ETV Bharat / bharat

Vande Bharat Accident: বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন

রাজস্থানের বান্দিকুই স্টেশনের কাছে দিল্লি থেকে আজমেরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ। যার জেরে ট্রেনের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে তা মোরামত করে শনিবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ৷

Vande Bharat Express Train
বন্দে ভারত এক্সপ্রেস
author img

By

Published : May 20, 2023, 4:02 PM IST

আলওয়ার (রাজস্থান), 20 মে: দিল্লি থেকে আজমেরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বান্দিকুই স্টেশনের কাছে । এতে ট্রেনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । মৃত্যু হয়েছে ষাঁড়টির ৷ তবে বন্দে ভারত এক্সপ্রেসটি মেরামত করে শনিবার সকালে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে । রেলওয়ে গ্রামবাসীদের কাছে তাদের পোষ্যদের রেলপথ থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে ।

জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লি-আজমেরের মধ্যে চলাচল করে । শুক্রবার রাতে বান্দিকুইয়ের কাছে দিল্লি থেকে আজমেরগামী ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ষাঁড়ের সংঘর্ষ হয় । তা এতটাই জোরাল ছিল যে ট্রেনের এয়ার ব্রেক-সহ ইঞ্জিনের ভিতরের অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হয় । বিষয়টি রেলওয়ে কর্মী ও কর্মকর্তাদের জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছন বান্দিকুই স্টেশনের কর্মীরা । রেললাইন থেকে ষাঁড়ের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় । ট্রেনটি পরীক্ষা করেন আধিকারিকরা । এরপর ট্রেনটি জয়পুরে পাঠানো হয় । এ সময় ট্রেনটি প্রায় 15 মিনিট থমকে যায়। এর জেরে বিপাকে পড়তে হয়েছে ট্রেনে থাকা যাত্রীদের । রেলওয়ে কর্মীরা রাতে ট্রেনের মেরামত কাজ করেন এবং শনিবার সকালে নির্ধারিত সময়ে আবার ট্রেন চলাচল শুরু হয় ।

রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান, দিল্লি-আজমের রেল রুটে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে । এর আগেও অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে । তবে ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি । কর্মীরা রাতারাতি মেরামতের কাজ শেষ করেছেন । এরপর আবার শুরু হয়েছে ট্রেন চলাচল । রেলের আধিকারিকরা গ্রামবাসী এবং সাধারণ মানুষকে রেলপথ থেকে পোষা এবং বিপথগামী প্রাণীদের দূরে রাখার জন্য আবেদন করেছেন । কারণ ট্রেনে ধাক্কা লাগার ঘটনায় ট্রেন ক্ষতিগ্রস্ত হয় । এতে সরকার ও সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে । এমনকী ট্রেন চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । তবে রেলওয়ে ট্র্যাকে রেলের কর্মীরা টহল দিচ্ছে । পাশাপাশি চলছে সর্বক্ষণ মনিটরিং । কিন্তু তার পরেও রেল ট্র্যাকে চলে আসছে পোষা ও বিপথগামী প্রাণী । এই নিয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত, এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি ও নীলগাইয়ের

আলওয়ার (রাজস্থান), 20 মে: দিল্লি থেকে আজমেরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বান্দিকুই স্টেশনের কাছে । এতে ট্রেনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । মৃত্যু হয়েছে ষাঁড়টির ৷ তবে বন্দে ভারত এক্সপ্রেসটি মেরামত করে শনিবার সকালে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে । রেলওয়ে গ্রামবাসীদের কাছে তাদের পোষ্যদের রেলপথ থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে ।

জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লি-আজমেরের মধ্যে চলাচল করে । শুক্রবার রাতে বান্দিকুইয়ের কাছে দিল্লি থেকে আজমেরগামী ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ষাঁড়ের সংঘর্ষ হয় । তা এতটাই জোরাল ছিল যে ট্রেনের এয়ার ব্রেক-সহ ইঞ্জিনের ভিতরের অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হয় । বিষয়টি রেলওয়ে কর্মী ও কর্মকর্তাদের জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছন বান্দিকুই স্টেশনের কর্মীরা । রেললাইন থেকে ষাঁড়ের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় । ট্রেনটি পরীক্ষা করেন আধিকারিকরা । এরপর ট্রেনটি জয়পুরে পাঠানো হয় । এ সময় ট্রেনটি প্রায় 15 মিনিট থমকে যায়। এর জেরে বিপাকে পড়তে হয়েছে ট্রেনে থাকা যাত্রীদের । রেলওয়ে কর্মীরা রাতে ট্রেনের মেরামত কাজ করেন এবং শনিবার সকালে নির্ধারিত সময়ে আবার ট্রেন চলাচল শুরু হয় ।

রেলের জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান, দিল্লি-আজমের রেল রুটে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে । এর আগেও অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে । তবে ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি । কর্মীরা রাতারাতি মেরামতের কাজ শেষ করেছেন । এরপর আবার শুরু হয়েছে ট্রেন চলাচল । রেলের আধিকারিকরা গ্রামবাসী এবং সাধারণ মানুষকে রেলপথ থেকে পোষা এবং বিপথগামী প্রাণীদের দূরে রাখার জন্য আবেদন করেছেন । কারণ ট্রেনে ধাক্কা লাগার ঘটনায় ট্রেন ক্ষতিগ্রস্ত হয় । এতে সরকার ও সাধারণ মানুষেরও ক্ষতি হচ্ছে । এমনকী ট্রেন চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । তবে রেলওয়ে ট্র্যাকে রেলের কর্মীরা টহল দিচ্ছে । পাশাপাশি চলছে সর্বক্ষণ মনিটরিং । কিন্তু তার পরেও রেল ট্র্যাকে চলে আসছে পোষা ও বিপথগামী প্রাণী । এই নিয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত, এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তি ও নীলগাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.