ETV Bharat / bharat

Bappi Lahiri Passes Away : প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী

মুম্বইয়ে মারা গেলেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri Passes Away) ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 69 বছর ৷ ভর্তি ছিলেন মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে ৷

Bappi Lahiri Dies
প্রয়াত বাপী লাহিড়ী
author img

By

Published : Feb 16, 2022, 7:59 AM IST

Updated : Feb 16, 2022, 10:11 AM IST

মুম্বই, 16 ফেব্রুয়ারি : প্রয়াত বিখ্যাত গায়ক সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী (Veteran Singer Composer Bappi Lahiri Passes Away) ৷ মুম্বইয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ বয়স হয়েছিল 69 বছর ৷ ভর্তি ছিলেন জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ৷ সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর ৷ একই সঙ্গে বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷

চিকিৎসক দীপক নামযোশী তাঁর চিকিৎসা করছিলেন ৷ তিনি জানান, মাস খানেক আগে সঙ্গীতশিল্পী হাসপাতালে ভর্তি হন ৷ সোমবার তাঁকে ডিসচার্জ করা হয় ৷ কিন্তু মঙ্গলবার তিনি ফের অসুস্থ হন ৷ পরিবারের লোকজন প্রথমে বাড়িতেই চিকিৎসককে ডাকেন ৷ পরে তাঁরে ফের হাসপাতালে ভর্তি করা হয় ৷ একসঙ্গে অনেকগুলি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ৷ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটি সমস্যাও ছিল তাঁর ৷ গতকাল মধ্যরাতের খানিক আগে তাতেই মৃত্যু হয় তাঁর ৷

আশি এবং নব্বইয়ের দশকে ডিসকো সঙ্গীত জনপ্রিয় হয় বাপ্পিদার দৌলতেই ৷ বলিউডে তাঁর শেষ কাজ 2020 সালে ৷ শ্রদ্ধা কাপুর এবং টাইগার শ্রফ অভিনীত 'বাগি-3' সিনেমায় একটি গানে সুর দেন ৷

আরও পড়ুন : Sandhya Mukhopadhyay Passes away : প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

মুম্বই, 16 ফেব্রুয়ারি : প্রয়াত বিখ্যাত গায়ক সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী (Veteran Singer Composer Bappi Lahiri Passes Away) ৷ মুম্বইয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ বয়স হয়েছিল 69 বছর ৷ ভর্তি ছিলেন জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ৷ সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর ৷ একই সঙ্গে বেশ কয়েকটি শারীরিক সমস্যায় ভুগছিলেন ৷

চিকিৎসক দীপক নামযোশী তাঁর চিকিৎসা করছিলেন ৷ তিনি জানান, মাস খানেক আগে সঙ্গীতশিল্পী হাসপাতালে ভর্তি হন ৷ সোমবার তাঁকে ডিসচার্জ করা হয় ৷ কিন্তু মঙ্গলবার তিনি ফের অসুস্থ হন ৷ পরিবারের লোকজন প্রথমে বাড়িতেই চিকিৎসককে ডাকেন ৷ পরে তাঁরে ফের হাসপাতালে ভর্তি করা হয় ৷ একসঙ্গে অনেকগুলি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ৷ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটি সমস্যাও ছিল তাঁর ৷ গতকাল মধ্যরাতের খানিক আগে তাতেই মৃত্যু হয় তাঁর ৷

আশি এবং নব্বইয়ের দশকে ডিসকো সঙ্গীত জনপ্রিয় হয় বাপ্পিদার দৌলতেই ৷ বলিউডে তাঁর শেষ কাজ 2020 সালে ৷ শ্রদ্ধা কাপুর এবং টাইগার শ্রফ অভিনীত 'বাগি-3' সিনেমায় একটি গানে সুর দেন ৷

আরও পড়ুন : Sandhya Mukhopadhyay Passes away : প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

Last Updated : Feb 16, 2022, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.