ETV Bharat / bharat

Varun Gandhi Criticise UP Government: লখনউয়ে চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জ, যোগী সরকারের সমালোচনায় বরুণ - Varun Gandhi Criticise UP Government

উত্তরপ্রদেশে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের (lathi charge on Job Seekers in Lucknow) ঘটনায় সরব হলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি ৷ যোগী সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি (Varun Gandhi Criticise UP Government) ৷ সেই সঙ্গে যোগী সরকার কেন নিয়োগ করছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন ৷

Varun Gandhi Criticise UP Government
লখনউয়ে চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জ
author img

By

Published : Dec 5, 2021, 3:57 PM IST

পিলভিট (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারকে ফের একবার আক্রমণা করলেন পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধি (Varun Gandhi Criticise UP Government) ৷ যেখানে টুইটারে চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের (lathi charge on Job Seekers in Lucknow) ভিডিয়ো শেয়ার করেছেন বরুণ ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শিক্ষকের খালি পদে নিয়োগের দাবিতে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে ৷

প্রসঙ্গত, শনিবার লখনউ বিজেপি অফিসের বাইরে ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা ৷ উত্তরপ্রদেশের সাধারণ শিক্ষা দফতরের অন্তর্গত 69 হাজার নিয়োগ করা হচ্ছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি ছিল, সেখানে আরও 22 হাজার জনকে নিয়োগ করা হোক ৷ সেই নিয়েই শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছেন বরুণ গান্ধি ৷

আরও পড়ুন : Varun Gandhi : লখিমপুরের ঘটনাকে হিন্দু-শিখ লড়াই হিসাবে ব্যখ্যার চেষ্টা ভয়ঙ্কর, সরব বরুণ গান্ধি

বিজেপির সমালোচনায় বরুণ গান্ধি তাঁর টুইটারে লেখেন, ‘‘এটা ভুলে যাবেন না, যাঁদের উপর আপনারা লাঠিচার্জ করছেন, তাঁরাও ভারত মায়ের সন্তান ৷ আপনারা নিজেদের সন্তানের সঙ্গেও একইরকম আচরণ করেন ?’’ বরুণ গান্ধি এও প্রশ্ন তুলেছেন, যেখানে খালি আসন এবং উত্তীর্ণ প্রার্থী রয়েছে ৷ তাহলে সরকার কেন নিয়োগ করছে না ? প্রসঙ্গত, সম্প্রতি বরুণ গান্ধি প্রায় সব কিছুতেই যোগী আদিত্যনাথের সরকার এবং বিজেপির সমালোচনা করছেন ৷ যার জেরে বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া বরুণকে ৷ একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে বরুণের দূরত্ব তৈরি হয়েছে ৷

পিলভিট (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারকে ফের একবার আক্রমণা করলেন পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধি (Varun Gandhi Criticise UP Government) ৷ যেখানে টুইটারে চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের (lathi charge on Job Seekers in Lucknow) ভিডিয়ো শেয়ার করেছেন বরুণ ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শিক্ষকের খালি পদে নিয়োগের দাবিতে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে ৷

প্রসঙ্গত, শনিবার লখনউ বিজেপি অফিসের বাইরে ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা ৷ উত্তরপ্রদেশের সাধারণ শিক্ষা দফতরের অন্তর্গত 69 হাজার নিয়োগ করা হচ্ছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি ছিল, সেখানে আরও 22 হাজার জনকে নিয়োগ করা হোক ৷ সেই নিয়েই শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছেন বরুণ গান্ধি ৷

আরও পড়ুন : Varun Gandhi : লখিমপুরের ঘটনাকে হিন্দু-শিখ লড়াই হিসাবে ব্যখ্যার চেষ্টা ভয়ঙ্কর, সরব বরুণ গান্ধি

বিজেপির সমালোচনায় বরুণ গান্ধি তাঁর টুইটারে লেখেন, ‘‘এটা ভুলে যাবেন না, যাঁদের উপর আপনারা লাঠিচার্জ করছেন, তাঁরাও ভারত মায়ের সন্তান ৷ আপনারা নিজেদের সন্তানের সঙ্গেও একইরকম আচরণ করেন ?’’ বরুণ গান্ধি এও প্রশ্ন তুলেছেন, যেখানে খালি আসন এবং উত্তীর্ণ প্রার্থী রয়েছে ৷ তাহলে সরকার কেন নিয়োগ করছে না ? প্রসঙ্গত, সম্প্রতি বরুণ গান্ধি প্রায় সব কিছুতেই যোগী আদিত্যনাথের সরকার এবং বিজেপির সমালোচনা করছেন ৷ যার জেরে বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া বরুণকে ৷ একাধিক ইস্যুতে বিজেপির সঙ্গে বরুণের দূরত্ব তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.