জোশীমঠ, 11 জানুয়ারি: জোশীমঠে ভূমিধসে আক্রান্ত (Joshimath Crisis) পরিবারগুলির জন্য অন্তর্বর্তী ক্ষতিপূরণ (Interim Relief) ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government) ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে 1 লক্ষ 50 হাজার টাকা করে দেওয়া হবে ৷ যদিও ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে ইতিমধ্য়েই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যাঁদের মাথার উপর থেকে পাকা ছাদ ধসে গিয়েছে, তাঁদের মাত্র দেড় লক্ষ টাকায় কী হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ যদিও সরকারের বক্তব্য, এটি আদতে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ ৷ সেক্ষেত্রে পরবর্তীকালে পরিবারগুলিকে আরও টাকা দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে ৷
এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রীর সচিব আর মীনাক্ষী সুন্দরম বলেন, "ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে অবিলম্বে 1 লক্ষ 50 হাজার টাকা করে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ যে দু'টি হোটেলকে অসুরক্ষিত হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই দু'টি হোটেলের বহুতল বাদে অন্য কোনও বাড়ি এখনই ভাঙা হবে না ৷ এখনও পর্যন্ত জোশীমঠের মোট 723টি ভবনে ফাটল দেখা গিয়েছে ৷"
আরও পড়ুন: জোশীমঠ নিয়ে জরুরি শুনানি! রাজি নন দেশের প্রধান বিচারপতি
মীনাক্ষী আরও জানিয়েছেন, হতাহতের ঘটনা রুখতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে এখনও পর্যন্ত 131টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে চমোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিয়েছেন, "আমরা সর্বক্ষণ স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ তাঁদের বলা হয়েছে, যে মুহূর্তে নতুন করে কোথাও ফাটল দেখা দেবে, সঙ্গে সঙ্গে সেই খবর যেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় ৷ ইতিমধ্য়েই আমরা 131টি পরিবারকে নিরাপদে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে গিয়েছি ৷"
জেলাশাসক আরও জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি সামগ্রিকভাবে কেন্দ্রীয় প্রতিনিধিদল সমীক্ষা করে দেখবে ৷ তাদের পরামর্শ মতোই জেলা তথা রাজ্য প্রশাসন পদক্ষেপ করবে ৷ তবে, এই কাজ চলার পাশাপাশি একইসঙ্গে উদ্ধারকাজও চালিয়ে যাবে স্থানীয় প্রশাসন ৷ জেলাশাসকের কথায়, "ইতিমধ্যেই কর্ণপ্রয়াগের বহুগুণায় বিভিন্ন বাড়িতে ফাটল দেখা গিয়েছে ৷ সেই ফাটল খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবেন আইআইটি রুরকীর বিজ্ঞানীরা ৷"