ETV Bharat / bharat

Hindustan Murdabad Slogan in Delhi: লালকেল্লার সামনে দেশবিরোধী স্লোগান ! ভাইরাল ভিডিয়ো, তদন্তে পুলিশ - দিল্লিতে দেশবিরোধী স্লোগানের অভিযোগ

Viral Video of Hindustan Murdabad Slogan: দিল্লিতে লালকেল্লার সামনে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল ৷ একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে দিল্লিতে ৷ সেখানে এক যুবককে দেশবিরোধী সেই স্লোগান দিতে শোনা গিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Hindustan Murdabad Slogan in Delhi ETV BHARAT
Hindustan Murdabad Slogan in Delhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 6:57 PM IST

Updated : Aug 29, 2023, 7:15 PM IST

দিল্লিতে ভারত বিরোধী স্লোগান দেওয়া অভিযোগ, ভাইরাল হল ভিডিয়ো

নয়াদিল্লি, 29 অগস্ট: এবার জাতীয় রাজধানীর প্রাণকেন্দ্র লালকেল্লার সামনে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান তোলার অভিযোগ উঠল ৷ এ সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ অভিযোগ কংগ্রেস সমর্থক একদল যুবক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান তোলেন ৷ এই ভিডিয়োটি দিল্লির একটি বেসরকারি নিউজ চ্যানেল টুইট করেছে ৷ এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিল্লির ডিসিপি সাগর সিং কালসি ৷

উত্তরে দিল্লির ডিসিপি বলেছেন, ‘‘পুলিশের কাছে এমন একটি অভিযোগ এসেছে ৷ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদেরও জানানো হয়েছে ৷ ভিডিয়োতে দেখতে পাওয়া লোকেদের বিরুদ্ধে আইপিসি 153এ ধারায় উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ৷’’

ঠিক কী হয়েছিল ? ভিডিয়ো-তে দেখা ঘটনা অনুযায়ী, লালকেল্লার সামনে (দাবি করা হয়েছে) জমায়েত করা একটি ভিড়ের মধ্যে থেকে এক যুবক ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন ৷ সেই সময় এক মহিলা সাংবাদিককে দেখা যায়, তার প্রতিবাদ করতে ৷ তিনি প্রশ্ন করেন, কেন দেশ বিরোধী স্লোগান দিচ্ছেন ওই যুবক ? জবাবে পালটা প্রশ্ন উড়ে আসে, কেন দেব না ? এই তর্কাতর্কির মধ্যেই এক ব্যক্তি ওই যুবককে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে থাকেন ৷ সেই সময় অভিযুক্ত যুবক ব্যক্তির উপর চড়াও হন ৷

আরও পড়ুন: ভিন্নমত পোষণ করলেই দেশদ্রোহী তকমা দেওয়া যায় না : বিচারপতি চন্দ্রচূড়

যে ঘটনার জেরে ভিডিয়োতে দেখানো জায়গায় বেশ উত্তেজনা তৈরি হয় ৷ এই ঘটনায় দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে, ভিডিয়োটি আদউ লালকেল্লা বা দিল্লির কিনা, তা নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ ৷ এমনকি ভিডিয়োটি কবে তোলা হয়েছে ? বা ঘটনাটি কবে কার ? তাও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দিল্লিতে ভারত বিরোধী স্লোগান দেওয়া অভিযোগ, ভাইরাল হল ভিডিয়ো

নয়াদিল্লি, 29 অগস্ট: এবার জাতীয় রাজধানীর প্রাণকেন্দ্র লালকেল্লার সামনে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান তোলার অভিযোগ উঠল ৷ এ সংক্রান্ত একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ইটিভি ভারত ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ অভিযোগ কংগ্রেস সমর্থক একদল যুবক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান তোলেন ৷ এই ভিডিয়োটি দিল্লির একটি বেসরকারি নিউজ চ্যানেল টুইট করেছে ৷ এ নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিল্লির ডিসিপি সাগর সিং কালসি ৷

উত্তরে দিল্লির ডিসিপি বলেছেন, ‘‘পুলিশের কাছে এমন একটি অভিযোগ এসেছে ৷ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তাদেরও জানানো হয়েছে ৷ ভিডিয়োতে দেখতে পাওয়া লোকেদের বিরুদ্ধে আইপিসি 153এ ধারায় উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ৷’’

ঠিক কী হয়েছিল ? ভিডিয়ো-তে দেখা ঘটনা অনুযায়ী, লালকেল্লার সামনে (দাবি করা হয়েছে) জমায়েত করা একটি ভিড়ের মধ্যে থেকে এক যুবক ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন ৷ সেই সময় এক মহিলা সাংবাদিককে দেখা যায়, তার প্রতিবাদ করতে ৷ তিনি প্রশ্ন করেন, কেন দেশ বিরোধী স্লোগান দিচ্ছেন ওই যুবক ? জবাবে পালটা প্রশ্ন উড়ে আসে, কেন দেব না ? এই তর্কাতর্কির মধ্যেই এক ব্যক্তি ওই যুবককে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে থাকেন ৷ সেই সময় অভিযুক্ত যুবক ব্যক্তির উপর চড়াও হন ৷

আরও পড়ুন: ভিন্নমত পোষণ করলেই দেশদ্রোহী তকমা দেওয়া যায় না : বিচারপতি চন্দ্রচূড়

যে ঘটনার জেরে ভিডিয়োতে দেখানো জায়গায় বেশ উত্তেজনা তৈরি হয় ৷ এই ঘটনায় দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে, ভিডিয়োটি আদউ লালকেল্লা বা দিল্লির কিনা, তা নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ ৷ এমনকি ভিডিয়োটি কবে তোলা হয়েছে ? বা ঘটনাটি কবে কার ? তাও পুলিশের কাছে স্পষ্ট নয় ৷ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Aug 29, 2023, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.