ETV Bharat / bharat

সম্পন্ন বৃত্ত! রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন আদবানি-যোশী, 16 জানুয়ারি থেকেই শুরু পুজো - Ram Temple consecration

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশী। মঙ্গলবার তাঁদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় বিশ্বহিন্দু পরিষদ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 7:39 AM IST

Updated : Dec 20, 2023, 8:02 AM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: বৃত্ত সম্পন্ন হওয়া বলতে বোধহয় এটাকেই বোঝায়। যাঁর হাত ধরে দেশে রাম মন্দির নির্মাণের আন্দোলন বিরাট আকার নিয়েছিল সেই লালকৃষ্ণ আদবানি এবার ডাক পেলেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তঁকে না-ডাকা নিয়ে খানিক বিতর্ক হয়েছিল। এবারও জল্পনার আবহেই ডাক পেলেন দেশের এই প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। তাঁর পাশাপাশি, বিজেপির আরও এক প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীকেও মঙ্গলবার আমন্ত্রণ জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।

  • "राम मंदिर आंदोलन के पुरोधा आदरणीय लाल कृष्ण आडवाणी जी और आदरणीय डॉ मुरली मनोहर जोशी जी को अयोध्या में 22 जनवरी 2024 को राम मंदिर के प्राण प्रतिष्ठा कार्यक्रम में आने का निमंत्रण दिया। रामजी के आंदोलन के बारे में बात हुई। दोनों वरिष्ठों ने कहा कि वह आने का पूरा प्रयास करेंगे":… pic.twitter.com/gF0QEdC80d

    — Vishva Hindu Parishad -VHP (@VHPDigital) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক একদিন আগে এই দুই নেতাকে অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে অনুরোধ করেন বিশ্বহিন্দু পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই।তবে সেই বক্তব্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিশ্বহিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। পাশাপাশি, তিনি জানান, এই দুই নেতাই শারীরিক অসুস্থতা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশজুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আদবানি এবং যোশীর নাম। পরে অলোক কুমার বলেন, "রাম মন্দির আন্দোলনের দুই পুরোধা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানিয়েছে। দু'জনেই আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।"

  • हिंदुत्व के पुरोधा, श्रेष्ठ विचारक डॉ मुरली मनोहर जोशी से 17 दिसंबर को राष्ट्रीय स्वयंसेवक संघ के अखिल भारतीय सम्पर्क प्रमुख श्री राम लाल जी व विश्व हिंदू परिषद के अंतराष्ट्रीय कार्याध्यक्ष श्री आलोक कुमार ने 22 जनवरी 2023 के श्री राम प्राण-प्रतिष्ठा अयोध्या के कार्यक्रम के लिए… pic.twitter.com/i1lmEWQjeV

    — Vishva Hindu Parishad -VHP (@VHPDigital) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আটের দশকের মধ্যভাগে নতুন করে রাম মন্দির নির্মাণের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জোয়ার আসে। 1984 সালের লোকসভা নির্বাচনে 2টি আসন পাওয়া বিজেপি 1989 সালের লোকসভায় 79টি আসনে পৌঁছে যায়। তৎকালীন বিজেপি সভাপতি হিসেবে আদবানি মনে করেন বিশ্বহিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনকে সাহায্য করেই সাফল্য মিলেছে। সেই ভাবনা থেকে আদবানি মন্দির নির্মাণের দাবিকে সামনে রেখে রথযাত্রা শুরু করেন।

যাত্রা বিহারে প্রবেশ করার পর তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুলিশ আদবানিকে গ্রেফতার করে। এরপরই কেন্দ্রের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। সরকার পড়ে যায়। তবে রাম মন্দির যে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে সেটা সেদিনই বোঝা হয়ে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিজেপি এবং সামগ্রিকভাবে গেরুয়া শিবির রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে সরব হয়। রাজনৈতিক পরিসরে- "রামলালা হাম আয়েঙ্গে মন্দির উহি বানায়েঙ্গে"-র মতো স্লোগান জনপ্রিয় হতে থাকে। রাম মন্দির আন্দোলনের ক্ষেত্রে মুরলী মনোহর যোশীর ভূমিকাও নানা দিক থেকে গুরুত্বপূর্ণ।

শেষমেশ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। পরের বছর করোনার আবহে মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার হবে উদ্বোধন। দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির বয়স 96। পরের মাসে 90 হবে মুরলী মনোহর যোশীর । এই দু'জনকে বাড়তি বয়সের জন্য অনুষ্ঠানে না আসতে অনুরোধ জানান চম্পত রাই। তাঁর দাবি ছিল, এই দুই নেতাই সেই অনুরোধ গ্রহণ করেছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলেন আদবানি এবং যোশী। এদিকে, 22 জানুয়ারি উদ্বোধন হলেও 16 তারিখ থেকেই মন্দিরে পুজো শুরু হবে বলে জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। তবে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি 22 তারিখ সকালের অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের উদ্বোধনে আদবানি-মুরলী মনোহর যোশীকে যেতে বারণ করল ট্রাস্ট
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: বৃত্ত সম্পন্ন হওয়া বলতে বোধহয় এটাকেই বোঝায়। যাঁর হাত ধরে দেশে রাম মন্দির নির্মাণের আন্দোলন বিরাট আকার নিয়েছিল সেই লালকৃষ্ণ আদবানি এবার ডাক পেলেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তঁকে না-ডাকা নিয়ে খানিক বিতর্ক হয়েছিল। এবারও জল্পনার আবহেই ডাক পেলেন দেশের এই প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী। তাঁর পাশাপাশি, বিজেপির আরও এক প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীকেও মঙ্গলবার আমন্ত্রণ জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ।

