পুনে, 26 নভেম্বর: প্রয়াত প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে । দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার 77 বছর বয়সে প্রয়াত হন অভিনেতা । দশকের পর দশক ধরে হিন্দি ছবি থেকে শুরু করে মারাঠি নাটককে সমৃদ্ধ করেছেন তিনি । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সব মহল (Vikram Gokhale Passes Away)
জানা গিয়েছে একাধিক শারীরিক সমস্যা ছিল প্রবীণ অভিনেতার । ভর্তি ছিলেন দীননাথ মঙ্গেশকর হাসপাতালে । এদিন সকাল থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হতে শুরু করে । শেষমেশ ব্যর্থ হয় সব লড়াই । বিক্রমের বাবা ছিলেন প্রখ্যাত অভিনেতা চন্দ্রকান্ত গোখলে । মারাঠি নাটকের দুনিয়ার অনেকটা জায়গা জুড়ে ছিল তাঁর অবাধ বিচরণ । অতএব ছোট থেকেই সেই অভিনয়ের আবহেই বড় হয়েছেন বিক্রম । মঞ্চের পাশাপাশি বড় পর্দার দর্শকদেরও অভিনয় গুণে আকৃষ্ট করেছিলেন তিনি । 'হাম দিল দে চুকে সানাম', 'হে রাম' থেকে শুরু করে 'ভুল ভুলাইয়া' এবং 'দে দনা দন' ছবিতে তাঁর অভিনয় সকলেরই নজর কেড়েছে । মারাঠি ছবি 'অনুমতি'র জন্য 2010 সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও পান বিক্রম ।