দেরাদুন (উত্তরাখণ্ড), 27 জানুয়ারি : কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা কিশোর উপাধ্যায় বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে (Expelled Congress leader Kishore Upadhyay joins BJP) ৷ বৃহস্পতিবার দেরাদুনে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি ৷ তার আগে তিনি জানান, এবার কিশোর নতুন কিছু করবে ৷ এবার সরব হওয়ার সময় এসেছে ৷
বিজেপিতে যোগদানের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন (Kishore Upadhyay praises PM Narendra Modi) ৷ তাঁর কথায়, উত্তরাখণ্ডে একমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নয়ন সম্ভব ৷ তাই তিনি উত্তরাখণ্ডকে আরও ভাল রাজ্য হিসেবে গড়ে তুলতে চান ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, উত্তরকাশী ও তেহরিতে বিজেপি (BJP) ও আরএসএস-এর (RSS) কাজে তিনি অভিভূত ৷ তাই বিজেপিতে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি গেরুয়া শিবিরের নেতা প্রহ্লাদ যোশীকে ধন্যবাদ জানিয়েছেন ৷
বুধবার প্রাক্তন রাজ্য সভাপতি কিশোর উপাধ্যায়কে বহিষ্কার করেছিল কংগ্রেস (Wednesday Congress expelled former party chief in Uttarakhand Kishore Upadhyay) ৷ তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজ করার অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগেই তাঁকে বহিষ্কার করে রাহুল গান্ধির (Rahul Gandhi) দল ৷ যদিও বৃহস্পতিবার সেই অভিযোগ মানতে চাননি কিশোর ৷ তাঁর পালটা দাবি, বিজেপির সঙ্গে তাঁর একটি ছবি ভাইরাল হয়ে যায় ৷ সেই বিষয়টিকে সামনে রেখেই তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলা হয় ৷
উত্তরাখণ্ডে আগামী 14 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly polls) ৷ 70 আসনের এই বিধানসভায় ক্ষমতায় রয়েছে বিজেপি ৷ এবারও তারা ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ এই পরিস্থিতিতে কংগ্রেসও বিজেপিকে হারাতে তৎপর ৷ দুই পক্ষই একে অপরের দল ভাঙাতে শুরু করেছে ৷ কিন্তু মানুষ কী চায়, তার উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে আগামী 10 মার্চ পর্যন্ত ৷ সেদিনই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হবে ৷ ওই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরাখণ্ডও রয়েছে ৷
আরও পড়ুন : Amarinder Singh Claims : সিধুকে মন্ত্রিসভায় নিতে অনুরোধ করেছিলেন পাক প্রধানমন্ত্রী, বিস্ফোরক দাবি অমরিন্দরের