ETV Bharat / bharat

Corona in India : কোভিডের নিত্যনতুন সংস্করণ চিনতে ভাইরাসের ডিএনএর চরিত্র বোঝায় জোর ভেঙ্কাইয়ার

কোভিডের নতুন সংস্করণগুলি মোকাবিলায় বিকল্প উপায়ের প্রস্তাব উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুর ৷ তাঁর মতে, কোভিড-19 (COVID-19) ভাইরাসের নতুন সংস্করণগুলিকে যাতে অতি দ্রুত ভাল করে চেনা যায়, তার জন্য ডিএনএ সিকোয়েন্স (DNA sequence) বা জেনোম সিকোয়েন্সকে (genome sequencing) বোঝার চেষ্টা করা যেতে পারে ৷ তাহলে সহজেই ভাইরাসের চরিত্র নির্ধারণ করে অতি কার্যকর টিকা তৈরি করা যাবে ৷

author img

By

Published : Jul 3, 2021, 4:42 PM IST

Vice-President Naidu calls for fast-tracking of genome sequencing of new COVID-19 variants
Corona in India : কোভিডের নিত্যনতুন সংস্করণগুলি চিনতে তাদের ডিএনএ পড়ার প্রস্তাব ভেঙ্কাইয়ার

হায়দরাবাদ, 3 জুলাই : নিত্যদিন চরিত্র বদলাচ্ছে কোভিড ভাইরাস ৷ ফলে তাকে নিয়ন্ত্রণে আনতে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা কতটা কার্যকর, বা আদৌ কার্যকর কিনা, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না ৷ সমস্য়া সমাধানে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (Vice President M Venkaiah Naidu) ৷ একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘কোভিড-19 (COVID-19) ভাইরাসের নতুন সংস্করণগুলিকে যাতে অতি দ্রুত ভাল করে চেনা যায়, তার জন্য ডিএনএ সিকোয়েন্স (DNA sequence) বা জেনোম সিকোয়েন্সকে (genome sequencing) বোঝার চেষ্টা করা যেতে পারে ৷ এতে ভাইরাসের চরিত্র নির্ধারণ সহজ হবে ৷ ফলে প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও সুবিধা হবে ৷’’ শুক্রবার একটি বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই প্রস্তাব দেন উপরাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : এক চোখে দৃষ্টিশক্তি হারানোর প্রবণতা কমাবে আইআইটি দিল্লির মহিলা গবেষকদের আবিষ্কার

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী এবং গবেষকদের সামনে বক্তব্য পেশের সময় উপরাষ্ট্রপতি বলেন, ‘‘ভাইরাসের রূপবদলের চাবিকাঠি লুকিয়ে থাকে তার ডিএনএ-র গঠনে ৷ সেটাকে সম্পূর্ণ পড়ে ফেলতে পারলেই অনেক রহস্যের সমাধান হয়ে যায় ৷’’ করোনার নিত্যনতুন সংস্করণের মোকাবিলাতেও এই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন ভেঙ্কাইয়া ৷

সম্প্রতি দেশের একাধিক চিড়িয়াখানায় বাঘ ও সিংহের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এমনকী, করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্য়ুর ঘটনাও ঘটেছে ৷ এতেই উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ৷ তাঁর মতে, এই ঘটনাই প্রমাণ করে কোভিড ভাইরাস এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীর দেহে ছড়িয়ে পড়তে পারে ৷ সেক্ষেত্রে ভাইরাসের কোনও জটিল সংস্করণ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয় ৷ এই প্রক্রিয়া রুখতে গেলে অত্যন্ত কার্যকর টিকা দরকার ৷ ভাইরাসের চরিত্র না বুঝলে সেই টিকা তৈরি সম্ভব নয় ৷ আর তার জন্যই ভাইরাসের ডিএনএ সিকোয়েন্স বা জেনোম সিকোয়েন্স জানতে হবে ৷

আরও পড়ুন : Corona in India : আরও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এই কাজে ভারতীয় গবেষকদের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা দরকার বলে মনে করেন উপরাষ্ট্রপতি ৷ তাঁর মতে, গোটা পৃথিবী একজোট হয়ে মোকাবিলা করলেই কোভিডকে নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷

হায়দরাবাদ, 3 জুলাই : নিত্যদিন চরিত্র বদলাচ্ছে কোভিড ভাইরাস ৷ ফলে তাকে নিয়ন্ত্রণে আনতে যে টিকা ব্যবহার করা হচ্ছে, তা কতটা কার্যকর, বা আদৌ কার্যকর কিনা, সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না ৷ সমস্য়া সমাধানে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (Vice President M Venkaiah Naidu) ৷ একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘কোভিড-19 (COVID-19) ভাইরাসের নতুন সংস্করণগুলিকে যাতে অতি দ্রুত ভাল করে চেনা যায়, তার জন্য ডিএনএ সিকোয়েন্স (DNA sequence) বা জেনোম সিকোয়েন্সকে (genome sequencing) বোঝার চেষ্টা করা যেতে পারে ৷ এতে ভাইরাসের চরিত্র নির্ধারণ সহজ হবে ৷ ফলে প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও সুবিধা হবে ৷’’ শুক্রবার একটি বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই প্রস্তাব দেন উপরাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : এক চোখে দৃষ্টিশক্তি হারানোর প্রবণতা কমাবে আইআইটি দিল্লির মহিলা গবেষকদের আবিষ্কার

এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী এবং গবেষকদের সামনে বক্তব্য পেশের সময় উপরাষ্ট্রপতি বলেন, ‘‘ভাইরাসের রূপবদলের চাবিকাঠি লুকিয়ে থাকে তার ডিএনএ-র গঠনে ৷ সেটাকে সম্পূর্ণ পড়ে ফেলতে পারলেই অনেক রহস্যের সমাধান হয়ে যায় ৷’’ করোনার নিত্যনতুন সংস্করণের মোকাবিলাতেও এই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে বলে মনে করেন ভেঙ্কাইয়া ৷

সম্প্রতি দেশের একাধিক চিড়িয়াখানায় বাঘ ও সিংহের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এমনকী, করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্য়ুর ঘটনাও ঘটেছে ৷ এতেই উদ্বেগ প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ৷ তাঁর মতে, এই ঘটনাই প্রমাণ করে কোভিড ভাইরাস এক প্রজাতির প্রাণী থেকে অন্য প্রজাতির প্রাণীর দেহে ছড়িয়ে পড়তে পারে ৷ সেক্ষেত্রে ভাইরাসের কোনও জটিল সংস্করণ তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয় ৷ এই প্রক্রিয়া রুখতে গেলে অত্যন্ত কার্যকর টিকা দরকার ৷ ভাইরাসের চরিত্র না বুঝলে সেই টিকা তৈরি সম্ভব নয় ৷ আর তার জন্যই ভাইরাসের ডিএনএ সিকোয়েন্স বা জেনোম সিকোয়েন্স জানতে হবে ৷

আরও পড়ুন : Corona in India : আরও কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

এই কাজে ভারতীয় গবেষকদের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা দরকার বলে মনে করেন উপরাষ্ট্রপতি ৷ তাঁর মতে, গোটা পৃথিবী একজোট হয়ে মোকাবিলা করলেই কোভিডকে নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.