৷ এর আগে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজেশ কুমার ৷ এবার সেই জায়গায় নিযুক্ত হলেন মণিপুর ক্যাডারের 1992 ব্যাচের আইএএস অফিসার বিনীত জোশী ৷

এর আগে কেন্দ্রের সুপারিশে মণিপুরের শিক্ষা দফতরের উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি । মন্ত্রিসভার নিয়োগ কমিটি মণিপুর সরকারের অনুরোধে বিনীতকে তাঁর বাবা মার ক্যাডারে প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছে ৷ 6 মে তারিখের মন্ত্রকের আদেশে তা বলা হয়েছে । রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টের (কর্মী বিভাগ) আদেশ অনুসারে মণিপুরের রাজ্যপাল বিনীত জোশীকে অবিলম্বে মুখ্যসচিব হিসেবে নিয়োগ করতে পেরে খুশি ।

আরও পড়ুন: অশান্তি থামাতে মণিপুরে গুলি করার নির্দেশ, বীরেন সিংয়ের সঙ্গে কথা শাহের; উদ্বিগ্ন মমতাও

মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি জনজাতির স্বীকৃতি দেওয়ার দাবির প্রতিবাদে 3 মে 10টি পার্বত্য জেলায় একটি 'আদিবাসী সংহতি মার্চ' সংগঠিত হয় ৷ এরপর থেকেই অশান্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যটি ৷ সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটে চূড়াচাঁদপুরে ৷ যার জেরে কমপক্ষে 54 জনের মৃত্যু হয় ।

রাজ্যের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে প্রশাসন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা নামানো হয় ৷ সাহায্য নেওয়া হয় বায়ুসেনারও ৷ তারপরই অশান্ত এলাকা থেকে প্রায় 23 হাজার মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে তাঁদেরকে । মণিপুরের জনসংখ্যার প্রায় 53 শতাংশ মেইতেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত । এদের বেশিরভাগ ইম্ফল উপত্যকায় বাস করে । আদিবাসী, নাগা এবং কুকিরা জনসংখ্যার আরও 40 শতাংশ পার্বত্য জেলাগুলিতে বাস করে ।

আরও পড়ুন: মণিপুরে 23 হাজার নাগরিককে উদ্ধার করল সেনা, চূড়াচাঁদপুরে শিথিল কারফিউ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.