ETV Bharat / bharat

Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ - উত্তরাখণ্ডে অমিত শাহ

উত্তরাখণ্ডে (Uttarakhand) বৃষ্টির কারণে হওয়া বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে হল 45 ৷ আজ গোটা পরিস্থিতি পরিদর্শনে সে রাজ্যে যাচ্ছেন অমিত শাহ (Amit Shah)৷

Uttarakhand: Heavy rainfall claimed the lives of 45, Amit Shah to visit today
উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ
author img

By

Published : Oct 20, 2021, 10:10 AM IST

নৈনিতাল, 20 অক্টোবর : নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা ও ধসে উত্তরাখণ্ডে (Uttarakhand) মৃতের সংখ্যা বেড়ে হল 45 ৷ এর মধ্যে নৈনিতালেরই রয়েছেন 30 জন ৷ মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ আর বন্যায় যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের পরিবারপিছু এক লাখ 9 হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিকেলে উত্তরাখণ্ডে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

গতকালই উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে মোদি-শাহকে অবগত করেন তিনি ৷ এই সঙ্কটের সময়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন নমো ৷ বায়ুসেনার তিনটি হেলিকপ্টার উদ্ধারের কাজে পাঠানো হয় ৷ এবার নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন অমিত শাহ ৷ সে রাজ্যের প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি ৷ আগামিকাল তিনি আকাশপথে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখবেন ৷

আকাশপথে গতকালই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ করেন পর্যালোচনা বৈঠক ৷ বৈঠকের পর তিনি জানান, "প্রাণহানি, সম্পত্তি ও রাস্তার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান, রাস্তা চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷ ধসের কারণে মাটি, পাথরের স্তূপে ঢেকেছে রাস্তাঘাট ৷ দ্রুত তা সরিয়ে ফেলে সড়কপথে পরিবহন চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের ৷"

আরও পড়ুন: Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

এছাড়াও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ বন্যাকবলিত উধম সিং নগর জেলার রুদ্রপুর এলাকার আবাসনস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ উদ্ধারে হাত লাগিয়েছেন এসডিআরএফ কম্যান্ডান্ট নভনীত সিং-ও ৷

প্রবল বৃষ্টির ফলে হওয়া ধসের কারণে গতকাল রাতে আলমোরায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ রাপাড় গ্রামের একটি বাড়ির উপর ধস নামে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়ির 4 জনের ৷ গ্রামবাসীরা ওই বাড়ির এক মহিলাকে উদ্ধার করেন ৷ এ ছাড়াও চম্পাওয়াতে 4 জন, পাউরিতে 3 জন এবং পিথোরাগড় একজন ও বাগেশ্বরে একজনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

দুর্গতদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার ৷ সেটি হল, 0135-2710334 ৷ দেওয়া হয়েছে দুটি মোবাইল নম্বরও - 8218867005 ও 9557444486 ৷

আরও পড়ুন: Abortion: ভ্রূণের মধ্যে বাসা বেঁধেছে জটিল রোগ, ছ’মাসের গর্ভবতী মহিলাকে গর্ভপাতে অনুমতি দিল্লি হাইকোর্টের

নৈনিতাল, 20 অক্টোবর : নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা ও ধসে উত্তরাখণ্ডে (Uttarakhand) মৃতের সংখ্যা বেড়ে হল 45 ৷ এর মধ্যে নৈনিতালেরই রয়েছেন 30 জন ৷ মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ আর বন্যায় যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের পরিবারপিছু এক লাখ 9 হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিকেলে উত্তরাখণ্ডে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

গতকালই উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে মোদি-শাহকে অবগত করেন তিনি ৷ এই সঙ্কটের সময়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন নমো ৷ বায়ুসেনার তিনটি হেলিকপ্টার উদ্ধারের কাজে পাঠানো হয় ৷ এবার নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন অমিত শাহ ৷ সে রাজ্যের প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি ৷ আগামিকাল তিনি আকাশপথে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখবেন ৷

আকাশপথে গতকালই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ করেন পর্যালোচনা বৈঠক ৷ বৈঠকের পর তিনি জানান, "প্রাণহানি, সম্পত্তি ও রাস্তার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান, রাস্তা চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷ ধসের কারণে মাটি, পাথরের স্তূপে ঢেকেছে রাস্তাঘাট ৷ দ্রুত তা সরিয়ে ফেলে সড়কপথে পরিবহন চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের ৷"

আরও পড়ুন: Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

এছাড়াও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ বন্যাকবলিত উধম সিং নগর জেলার রুদ্রপুর এলাকার আবাসনস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ উদ্ধারে হাত লাগিয়েছেন এসডিআরএফ কম্যান্ডান্ট নভনীত সিং-ও ৷

প্রবল বৃষ্টির ফলে হওয়া ধসের কারণে গতকাল রাতে আলমোরায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ রাপাড় গ্রামের একটি বাড়ির উপর ধস নামে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়ির 4 জনের ৷ গ্রামবাসীরা ওই বাড়ির এক মহিলাকে উদ্ধার করেন ৷ এ ছাড়াও চম্পাওয়াতে 4 জন, পাউরিতে 3 জন এবং পিথোরাগড় একজন ও বাগেশ্বরে একজনের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন: Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

দুর্গতদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার ৷ সেটি হল, 0135-2710334 ৷ দেওয়া হয়েছে দুটি মোবাইল নম্বরও - 8218867005 ও 9557444486 ৷

আরও পড়ুন: Abortion: ভ্রূণের মধ্যে বাসা বেঁধেছে জটিল রোগ, ছ’মাসের গর্ভবতী মহিলাকে গর্ভপাতে অনুমতি দিল্লি হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.