  • "राम मंदिर आंदोलन के पुरोधा आदरणीय लाल कृष्ण आडवाणी जी और आदरणीय डॉ मुरली मनोहर जोशी जी को अयोध्या में 22 जनवरी 2024 को राम मंदिर के प्राण प्रतिष्ठा कार्यक्रम में आने का निमंत्रण दिया। रामजी के आंदोलन के बारे में बात हुई। दोनों वरिष्ठों ने कहा कि वह आने का पूरा प्रयास करेंगे":… pic.twitter.com/gF0QEdC80d

    — Vishva Hindu Parishad -VHP (@VHPDigital) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠিক একদিন আগে এই দুই নেতাকে অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে অনুরোধ করেন বিশ্বহিন্দু পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই।তবে সেই বক্তব্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিশ্বহিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। পাশাপাশি, তিনি জানান, এই দুই নেতাই শারীরিক অসুস্থতা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশজুড়ে সাজো সাজো রব। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আদবানি এবং যোশীর নাম। পরে অলোক কুমার বলেন, "রাম মন্দির আন্দোলনের দুই পুরোধা লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানিয়েছে। দু'জনেই আসার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।"

  • हिंदुत्व के पुरोधा, श्रेष्ठ विचारक डॉ मुरली मनोहर जोशी से 17 दिसंबर को राष्ट्रीय स्वयंसेवक संघ के अखिल भारतीय सम्पर्क प्रमुख श्री राम लाल जी व विश्व हिंदू परिषद के अंतराष्ट्रीय कार्याध्यक्ष श्री आलोक कुमार ने 22 जनवरी 2023 के श्री राम प्राण-प्रतिष्ठा अयोध्या के कार्यक्रम के लिए… pic.twitter.com/i1lmEWQjeV

    — Vishva Hindu Parishad -VHP (@VHPDigital) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আটের দশকের মধ্যভাগে নতুন করে রাম মন্দির নির্মাণের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জোয়ার আসে। 1984 সালের লোকসভা নির্বাচনে 2টি আসন পাওয়া বিজেপি 1989 সালের লোকসভায় 79টি আসনে পৌঁছে যায়। তৎকালীন বিজেপি সভাপতি হিসেবে আদবানি মনে করেন বিশ্বহিন্দু পরিষদের রাম মন্দির আন্দোলনকে সাহায্য করেই সাফল্য মিলেছে। সেই ভাবনা থেকে আদবানি মন্দির নির্মাণের দাবিকে সামনে রেখে রথযাত্রা শুরু করেন।

যাত্রা বিহারে প্রবেশ করার পর তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুলিশ আদবানিকে গ্রেফতার করে। এরপরই কেন্দ্রের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। সরকার পড়ে যায়। তবে রাম মন্দির যে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে সেটা সেদিনই বোঝা হয়ে গিয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিজেপি এবং সামগ্রিকভাবে গেরুয়া শিবির রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে সরব হয়। রাজনৈতিক পরিসরে- "রামলালা হাম আয়েঙ্গে মন্দির উহি বানায়েঙ্গে"-র মতো স্লোগান জনপ্রিয় হতে থাকে। রাম মন্দির আন্দোলনের ক্ষেত্রে মুরলী মনোহর যোশীর ভূমিকাও নানা দিক থেকে গুরুত্বপূর্ণ।

শেষমেশ 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদের বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। পরের বছর করোনার আবহে মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার হবে উদ্বোধন। দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির বয়স 96। পরের মাসে 90 হবে মুরলী মনোহর যোশীর । এই দু'জনকে বাড়তি বয়সের জন্য অনুষ্ঠানে না আসতে অনুরোধ জানান চম্পত রাই। তাঁর দাবি ছিল, এই দুই নেতাই সেই অনুরোধ গ্রহণ করেছেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেলেন আদবানি এবং যোশী। এদিকে, 22 জানুয়ারি উদ্বোধন হলেও 16 তারিখ থেকেই মন্দিরে পুজো শুরু হবে বলে জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। তবে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি 22 তারিখ সকালের অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. রাম মন্দিরের উদ্বোধনে আদবানি-মুরলী মনোহর যোশীকে যেতে বারণ করল ট্রাস্ট
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়
Last Updated : Dec 20, 2023, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.