ETV Bharat / bharat

370 ধারার বিলোপ সাংবিধানিক পদক্ষেপ! শীর্ষ আদালতের রায়ে হতাশ জম্মু ও কাশ্মীরের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী - শীর্ষ আদালতের রায়ে

Ghulam Nabi Azad and Omar Abdullah Disappoint on Verdict Over Artical 370: সুপ্রিম কোর্টের রায়ে হতাশ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ৷ একজন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এবং দ্বিতীয়জন ওমর আব্দুল্লা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Dec 11, 2023, 2:17 PM IST

শ্রীনগর, 11 ডিসেম্বর: সপ্রিম কোর্ট 370 ধারর অবলুপ্তিকে সাংবিধানিক বলে ঘোষণা করেছে ৷ এই রায় ঘোষণার পর হতাশ জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ সুপ্রিম কোর্টের রায়কে 'দুঃখজনক ও দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন ৷ তবে, দেশের শীর্ষ আদালতের রায় মেনে নিতে তিনি বাধ্য বলেও স্বীকার করেছেন আজাদ ৷ উপত্যকার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আব্দুল্লা আদালতের রায়কে 'হতাশাজনক' বলেছেন ৷ এমনকী তাঁদের লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন আব্দুল্লা ৷

2019 সালের 5 অগস্ট রাজ্যসভায় প্রথমবার বিল পাশ করিয়ে 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার ৷ এরপর লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিতে সিলমোহর দেয় সরকার ৷ 4 বছর পর সরকারের সেই সিদ্ধান্তকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু, 4 বছর আগে যেমন কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন গুলাম নবি আজাদ এবং ওমর আব্দুল্লারা ৷ আজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় নিয়েও সেই বিরোধের সুরই শোনা গেল উপত্যকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায় ৷

সুপ্রিম কোর্টের রায় নিয়ে এ দিন গুলাম নবি আজাদ বলেন, "এটা 'দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ৷ কিন্তু, এই রায় আমাদের মেনে নিতে হবে ৷" উল্লেখ্য, এ দিনের রায়দানের আগে তিনি মন্তব্য করেছিলেন, দেশের শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থের কথা ভেবে রায় ঘোষণা করবে, এমনটাই তিনি আশা করেন ৷

ওমর আব্দুল্লা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হতাশ হলেও ভেঙে পড়িনি ৷ লড়াই লাগাতার চলবে ৷" আজকের রায় প্রসঙ্গে বিজেপির কথাও তুলে ধরেন তিনি ৷ বিজেপি কয়েক দশক ধরে 370 বাতিলের প্রস্তুতি নিয়েছে ৷ আব্দুল্লা বলেন, "এই জায়গায় আসতে বিজেপিকে দীর্ঘ কয়েক দশক অপেক্ষা করে হয়েছে ৷ আমরাও এই দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত ৷" উল্লেখ্য, 370 অবলুপ্তি করার পাশাপাশি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি, দেশের নির্বাচন কমিশনকেও আগামী বছর 30 সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় বিধানসভা নির্বাচন পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. 370 নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত কাশ্মীরী কংগ্রেস নেতার, দ্রুত রাজ্যের তকমা ফেরানোর আর্জি
  3. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

শ্রীনগর, 11 ডিসেম্বর: সপ্রিম কোর্ট 370 ধারর অবলুপ্তিকে সাংবিধানিক বলে ঘোষণা করেছে ৷ এই রায় ঘোষণার পর হতাশ জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ সুপ্রিম কোর্টের রায়কে 'দুঃখজনক ও দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন ৷ তবে, দেশের শীর্ষ আদালতের রায় মেনে নিতে তিনি বাধ্য বলেও স্বীকার করেছেন আজাদ ৷ উপত্যকার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আব্দুল্লা আদালতের রায়কে 'হতাশাজনক' বলেছেন ৷ এমনকী তাঁদের লড়াই জারি থাকবে বলেও জানিয়েছেন আব্দুল্লা ৷

2019 সালের 5 অগস্ট রাজ্যসভায় প্রথমবার বিল পাশ করিয়ে 370 ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার ৷ এরপর লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিতে সিলমোহর দেয় সরকার ৷ 4 বছর পর সরকারের সেই সিদ্ধান্তকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু, 4 বছর আগে যেমন কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন গুলাম নবি আজাদ এবং ওমর আব্দুল্লারা ৷ আজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় নিয়েও সেই বিরোধের সুরই শোনা গেল উপত্যকার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায় ৷

সুপ্রিম কোর্টের রায় নিয়ে এ দিন গুলাম নবি আজাদ বলেন, "এটা 'দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ৷ কিন্তু, এই রায় আমাদের মেনে নিতে হবে ৷" উল্লেখ্য, এ দিনের রায়দানের আগে তিনি মন্তব্য করেছিলেন, দেশের শীর্ষ আদালত জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থের কথা ভেবে রায় ঘোষণা করবে, এমনটাই তিনি আশা করেন ৷

ওমর আব্দুল্লা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "হতাশ হলেও ভেঙে পড়িনি ৷ লড়াই লাগাতার চলবে ৷" আজকের রায় প্রসঙ্গে বিজেপির কথাও তুলে ধরেন তিনি ৷ বিজেপি কয়েক দশক ধরে 370 বাতিলের প্রস্তুতি নিয়েছে ৷ আব্দুল্লা বলেন, "এই জায়গায় আসতে বিজেপিকে দীর্ঘ কয়েক দশক অপেক্ষা করে হয়েছে ৷ আমরাও এই দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত ৷" উল্লেখ্য, 370 অবলুপ্তি করার পাশাপাশি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দ্রুত পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ পাশাপাশি, দেশের নির্বাচন কমিশনকেও আগামী বছর 30 সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় বিধানসভা নির্বাচন পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. 370 নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত কাশ্মীরী কংগ্রেস নেতার, দ্রুত রাজ্যের তকমা ফেরানোর আর্জি
  3. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.