নয়াদিল্লি, 16 নভেম্বর: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম ৷ আজকের দিনটি ঘোষিত রয়েছে তারই জন্য ৷ আজ ন্যাশনাল প্রেস ডে (National Press Day) ৷ জাতীয় সংবাদমাধ্যম দিবসে সাংবাদিক ও সংবাদকর্মীদের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি (Vice President) এম বেঙ্কাইয়া নাইডু (M Venkaiah Naidu) ৷ চাঞ্চল্য সৃষ্টিকারী খবরের পেছনে না-ছুটে, সাংবাদিকতার মূল নীতি আদর্শে অটুট থাকার বার্তা দিয়েছেন তিনি ৷
টুইটে বেঙ্কাইয়া নাইডু লিখেছেন, "জাতীয় সংবাদমাধ্যম দিবসে সমস্ত সংবাদকর্মীদের আমার শুভেচ্ছা জানাই ৷ বর্তমান ভুয়ো খবরের যুগে, সঠিক, যথাযথ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সংবাদমাধ্যমের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে ৷"
আরও পড়ুন: Udayan Guha : ‘তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ’, উদয়নের মন্তব্যে তীব্র বিতর্ক
তাঁর কথায়, "চাঞ্চল্য সৃষ্টিকারী খবর এড়িয়ে গিয়ে সাংবাদিকতার মূল নীতিতে অনড় থাকা উচিত সংবাদমাধ্যমকে ৷ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলার জন্য একজন সচেতন ও সজাগ নাগরিক হওয়াটা অত্যাবশ্যক এবং এক্ষেত্রে সংবাদের উশৃঙ্খল প্রচার বন্ধ করাটা আরও গুরুত্বপূর্ণ ।"
আরও পড়ুন: Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির