ETV Bharat / bharat

Landslide Atlas: চারধাম যাত্রা শুরুর আগেই চিন্তার মেঘ, ইসরোর ভূমিধসে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের - জোশীমঠের ধস

শীঘ্রই শুরু হতে চলেছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা (Rudraprayag and Tehri top landslide risk districts)। তার আগে ইসরো এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের সমীক্ষা উত্তরাখণ্ড সরকারের ঘুম উড়িয়েছে। কারণ এই সমীক্ষা অনুসারে, সারা ভারতে ভূমিধসের (Landslide Atlas) ঝুঁকিপূর্ণ জেলাগুলির মধ্যে রুদ্রপ্রয়াগ এবং তেহরি জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে ।

Landslide risk districts ETV Bharat
ইসরোর ভূমিধসের ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের
author img

By

Published : Mar 9, 2023, 2:20 PM IST

দেরাদুন, 9 মার্চ: উত্তরাখণ্ডের উপর থেকে সরানো যাচ্ছে না চিন্তার মেঘ ৷ ইসরো ও ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের সমীক্ষা সেই চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ধসের যে মানচিত্র (Landslide Atlas) প্রকাশ করেছে, তাতে 17টি রাজ্যের ভূমিধস-প্রবণ এলাকা এবং হিমালয় ও পশ্চিম ঘাটের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে ।

সেই তালিকায় উত্তরাখণ্ডের দুটি জেলা দেশের 147টি সংবেদনশীল জেলার মধ্যে শীর্ষে রয়েছে (Rudraprayag and Tehri top landslide risk districts)। এর আগে কার্টোস্যাট-2এস স্যাটেলাইটের ছবি প্রকাশের সময় ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার প্রথমবারের মতো জানিয়েছিল যে, জোশীমঠ শহর কী গতিতে ধসের কবলে ধ্বংস হতে বসেছে ।

ইসরোর সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, রুদ্রপ্রয়াগ এবং তেহরি জেলাগুলি শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, সমগ্র ভারতে ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে । রুদ্রপ্রয়াগ জেলা হল কেদারনাথ এবং বদ্রীনাথ ধামের প্রবেশদ্বার । এর পাশাপাশি রুদ্রপ্রয়াগ জেলায় ভারতে ভূমিধসের ঘনত্ব সবচেয়ে বেশি । এছাড়াও এখানে মোট জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা, সাক্ষরতা এবং বাড়ির সংখ্যাও সর্বাধিক (ISRO Uttarakhand Latest News Update)৷

Landslide risk districts ETV Bharat
ইসরোর ভূমিধসের ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের

ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার প্রকাশ করেছে যে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও তেহরি জেলায় দেশের সর্বোচ্চ ভূমিধসের ঘনত্ব রয়েছে । 1988 সাল থেকে 2022 সালের মধ্যে 17টি রাজ্যের 147টি জেলায় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে 80,933টি ভূমিধস হয়েছে বলে রেকর্ড করেছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করে এনআরএসসি-র বিজ্ঞানীরা ভারতের ভূমিধসের মানচিত্র তৈরির জন্য ঝুঁকির মূল্যায়ন করেছেন ।

আরও পড়ুন: জোশীমঠ ধস ম্যানমেড ! জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি একাধিক সংগঠনের

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে জোশীমঠ উত্তরাখণ্ড সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে । জোশীমঠের পাশাপাশি উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভূমি ধসেরবহু ঘটনা সামনে এসেছে । জোশীমঠের মতোই কর্ণপ্রয়াগের অবস্থাও আশংকাজনক । সম্প্রতি বহুগুনা নগরের উপরের অংশে এবং বদ্রীনাথ হাইওয়ের কাছে অবস্থিত আইটিআই এলাকার সবজি মান্ডিতেও ফাটল দেখা গিয়েছে । সমীক্ষকদের পরিদর্শনকালে 25টিরও বেশি বাড়িতে বড় ফাটল দেখা গিয়েছে । এর মধ্যে 8টি বাড়িকে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে ৷ সেই বাড়িগুলিকে খালি করে দেওয়া হয়েছে ।

দেরাদুন, 9 মার্চ: উত্তরাখণ্ডের উপর থেকে সরানো যাচ্ছে না চিন্তার মেঘ ৷ ইসরো ও ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের সমীক্ষা সেই চিন্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ধসের যে মানচিত্র (Landslide Atlas) প্রকাশ করেছে, তাতে 17টি রাজ্যের ভূমিধস-প্রবণ এলাকা এবং হিমালয় ও পশ্চিম ঘাটের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে ।

সেই তালিকায় উত্তরাখণ্ডের দুটি জেলা দেশের 147টি সংবেদনশীল জেলার মধ্যে শীর্ষে রয়েছে (Rudraprayag and Tehri top landslide risk districts)। এর আগে কার্টোস্যাট-2এস স্যাটেলাইটের ছবি প্রকাশের সময় ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার প্রথমবারের মতো জানিয়েছিল যে, জোশীমঠ শহর কী গতিতে ধসের কবলে ধ্বংস হতে বসেছে ।

ইসরোর সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, রুদ্রপ্রয়াগ এবং তেহরি জেলাগুলি শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, সমগ্র ভারতে ভূমিধসের ঝুঁকির মুখে রয়েছে । রুদ্রপ্রয়াগ জেলা হল কেদারনাথ এবং বদ্রীনাথ ধামের প্রবেশদ্বার । এর পাশাপাশি রুদ্রপ্রয়াগ জেলায় ভারতে ভূমিধসের ঘনত্ব সবচেয়ে বেশি । এছাড়াও এখানে মোট জনসংখ্যা, কর্মক্ষম জনসংখ্যা, সাক্ষরতা এবং বাড়ির সংখ্যাও সর্বাধিক (ISRO Uttarakhand Latest News Update)৷

Landslide risk districts ETV Bharat
ইসরোর ভূমিধসের ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের

ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার প্রকাশ করেছে যে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও তেহরি জেলায় দেশের সর্বোচ্চ ভূমিধসের ঘনত্ব রয়েছে । 1988 সাল থেকে 2022 সালের মধ্যে 17টি রাজ্যের 147টি জেলায় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে 80,933টি ভূমিধস হয়েছে বলে রেকর্ড করেছেন ইসরোর বিজ্ঞানীরা ৷ সেই রিপোর্টের উপর ভিত্তি করে এনআরএসসি-র বিজ্ঞানীরা ভারতের ভূমিধসের মানচিত্র তৈরির জন্য ঝুঁকির মূল্যায়ন করেছেন ।

আরও পড়ুন: জোশীমঠ ধস ম্যানমেড ! জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি একাধিক সংগঠনের

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে জোশীমঠ উত্তরাখণ্ড সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে । জোশীমঠের পাশাপাশি উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভূমি ধসেরবহু ঘটনা সামনে এসেছে । জোশীমঠের মতোই কর্ণপ্রয়াগের অবস্থাও আশংকাজনক । সম্প্রতি বহুগুনা নগরের উপরের অংশে এবং বদ্রীনাথ হাইওয়ের কাছে অবস্থিত আইটিআই এলাকার সবজি মান্ডিতেও ফাটল দেখা গিয়েছে । সমীক্ষকদের পরিদর্শনকালে 25টিরও বেশি বাড়িতে বড় ফাটল দেখা গিয়েছে । এর মধ্যে 8টি বাড়িকে অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে ৷ সেই বাড়িগুলিকে খালি করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.