ETV Bharat / bharat

Vande Bharat Train Clean: মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন! অত্যাধুনিক ব্যবস্থাপনা পূর্ব রেলের - Vande Bharat Train Clean

এবার মাত্র 14 মিনিটেই পরিষ্কার করে ফেলা হবে বন্দে ভারতের মতো ট্রেন ৷ এমনটাই জানাল পূর্ব রেল । কীভাবে হবে কাজ, কতটাই বা সাফ হবে, জানাল রেল ৷

Vande Bharat Train
মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 6:01 PM IST

হাওড়া, 28 সেপ্টেম্বর: এবার আর কয়েকঘণ্টা নয়, মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন ৷ নতুন অত্যাধুনিক ব্যবস্থাপনা নিয়ে আসছে পূর্ব রেল ৷ বৃহস্পতিবার এমন কথাই জানাল কর্তৃপক্ষ । বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনকে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই ব্যবস্থাপনা বলে জানা গিয়েছে ৷

14 মিনিটে মিরাকেল কর্মসূচি

ভারতীয় রেল '14 মিনিটে মিরাকেল' ব্যবস্থাপনার মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ করতে চলেছে ৷ এই অনন্য স্কিমটি এ বছরের 1 অক্টোবর থেকে সমস্ত ভারতীয় রেলে গৃহীত হবে ৷ এটি 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অংশ হতে চলেছে । এই প্রকল্পে প্রান্তিক স্টেশনে সমস্ত যাত্রীদের সময়মতো নামানো নিশ্চিত করার পরে মাত্র 14 মিনিটেই পুরো ট্রেন পরিষ্কার হয়ে যাবে । প্রকল্পের ব্যবস্থাপনা মসৃণ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি তালিকার উপর ভিত্তি করে কাজ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে । '14 মিনিটে মিরাকেল' পরিচ্ছন্নতার কার্যক্রম আরও বিশ্লেষণের জন্য এবং প্রক্রিয়ার উপর প্রতিক্রিয়া নেওয়া হবে । রেলের গৃহীত সর্বোত্তম অনুশীলনের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রকল্পটি এক মাস পরে আরও উন্নত করা হবে ।

আরও পড়ুন: অত্যাধুনিক আসন থেকে বেসিন, যাত্রীদের দাবি মেনে আরও উন্নত নতুন 9 বন্দে ভারত

একটি ট্রেনে 24 জনের দল কাজ করবে

এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য বন্দে ভারত ট্রেনে 24 জনের একটি দলকে নিযুক্ত করা হবে । এই দলটি আটটি ভাগে বিভক্ত থাকবে । ওই আটটি ভাগে প্রতিটি দলে নিযুক্ত থাকবেন তিনজন করে সাফাই কর্মী । অর্থাৎ প্রতিটি ট্রেনের কামরার জন্য তিনজন কর্মী থাকবেন । প্রথম জন কামরার মধ্যে 6 মিনিটের মধ্যে আবর্জনা সাফাই করবেন । দ্বিতীয়জন কামরার মধ্যে ধুলো পরিষ্কার করার কাজ করবেন, যা সম্পর্ণ হবে মাত্র 4 মিনিটেই । তৃতীয় কর্মী বাইরে থেকে কামরার কাঁচের জানালা পরিষ্কার করার কাজ করবেন ৷ এই কাজও তিনি 4 মিনিটে সম্পূর্ণ করবেন । কাজ শুরু করার আগে ওই দলের সামনে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার সম্পূর্ণ কাজের বিবরণ জানাবেন ৷ এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

হাওড়া, 28 সেপ্টেম্বর: এবার আর কয়েকঘণ্টা নয়, মাত্র 14 মিনিটেই সাফ হবে বন্দে ভারত ট্রেন ৷ নতুন অত্যাধুনিক ব্যবস্থাপনা নিয়ে আসছে পূর্ব রেল ৷ বৃহস্পতিবার এমন কথাই জানাল কর্তৃপক্ষ । বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনকে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই ব্যবস্থাপনা বলে জানা গিয়েছে ৷

14 মিনিটে মিরাকেল কর্মসূচি

ভারতীয় রেল '14 মিনিটে মিরাকেল' ব্যবস্থাপনার মাধ্যমে নতুন প্রকল্প গ্রহণ করতে চলেছে ৷ এই অনন্য স্কিমটি এ বছরের 1 অক্টোবর থেকে সমস্ত ভারতীয় রেলে গৃহীত হবে ৷ এটি 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অংশ হতে চলেছে । এই প্রকল্পে প্রান্তিক স্টেশনে সমস্ত যাত্রীদের সময়মতো নামানো নিশ্চিত করার পরে মাত্র 14 মিনিটেই পুরো ট্রেন পরিষ্কার হয়ে যাবে । প্রকল্পের ব্যবস্থাপনা মসৃণ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি তালিকার উপর ভিত্তি করে কাজ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে । '14 মিনিটে মিরাকেল' পরিচ্ছন্নতার কার্যক্রম আরও বিশ্লেষণের জন্য এবং প্রক্রিয়ার উপর প্রতিক্রিয়া নেওয়া হবে । রেলের গৃহীত সর্বোত্তম অনুশীলনের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রকল্পটি এক মাস পরে আরও উন্নত করা হবে ।

আরও পড়ুন: অত্যাধুনিক আসন থেকে বেসিন, যাত্রীদের দাবি মেনে আরও উন্নত নতুন 9 বন্দে ভারত

একটি ট্রেনে 24 জনের দল কাজ করবে

এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য বন্দে ভারত ট্রেনে 24 জনের একটি দলকে নিযুক্ত করা হবে । এই দলটি আটটি ভাগে বিভক্ত থাকবে । ওই আটটি ভাগে প্রতিটি দলে নিযুক্ত থাকবেন তিনজন করে সাফাই কর্মী । অর্থাৎ প্রতিটি ট্রেনের কামরার জন্য তিনজন কর্মী থাকবেন । প্রথম জন কামরার মধ্যে 6 মিনিটের মধ্যে আবর্জনা সাফাই করবেন । দ্বিতীয়জন কামরার মধ্যে ধুলো পরিষ্কার করার কাজ করবেন, যা সম্পর্ণ হবে মাত্র 4 মিনিটেই । তৃতীয় কর্মী বাইরে থেকে কামরার কাঁচের জানালা পরিষ্কার করার কাজ করবেন ৷ এই কাজও তিনি 4 মিনিটে সম্পূর্ণ করবেন । কাজ শুরু করার আগে ওই দলের সামনে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার সম্পূর্ণ কাজের বিবরণ জানাবেন ৷ এমনটাই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.