জোশীমঠ (উত্তরাখণ্ড), 7 জানুয়ারি: মন্দির শহর জোশীমঠে ভয়াবহ ধসের (Landslide Area in Joshimath Town) ঘটনায় শতাধিক পরিবারকে উদ্ধার করা হয়েছে ৷ উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ শহরে গত দু’দিনে ব্যাপক ধস নেমেছে ৷ ধীরে ধীরে পুরো শহরটি ধসে যাচ্ছে ৷ পরিস্থিতি এমন হয়েছে যে, বহু বাড়িতে ফাটল ধরেছে ও অনেক বাড়ি ভেঙে পড়েছে ৷ এই পরিস্থিতিতে আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami) ৷ এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ৷ যে কোনও মুহূর্তে বড় কোনও দুর্ঘটনার আশঙ্কা করছে প্রশাসন ৷
শুক্রবারই শহরের মারওয়ারি এলাকায় একটি আবাসনের উপরে মন্দির ভেঙে পড়েছে ৷ জানা গিয়েছে, মাটি আলগা হয়ে ওই মন্দিরের ভিত পুরোপুরি ধসে গিয়েছে ৷ ওই এলাকা থেকে বেশ কয়েকজন মানুষকে দ্রুত উদ্ধার করেছে চামোলি প্রশাসন ৷ তৈরি হওয়া এই বিপদের মুহূর্তে বড় ক্ষতি আটকাতে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে ৷ সেই কমিটির নেতৃত্বে বিপজ্জনক বাড়িগুলি থেকে লোকজনৃকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ মূলত, জোশীমঠ এলাকার পৌরসভার বিল্ডিং, গুরুদ্বার ও স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হয়েছে ৷
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, জোশীমঠ এলাকার 9টি ওয়ার্ডের প্রায় 100-র বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ ফলে সেই বাড়িগুলিতে যে কোনও মুহূর্তে ধস নামতে পারে ৷ আর তার জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ৷ বিশেষ করে জোশীমঠের সুনীল, মনোহর বাগ এবং গান্ধি ওয়ার্ডে পরিস্থিতি ভয়ঙ্কর বলে জানা গিয়েছে ৷ সেখানকার বহু বাড়ির মেঝে ও দেওয়াল দু’ভাগ হয়ে গিয়েছে ৷ সেই বাড়িগুলিকে দ্রুততার সঙ্গে খালি করা হচ্ছে ৷
আরও পড়ুন: চলছে উদ্ধার কাজ, প্রায় সাড়ে 500 পর্যটককে নিরাপদ স্থানে ফেরাল সেনা ও সিকিম প্রশাসন
মারওয়ারি এলাকার জেপি রেসিডেনশিয়াল কলোনিও সংকটজন পরিস্থিতির মধ্যে রয়েছে ৷ ওই এলাকায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হওয়া ফাটলে জল ঢুকে তা আরও বাড়িয়ে তুলবে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ৷ কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করেছেন ৷ নিরাপদ এলাকায় আপাতত একটি বড় অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র তৈরি নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে ।