ETV Bharat / bharat

অবশেষে অপেক্ষার অবসান, 17 দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক - উদ্ধার অভিযান

Silkyara tunnel rescue operation successful: উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে উদ্ধার অভিযান অবশেষে সফল হল ৷ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে বদ্ধ সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা শুরু করলেন আটকে পড়া শ্রমিক ৷

Silkyara tunnel rescue operation successful
উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন শ্রমিকরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 8:02 PM IST

Updated : Nov 29, 2023, 9:08 AM IST

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক

উত্তরকাশী, 28 নভেম্বর: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে উদ্ধার করা হল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে ৷ সুড়ঙ্গের ভেতরের ধ্বংসস্তূপে ইঁদুরের গর্তের মতো খনন করে পাইপ স্থাপন করেছিলেন উদ্ধারকারীরা ৷ সেই পাইপের মাধ্যমেই অক্ষত অবস্থায় বের করে আনা হচ্ছে শ্রমিকদের ৷ তাঁদের বেরিয়ে আসতে দেখেই উত্তরকাশীর সুড়ঙ্গের বাইরে উচ্ছ্বাস ধরা পড়ে উদ্ধারকারী দল ও শ্রমিকদের পরিবারের সদস্যদের চোখে মুখে ৷

উদ্ধারের পর শ্রমিকদের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছিল স্থানীয় হাসপাতাল ৷ সুড়ঙ্গের বাইরে সারি বেঁধে তৈরি রাখা ছিল বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ৷ তাতে করেই শ্রমিকদের হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হবে ৷ এ ছাড়াও উদ্ধার হওয়ার শ্রমিকদের এয়ারলিফট করার জন্য সুড়ঙ্গের কাছেই তৈরি আছে বায়ুসেনার চিনুক হেলিকপ্টার ৷ তবে বিকেল সাড়ে চারটের পর যেহেতু এই কপ্টার আকাশে ওড়ানো হয় না, সেই কারণে বুধবার সকালে উদ্ধার হওয়া শ্রমিকদের এয়ারলিফট করা হবে বলে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে ৷

আশার আলো দেখা গিয়েছিল কয়েকদিন আগে থেকেই ৷ তবে মঙ্গলবার উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় ৷ স্বয়ং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই উদ্ধার হবেন শ্রমিকরা ৷

উদ্ধার অভিযানের অংশীদার এক কর্মী মঙ্গলবার সন্ধেয় বলেছিলেন, "উদ্ধারকাজ শেষ হয়েছে এবং আটকে পড়া শ্রমিকরা আগামী 15-20 মিনিটের মধ্যেই বেরিয়ে আসতে শুরু করবেন । এনডিআরএফ টিম এখনই কর্মীদের বের করে আনবে । আটকে পড়া 41 জন কর্মীকে উদ্ধার করতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে। এখন আর কোনও বাধা নেই...৷" সেই কথা সত্যি করেই রাত 7.53তে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন প্রথম শ্রমিক ৷ এরপর একে একে বের করে আনা হয় বাকি 40 জন শ্রমিককে ৷

আরও পড়ুন:

  1. উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল
  2. চিনুক কপ্টার রাতে উড়বে না, সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধারের পর বুধে 41 শ্রমিককে এয়ারলিফট
  3. দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ, উত্তরকাশীতে 16 দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধারের পথে 41 শ্রমিক

উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক

উত্তরকাশী, 28 নভেম্বর: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে উদ্ধার করা হল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে ৷ সুড়ঙ্গের ভেতরের ধ্বংসস্তূপে ইঁদুরের গর্তের মতো খনন করে পাইপ স্থাপন করেছিলেন উদ্ধারকারীরা ৷ সেই পাইপের মাধ্যমেই অক্ষত অবস্থায় বের করে আনা হচ্ছে শ্রমিকদের ৷ তাঁদের বেরিয়ে আসতে দেখেই উত্তরকাশীর সুড়ঙ্গের বাইরে উচ্ছ্বাস ধরা পড়ে উদ্ধারকারী দল ও শ্রমিকদের পরিবারের সদস্যদের চোখে মুখে ৷

উদ্ধারের পর শ্রমিকদের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছিল স্থানীয় হাসপাতাল ৷ সুড়ঙ্গের বাইরে সারি বেঁধে তৈরি রাখা ছিল বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ৷ তাতে করেই শ্রমিকদের হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হবে ৷ এ ছাড়াও উদ্ধার হওয়ার শ্রমিকদের এয়ারলিফট করার জন্য সুড়ঙ্গের কাছেই তৈরি আছে বায়ুসেনার চিনুক হেলিকপ্টার ৷ তবে বিকেল সাড়ে চারটের পর যেহেতু এই কপ্টার আকাশে ওড়ানো হয় না, সেই কারণে বুধবার সকালে উদ্ধার হওয়া শ্রমিকদের এয়ারলিফট করা হবে বলে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে ৷

আশার আলো দেখা গিয়েছিল কয়েকদিন আগে থেকেই ৷ তবে মঙ্গলবার উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় ৷ স্বয়ং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই উদ্ধার হবেন শ্রমিকরা ৷

উদ্ধার অভিযানের অংশীদার এক কর্মী মঙ্গলবার সন্ধেয় বলেছিলেন, "উদ্ধারকাজ শেষ হয়েছে এবং আটকে পড়া শ্রমিকরা আগামী 15-20 মিনিটের মধ্যেই বেরিয়ে আসতে শুরু করবেন । এনডিআরএফ টিম এখনই কর্মীদের বের করে আনবে । আটকে পড়া 41 জন কর্মীকে উদ্ধার করতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে। এখন আর কোনও বাধা নেই...৷" সেই কথা সত্যি করেই রাত 7.53তে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন প্রথম শ্রমিক ৷ এরপর একে একে বের করে আনা হয় বাকি 40 জন শ্রমিককে ৷

আরও পড়ুন:

  1. উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল
  2. চিনুক কপ্টার রাতে উড়বে না, সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধারের পর বুধে 41 শ্রমিককে এয়ারলিফট
  3. দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ, উত্তরকাশীতে 16 দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধারের পথে 41 শ্রমিক
Last Updated : Nov 29, 2023, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.