দেরাদুন, 9 মে : কাল থেকে উত্তরাখণ্ডে 18 বছরের ঊর্ধ্বে ইচ্ছুক ব্যক্তিদের জন্য করোনার টিকাকরণ শুরু হচ্ছে ৷ আর মঙ্গলবার থেকে এক সপ্তাহের কোভিড কার্ফু জারি হচ্ছে উত্তরাখণ্ডে ৷ কার্ফু জারি থাকবে 11 মে (মঙ্গলবার) সকাল 6 টা থেকে 18 মে সকাল 6 টা পর্যন্ত ৷ জানিয়ে দিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল ৷
যদিও অত্যাবশ্যক পণ্য ও পরিষেবাকে কার্ফুয়ের আওতা থেকে বাইরে রাখা হয়েছে ৷ একইসঙ্গে যাঁরা বাইরের রাজ্য থেকে উত্তরাখণ্ডে আসবেন তাঁদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷ রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই উত্তরাখণ্ডে প্রবেশ করা যাবে ৷
আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন, এবার বন্ধ মেট্রো
আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে উত্তরাখণ্ডে আসার 72 ঘণ্টা আগে ৷ একইসঙ্গে দেরাদুন প্রশাসনের পোর্টালে নাম নথিভুক্ত করাতে হবে ৷ এছাড়া যাঁরা উত্তরাখণ্ডের বাসিন্দা, কিন্তু অন্য রাজ্য থেকে ফিরছেন তাঁদেরও উত্তরাখণ্ডে প্রবেশের পর সাত দিন আইসোলেশনে থাকতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেই রাজ্যের প্রশাসন ৷