নয়াদিল্লি, 20 মে : লাগাতার সাতদিন নিচের দিকে গড় ভ্যাকসিনেশনের গ্রাফ ৷ শেষ সাতদিনের মোট ভ্যাকসিনেশনের উপর এই গড় করা হয়েছে ৷ যা পরপর সাতদিন নিচের দিকে নামতে দেখা গেল ৷ করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সতর্কতা রয়েছে ৷ এই পরিস্থিতিতে গড় ভ্যাকসিনেশন কমে যাওয়া খুবই চিন্তার বিষয় বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ তাদের তরফে জানানো হয়েছে, গতকাল মাত্র 11 লক্ষ 66 হাজার জন ভ্যাকসিন নিয়েছেন ৷
শেষ সাতদিনের গড় ভ্যাকসিনেশনের সংখ্যা 13.42 লক্ষ ৷ 14 মার্চের পর থেকে যা সবচেয়ে কম ৷ যা স্বাস্থ্য পরিকাঠামোর জন্য খুব একটা ভাল খবর নয় বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক ৷ আর সেই কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্র ৷ বিশ্বে করোনার ভ্যাকসিন তৈরির হাব হিসেবে ভারতকে তুলে ধরতে চেয়েছিল ৷ কিন্তু, মোট জনসংখ্যার 3 শতাংশ মানুষকেও এখনও ভ্যাকসিনের ডোজ় দিয়ে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ এমনকি প্রয়োজন মতো ভ্যাকসিনের জোগানও দিয়ে উঠতে পারেনি কেন্দ্র ৷
আরও পড়ুন : রাজ্য ও কেন্দ্রের কর্মীদের জন্য কুড়ি লাখ ভ্যাকসিনের দাবি, মোদিকে চিঠি মমতার
এমনকি এই পরিস্থিতিতে বিশ্বে এক নম্বর ভ্যাকসিন সরবরাহকারী দেশ হিসেবে ভারতকে তুলে ধরতে গিয়ে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে না বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